৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশ প্রকাশনীর ৯টি গ্রন্থ বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এই গ্রন্থগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
এর মধ্যে ‘মোস্তাক হোসেন : জীবন ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাহিত্যিক উজ্জ্বল সিনহা।
বুধবার বইমেলার নারায়ণ সান্যাল সভাঘরে কবি সুবোধ সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গৌতম পাল, সাবেক মন্ত্রী ও কলামিস্ট পূর্ণেন্দু বসু, সাবেক সংসদ সদস্য ও প্রাবন্ধিক ড. মইনুল হাসান, কাজী মুহাম্মদ ইয়াসীন, রফিকুল ইসলাম, সুধাংশুশেখর দে প্রমুখের উপস্থিতিতে বইগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

এ দিন সন্ধ্যায় ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক ও তার সংস্থার শিল্পীরা কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে বই প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ‘প্রশ্ন’ ও ‘দুষ্টু’ আবৃত্তি করেন রাইসা নুর।
যেসব গ্রন্থের মোড়ক উন্মোচন হয়, সেগুলো হলো কলামিস্ট ও অধ্যাপক ড. অর্ণব সাহার প্রবন্ধ সংকলন ‘রাজনৈতিক কলাম: কর্তৃত্ববাদ বনাম আজকের ভারত’, সামশুল আলমের গল্প সংকলন ‘রূপের বাতি’, আলমগীর রাহমানের কাব্যগ্রন্থ ‘ফেক প্রোফাইলের বাগান বাড়ি’, বৃন্দাবন দাসের কাব্যগ্রন্থ ‘সত্যি সত্যি’, অধ্যাপক ড. মুহাম্মদ আফসার আলির প্রবন্ধ সংকলন ‘আমার সমাজ’, অধ্যাপক ড. সা’আদুল ইসলামের প্রবন্ধ সংকলন ‘জাতির বিবেক অন্নদাশঙ্কর’৷

এ দিন ‘উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা’ উদ্বোধন করেন কবি সুবোধ সরকার ও অধ্যাপক ড. গৌতম পাল।
এ সময় উপস্থিত ছিলেন লেখক-সম্পাদক-প্রকাশক ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সমাজকর্মী কাজী মুহাম্মদ ইয়াসীন, ছায়ানটের কর্ণধার সোমঋতা মল্লিক, অধ্যাপক ড. রেজাউল করিম, রফিকুল ইসলাম, ডা. মো. আবেদ আলি, আকরাম খান, আলাউদ্দিন খান, সামিমা মল্লিক, আসিফ ইকবাল, সীমন্ত বসু, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, পত্রিকার সহ-সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রাইসা নুর।
এ দিন আল-আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজের অধ্যক্ষ ড. নুরুল হককে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত বিশিষ্টজনরা উদার আকাশ প্রকাশনীর প্রশংসা করেন। প্রকাশক ফারুক আহমেদের বইমুখী কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সবাইকে বই কেনা ও বই পড়ার আহ্বান জানান।

সম্প্রতি উদার আকাশ প্রকাশনের গ্রন্থগুলোর জনপ্রিয়তা বেড়েছে। বইমেলায় হাতে-গোনা তরুণ প্রকাশকদের মধ্যে বর্তমানে অন্যতম হয়ে উঠেছেন ফারুক আহমেদ। তাঁর সম্পাদনায় প্রকাশিত উদার আকাশ পত্রিকাটিও সাহিত্যজগতে বিপুল সাড়া ফেলেছে। প্রকাশন থেকে প্রকাশিত সব গ্রন্থ পাওয়া যাচ্ছে বইমেলার ৫৯৫ নম্বর স্টলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি সুবোধ সরকার, অধ্যাপক ড. গৌতম পাল, লেখক পূর্ণেন্দু বসু, অধ্যাপক ড. রেজাউল করিম, সমাজকর্মী কাজী মুহাম্মদ ইয়াসীন, সুধাংশুশেখর দে প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকাশক ফারুক আহমেদ ও অনুষ্ঠানের সভাপতি ড. মইনুল হাসান।
সালমান/