বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা কারফিউ ভঙ্গ করে সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এর পরপরই আন্দোলনকারীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনে ঢাবিতে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আন্দোলনকারীদের একটি মিছিল শহিদ মিনারে চলে আসে। সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান নেন এবং সরকার পতনের নানা স্লোগান দিতে থাকেন।
শহিদ মিনারে পুলিশের গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ: এদিকে মিনিট ৩০ যেতে না যেতে শহিদ মিনার এলাকায় পুলিশ কারফিউ উপেক্ষা করে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন। এ ছাড়া দুজনকে আটকও করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহিদ মিনারের দিকে যায়। এ সময় শহিদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন তারা। পরে পুলিশ রাবার বুলেট ছোড়ে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। তবে এ ঘটনায় পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি।
আবার জড়ো হন আন্দোলনকারীরা: এরপরই বেলা বাড়ার পর বিচ্ছিন্ন আন্দোলনকারীরা শাহবাগ, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যসহ বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেন। বেলা আড়াইটার পর শেখ হাসিনার দেশ ছাড়ার পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো শাহবাগ এলাকা।
উপাচার্যের বাসভবনে দুর্বৃত্তকারীদের হামলা: ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাসার প্রধান ফটক টপকিয়ে ভেতরে হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, উপাচার্যের বাসভবনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারও আন্দোলনকারীরা তার বাসায় ঢুকে পড়েন। এ সময় বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ছাড়া বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সেনাবাহিনীর সঙ্গে উৎসুক জনতার সেলফি: এদিকে বেলা আড়াইটার পরপরই আন্দোলনকারীদের পাশাপাশি উৎসুক জনতারও ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নীলক্ষেত মোড়, শাহবাগ থানা, বাংলামোটরে সেনাদের সাজোয়া যান সহকারে অবস্থান নিতে দেখা যায়। এ সময় উৎসুক জনতাকে তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফি তুলতে এবং বুকে জড়িয়ে ধরতেও দেখা যায়।