জ্ঞান, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি)-২০২৪’।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে শুরু হবে। শেষ হবে ১০ নভেম্বর। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের ২১টি দেশের শিক্ষক-গবেষকরা অংশ নেবেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হোসেন এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ড. অলিউর রহমান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যসচিব ড. শামিম মণ্ডল।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনে উপস্থাপনের জন্য ইতোমধ্যেই চার শতাধিক গবেষণাপত্র জমা পড়েছে; যার মধ্য থেকে নির্বাচিত গবেষণার সংখ্যা ৩০৬টি। দুই দিনের সম্মেলনে ৬২টি সেশনে এই গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। নির্বাচিত গবেষণাগুলোয় চিন্তার নতুন গতিপথ, সমাজ-রাষ্ট্রের যোগাযোগ, পরিবর্তিত সাংবাদিকতার ধারা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, নয়া গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে সামাজিক গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করা হবে।
ইংরেজি, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, একটি বিশ্ববদ্যিালয় তখনই পূর্ণতা পায়, যখন সেখানে জ্ঞান চর্চা হয়। মূলত এই উদ্দেশ্য সামনে রেখেই আইটিডি সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয়ে যত বেশি আন্তর্জাতিক সম্মেলন হয়, জ্ঞান-গবেষণায় সেই বিশ্ববিদ্যালয় তত বেশি এগিয়ে যায়। ছাত্র-শিক্ষকরা জানা-বোঝার সুযোগ পান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান দেওয়া হয় না; জ্ঞান সৃষ্টিও করা হয়। যেহেতু একার পক্ষে গবেষণা করা কঠিন, তাই এই সম্মেলনের আয়োজন। এর মধ্য দিয়েই জ্ঞান সৃষ্টি হবে, নতুন নতুন উদ্ভাবন সামনে আসবে।
কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বলেন, পৃথিবী আজ ক্রান্তিকাল পার করলেও উন্নয়ন ও পরিবর্তনের ধারা থেমে নেই। সীমাবদ্ধতা শুধু নতুন জ্ঞান সৃষ্টিতে। আইটিডি সম্মেলনে সেই জায়গা উন্নয়নের চেষ্টা করবে। এ সময় তিনি দুই দিনব্যাপী সম্মেলনের নানা দিক আলোচনা করেন।
সম্মেলনটির উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।