রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ওই দিন বিকেলে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে। মুহূর্তেই সেই লেখাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা।
এ ঘটনার জেরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল মতিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ‘তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় বোয়ারিয়া থানায় একটি জিডি করেছি।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) সকালে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তারা জায়গা ছাড়ে।