বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলামোটরে খবরের কাগজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বন্ধুজনের উপদেষ্টা ও খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল এই অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুজনের সভাপতি ড. সারিয়া সুলতানা, সাধারণ সম্পাদক আতিয়া সুলতানা, দৈনিক খবরের কাগজের উপ-সম্পাদক ড. এমদাদ হাসনায়েন, যুগ্ম-বার্তা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ ও রোকেয়া রহমান প্রমুখ।
বন্ধুজনের সভাপতি ড. সারিয়া সুলতানা বলেন, ‘বন্যা পরবর্তী পুনর্বাসনে বানভাসি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বন্ধুজন। আমরা চেষ্টা করছি সেই সব মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করতে। আমরা সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করছি। আপনারাও এগিয়ে আসুন।’
সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া সুলতানা জানান, বন্যায় সহায়-সম্বলহীন পরিবারের জন্য কাজ করছে বন্ধুজন। এরই অংশ হিসেবে বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ তালবাড়িয়ার রমিজ মিয়ার কাছে এই অর্থ সহায়তা পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত আর উজানের পানিতে গত সপ্তাহে বন্যা আক্রান্ত হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১১ জেলা। এখনো পানিবন্দি ১২ লাখের বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বন্ধুজনের পুনর্বাসন তহবিলেও অর্থ দেওয়া যাবে। অর্থ পাঠানো যাবে ০১৫৭৭০৩২৪৩১ (বিকাশ) এই নম্বরে। বন্ধুজনের তহবিলে খবরের কাগজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দিয়েছেন।
সালমান/