চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মস্থানে অবস্থিত নড়াইলে শিল্পীর সংগ্রহশালাটি আন্তর্জাতিক মানের গড়ে তোলার দাবি সুলতান ভক্তানুরাগীদের। এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুর পর তার নিজের হাতে আঁকা আন্তর্জাতিক মানের অনেক চিত্রকর্ম হারিয়ে যায়।
সেগুলো জেলার বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে ছিল। পরে এস এম সুলতান সংগ্রহশালা তৈরির পর শিল্পীর আঁকা চিত্রকর্ম বিভিন্নজনের বাড়িতে ও সংগ্রহ থেকে সেগুলো সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত রং-তুলি, বোর্ড, হারমোনিয়াম, লাঠি, পাঞ্জাবি, জুতাসহ বিভিন্ন জিনিসপত্রও সংগ্রহশালায় রয়েছে। তবে শিল্পী এস এম সুলতান শত শত ছবি আঁকালেও সংগ্রহশালায় রয়েছে তার মাত্র ২৩টি চিত্রকর্ম।
সংগ্রহশালা সূত্র জানায়, সংগ্রহশালায় শিল্পী এস এম সুলতানের আঁকা মোট ৭৬টি চিত্রকর্ম রয়েছে। এর মধ্যে শিল্পীর আঁকা ছবি রয়েছে ২৩টি। এ ছাড়া রেপ্লিকা রয়েছে ৫৩টি।
এদিকে অযত্নে শিল্পীর আঁকা ছবিসহ ব্যবহৃত জিনিসপত্র নষ্ট হতে যাচ্ছে। তাই দেশের বরেণ্য চিত্রশিল্পীদের দাবি, নড়াইলে আন্তর্জাতিক মানের সংগ্রহশালা গড়ে তোলা হোক। তা না হলে এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম বা ব্যবহৃত জিসিনপত্র নষ্ট হয়ে গেলে তা অপূরণীয় ক্ষতি হবে।
এস এম সুলতান শিশুস্বর্গের প্রধান শিক্ষক বলদেব অধিকারী বলেন, ‘এস এম সুলতানের আঁকা চিত্রকর্মগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিছু ছবি সংরক্ষিত রয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সুলতানের আঁকা চিত্রকর্মগুলো একবার নষ্ট হয়ে গেলে এসব অমূল্য ছবি আর কোথাও পাওয়া যাবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ছবিগুলো সংরক্ষণ করে একটি উন্নতমানের সংগ্রহশালা করে সংরক্ষণ করার দাবি জানান।
এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ (অব.) অনাদীবালা বৈরাগী বলেন, ‘এস এম সুলতান ছিলেন বিশ্বমানের চিত্রশিল্পী। তার আঁকা চিত্রকর্মগুলো প্রতিনিয়ত দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুলতানভক্তরা আসেন। এস এম সুলতানের যে সংগ্রহশালা রয়েছে, তা সংকীর্ণ। এখানে আন্তর্জাতিক মানের একটি সংগ্রহশালা করা হলে সুলতানের ব্যবহৃত জিনিসপত্রসহ আঁকা ছবিগুলো সংরক্ষণ করা সম্ভব হবে।’
নড়াইল এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি বলেন, ‘সুলতানের আঁকা ছবি ২০১৪-১৫ সালে পেইন্ট রেস্টুরেশন (দীর্ঘস্থায়ী) করা হয়। ২৩টি ছবির মধ্যে দুটি ছবি পেইন্ট রেস্টুরেশন করা হয়নি। একবার পেইন্ট রেস্টুরেশন করা হলে প্রায় ১৫-২০ বছর পর্যন্তু ভালো থাকে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালাটিকে ঘিরে বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। এখানে একটি আন্তর্জাতিক মানের সংগ্রহশালা হলে ভালো হবে।’
এদিকে শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার কোরআনখানি, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।