লক্ষ্মীপুরে খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে সাত শতাধিক কৃষকের মাঝে শিম ও বরবটির বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব বীজ বিতরণ করা হয়। তার মধ্যে সকালে সদর উপজেলার বন্যাকবলিত পাঁচপাড়া, মনোহরপুর, দাউদপুর, জয়পুর, জয়রামপুর, চৌপল্লী এলাকার পাঁচ শতাধিক কৃষকের ঘরে ঘরে শিম ও বরবটির বীজ পৌঁছে দেওয়া হয়। এরপর একই দিন বিকেলে সদর উপজেলার পালপাড়া বাজারে দুই শতাধিক কৃষকের মাঝে শিমের বীজ বিতরণ করা হয়।
বন্যা-পরবর্তী সবজির চাহিদা পূরণ ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বন্ধুজন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে নেয়। ওই সময় উপস্থিত ছিলেন বন্ধুজনের সদস্য মো. সাহাব উদ্দিন, রিংকু পাটওয়ারী, বাবু, মিনহাজুর রহমান মুন্না, খোকন, জামাল ও খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বন্ধুজনের জেলা কমিটির সদস্য সাহাব উদ্দিন বলেন, ‘ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বানের পানিতে এই এলাকার কৃষকদের সবজিসহ সব ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে।’
এর আগে বন্ধুজনের উদ্যোগে সাপের উৎপাত থেকে রক্ষা পেতে বন্যাকবলিত চার শতাধিক পরিবারের মাঝে কার্বলিক অ্যাসিড বিতরণ করা হয়। এ ছাড়া ওই সব পরিবারের মাঝে খাওয়ার স্যালাইন, প্যারাসিটামলসহ প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধসামগ্রী বিতরণ করা হয়।