জনপ্রিয় জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউয়ের ‘বিএমডব্লিউ মোটোরাড’ বিভাগ অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার ‘বিএমডব্লিউ সিই-জিরো ফোর (BMW CE 04) তৈরি করেছে। এই বিভাগ স্পোর্টস বাইক, অ্যাডভেঞ্চার বাইক, ট্যুরিং বাইক ও স্কুটারের মতো বিভিন্ন ধরনের বাহন তৈরি করে।
বিএমডব্লিউ মোটোরাড তাদের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার সিই-জিরো ফোরের একটি ছোট সংস্করণ ভারতীয় বাজারে আনতে যাচ্ছে। সিই-জিরো ফোরের দাম শুরু হয়েছে ১২ হাজার ১৯৫ মার্কিন ডলার থেকে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি এটি বাজারে আসা সিই-জিরো ফোরের তুলনায় এই ছোট সংস্করণের দাম কম হবে। যদিও কোম্পানিটি এখনো এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রযুক্তিগত নানা ফিচারে সজ্জিত সিই-জিরো ফোর বাজারজাত করার পর, এবার প্রতিষ্ঠানটি স্কুটারটির ছোট সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ছোট সংস্করণটির নাম ‘বিএমডব্লিউ সিই-জিরো টু।’