দৈনিক খবরের কাগজের পাঠক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’ এর উদ্যোগে এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম নগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) বিকেলে মহানগরের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার, চসিকের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানী, খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার, এম কে মনির, স্টাফ ফটোগ্রাফার মোহাম্মদ হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি খবরের কাগজ বন্ধুজন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এতে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি বিদ্যালয়টির ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের উদ্দেশে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘গাছ আমাদের আলো, বাতাস, ফল ও ছায়া দেয়। এ ছাড়াও গাছ পাহাড় ধস ঠেকায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। গাছের উপকার বলে শেষ করতে পারব না। গাছ আমাদের পরম বন্ধু। তাই পরিবেশ সমুন্নত রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তোমরা সবাই একটি করে হলেও গাছ রোপণ করবে। নিজের জমি না থাকলে অন্যের জমিতে হলেও রোপণ করবে। কোনো জমি না থাকলে বাড়ির ছাদে গাছ লাগাবে তোমরা।’
অনুষ্ঠানে মেয়র আরও বলেন, “আমি খবরের কাগজের বন্ধুজন সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনটি সারা দেশে যে এই কর্মসূচি পালন করছে সেগুলো নিঃসন্দেহে মানবিক এবং পরিবেশবান্ধব। আমি সাধুবাদ জানাই এমন মহতী উদ্যোগকে। সেই সঙ্গে ‘খবরের কাগজ’ চট্টগ্রাম পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে খবরের কাগজের চট্টগ্রামের ব্যুরো প্রধান এসএম ইফতেখারুল ইসলাম বলেন, ‘খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে চট্টগ্রাম থেকেই বৃক্ষরোপণের সূচনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। চট্টগ্রামের নগরপিতা এ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এ ছাড়া চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজকে খবরের কাগজের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই।’
অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল বলেন, ‘মানুষ আর গাছ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ও নির্ভরশীল। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কারণ মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন গাছ সরবরাহ করে। আবার গাছের প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড মানুষ গাছকে দেয়।’
অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এসএম কায়ছার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ঘরে ঘরে গাছের চারা রোপণ করতে হবে। গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। বিভিন্ন প্রকারের ঔষধি গাছ আমাদের বাড়ির আঙিনায় রোপণ করতে হবে। আগামী ২০ জুলাই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। এতে সবার অংশগ্রহণ প্রয়োজন।’
চসিকের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ‘এখন ছাদবাগানও বেশ জনপ্রিয় হচ্ছে। চট্টগ্রাম শহরে যাদের বাড়ির কোনো আঙিনা নেই, তারা বাড়ির ছাদে ফলদ এবং ঔষধি গাছ লাগাতে পারে। আমাদের পরিবেশকে গাছ লাগিয়ে রক্ষা করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি চারা গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।’