বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা কোম্পানি জেনারেল মোটরসের বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড ক্যাডিলাক। তাদের তৈরি বিলাসবহুল গাড়ি ‘ক্যাডিলাক সিটি৫-ভি ব্ল্যাকউইং প্রিসিশন’ আসছে আগামী বছর। সিটি৫-ভি ব্ল্যাকউইং মডেল ক্যাডিলাকের উচ্চক্ষমতা সম্পন্ন সেডান হিসেবে পরিচিত। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও স্পোর্টি ডিজাইন। ‘ভি’ সিরিজ ক্যাডিলাকের সবচেয়ে শক্তিশালী ও স্পোর্টি মডেলগুলোকে বোঝায়। সিটি৫-ভি ব্ল্যাকউইং প্রিসিশন এই সিরিজের একটি অংশ।
আসন্ন ক্যাডিলাক সিটি৫-ভি ব্ল্যাকউইং প্রিসিশন সংস্করণে আপগ্রেড সাসপেনশন যুক্ত হবে। এই সংস্করণে সাসপেনশন হার্ডওয়্যার ও ক্যালিব্রেশন পুরোপুরি পরিবর্তন করা হয়েছে, তবে অপরিবর্তিত রয়েছে ভি৮ ইঞ্জিন।
সিটি৫-ভি-তে ৬ দশমিক ২ লিটারের সুপারচার্জ ভি৮ ইঞ্জিনই থাকছে। এই ইঞ্জিন ৬৬৮ হর্সপাওয়ার ও ৬৫৯ পাউন্ড-ফুট টর্ক উৎপন্ন করে। এই শক্তি ছয় গতির ম্যানুয়াল ট্রান্সমিশন বা ১০ গতির অটোম্যাটিক ট্রান্সমিশনের মাধ্যমে শুধু পেছনের চাকায় যায়।
সূত্রের তথ্যমতে, প্রিসিশন সংস্করণে সাসপেনশন পুনঃগঠন করা হবে। নতুন স্টিয়ারিং নাকল সামনের দিকে একটি বড় স্ট্যাবিলাইজার বারের সঙ্গে যোগ করা হয়েছে। এতে বৃদ্ধি পাবে স্প্রিং রেট।
এ ছাড়া ক্যাডিলাক ইএলএসডি ও অন্যান্য চ্যাসিস কন্ট্রোলগুলোকে আরও ভালোভাবে কর্নারিংয়ের জন্য আপডেট হওয়া অংশগুলোর সঙ্গে পুনরায় ক্যালিব্রেট করেছে।
গাড়ির দাম এখনো নির্ধারিত হয়নি। তবে এটি সম্ভবত বেস মডেল সিটি৫-ভি ব্ল্যাকউইংয়ের দাম ৯৬ হাজার ৯৯০ মার্কিন ডলারের চেয়েও বেশি হবে। এই নতুন ভ্যারিয়েন্টটি ছয় অঙ্কের মধ্যে শুরু হবে তা দেখে অবাক হওয়ার কিছু নেই। তবে ক্যাডিলাকের ২০২৫ সালে বাজারে আসার আগে সিটি৫-ভি ব্ল্যাকউইং প্রিসিশন সম্পর্কে আরও জানাবে।