ঢাকা ২৭ ভাদ্র ১৪৩১, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড এসইউভি রেনোঁ গ্র্যান্ড কোলেওস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড এসইউভি রেনোঁ গ্র্যান্ড কোলেওস
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই প্রবণতারই প্রমাণ মিলল ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনোঁর নতুন মডেলের হাইব্রিড গাড়ির উল্লেখযোগ্য সংখ্যক ক্রয়াদেশ পাওয়ার মাধ্যমে। গত মাসে বুসান মবিলিটি শো-২০২৪-এ প্রকাশ্যে আসে প্রতিষ্ঠানটির জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড এসইউভি ‘রেনোঁ গ্র্যান্ড কোলেওস’। রেনোঁ মাত্র এক মাসের মধ্যে মাঝারি আকারের এই হাইব্রিড এসইউভির ১০ হাজারেরও বেশি অর্ডার পেয়েছে দেশটি।