ঢাকা ২৪ ভাদ্র ১৪৩১, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বন্ধুজনের উদ্যোগে শিশুর হাতে বৃক্ষরোপণ

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:২৩ পিএম
বন্ধুজনের উদ্যোগে শিশুর হাতে বৃক্ষরোপণ
ছবি: মামুন হোসেন

সাত বছর বয়সী তাসলিমা। এর আগে কোনো দিন সে গাছ লাগায়নি। প্রথমবারের মতো খবরের কাগজের পাঠক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’ সিলেট-এর উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি আমলকীগাছের চারা রোপণ করেছে সে। তাই তাসলিমা অনেক উচ্ছ্বাসিত। তাসলিমা বলে, ‘এর আগে কোনো দিন গাছ লাগাইনি। আজকেই প্রথম গাছ লাগালাম। তাই খুব ভালো লাগছে।’

তাসলিমার সমবয়সী সাদিয়া। সেও প্রথম গাছ লাগিয়েছে। সাদিয়া বলে, ‘আজ প্রথম গাছ লাগিয়ে মাটি আর পানি দিয়েছি গাছের গোঁড়ায়। আমার অনেক ভাল লেগেছে। আমি বাসায় গিয়েও গাছ লাগাব।’ ৯ বছরের শিশু আরিফ লাগিয়েছে একটি ফলের গাছ। 

তাসলিমা, সাদিয়া, আরিফের মতো আরও সাতজন শিশু এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। তারা সবাই শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর সদস্য। এরা সবাই সুবিধাবঞ্চিত শিশু। মূলত তারাই ছিল ‘বন্ধুজন’ সিলেটের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমের আমন্ত্রিত অতিথি।