বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের গাড়িগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। প্রতিষ্ঠানটির নতুন প্রযুক্তি গাড়ির গতিসীমা লঙ্ঘন শনাক্ত করবে এবং সেই তথ্য সরাসরি পুলিশের কাছে পাঠাবে। ফোর্ড এমন একটি ক্যামেরা সিস্টেম তৈরি করছে, যা গাড়িগুলোর গতিসীমা লঙ্ঘনকারী অন্য গাড়ির ছবি তুলে সরাসরি পুলিশের কাছে পাঠাবে।
ফোর্ডের পেটেন্টে বলা হয়েছে, ট্রাফিক পুলিশ সাধারণত গতিসীমা লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এর মধ্যে গতিসীমা লঙ্ঘনকারী গাড়ি শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। এই সিস্টেমে গাড়িগুলোকে একে অপরের গতি পর্যবেক্ষণের জন্য ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে। যদি কোনো গাড়ি গতিসীমা লঙ্ঘন করে তবে পাশের গাড়ির ক্যামেরা তা ধারণ করে পুলিশে পাঠিয়ে দেবে। ফলে গতিসীমা লঙ্ঘন করলেই ধরা পড়তেই হবে। নিজেদের তৈরি গাড়িতে এ সুবিধা চালুর জন্য নতুন প্রযুক্তির ক্যামেরা সিস্টেম তৈরির কাজ শুরু করেছে ফোর্ড। নতুন ক্যামেরা প্রযুক্তি কীভাবে কাজ করবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফোর্ড।
ফোর্ড জানিয়েছে, ‘এই পেটেন্টে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি নির্দিষ্ট গাড়ির জন্য। এটি গাড়ির অভ্যন্তরীণ সিস্টেম ও সেন্সর ব্যবহার করবে।’ ফোর্ড আরও জানিয়েছে, এই পেটেন্টে বলা হয়নি যে গ্রাহকদের গাড়ি থেকে ড্রাইভিং ডেটা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করা হবে। এই বিষয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।
/আবরার জাহিন