মার্কিন ধনকুবের ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা পিকআপ ট্রাক ‘সাইবারট্রাক’-এ দুটি আলাদা আলাদা অংশের সমস্যার কারণে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রে রিকল করছে। এবারের সমস্যা হচ্ছে আলগা ট্রিম পিস ও সামনের উইন্ডশিল্ড ওয়াইপার নাও কাজ করতে পারে।
গত মঙ্গলবার আমেরিকার জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) প্রকাশিত নথিতে এই নতুন রিকলের কথা জানানো হয়েছে। এই রিকলে প্রভাব পড়বে ১১ হাজারেও বেশি সাইবারট্রাককে।
এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, সামনের উইন্ডশিল্ড ওয়াইপার মোটর কন্ট্রোলারটি অতিরিক্ত বৈদ্যুতিক প্রবাহের কারণে নাও কাজ করতে পারে। ওয়াইপার কাজ না করলে গাড়ি চালানোর সময় সামনের রাস্তা দেখতে সমস্যা তৈরি করবে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই সমস্যার কারণে কোনো ধরনের দুর্ঘটনা বা আহতের ঘটনা ঘটেনি। বিক্রিত গাড়িগুলোতে কোনো খরচ ছাড়াই ওয়াইপার মোটরটি প্রতিস্থাপন করবে টেসলা। আগামী ১৮ আগস্ট থেকে চিঠি পাঠিয়ে গ্রাহকদের বিষয়টি জানাবে মার্কিন এই প্রতিষ্ঠান।
সাইবারট্রাকের পেছনের ট্রিম পিসটি ছিঁড়ে যেতে পারে এমন গাড়িগুলোও রিকল করবে টেসলা। এটি ছিঁড়ে গেলে অন্য গাড়ির জন্য বিপদের কারণ হতে পারে। টেসলা জানিয়েছে, ট্রিম পিসটি আঠা দিয়ে লাগানো হয় এবং সম্ভবত কারখানায় তা সঠিকভাবে করা হয়নি। টেসলা ট্রিম পিসটি প্রতিস্থাপন করবে বা পুনর্নির্মাণ করবে, যেন তা ঠিক থাকে। এ সমস্যাযুক্ত গাড়ির মালিকদেরও ১৮ আগস্ট চিঠি পাঠানো হবে। গত বছরের ৩০ নভেম্বর বিক্রি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টেসলা চারবার রিকল করছে সাইবারট্রাক। সূত: এপি
/আবরার জাহিন