দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে অসাধারণ অর্জনের জন্য ২৫টি ক্যাটাগরিতে সম্মাননা লাভ করলেন ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তি। বাংলাদেশে প্রথমবারের মতো এই স্বীকৃতি প্রোগ্রামের আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক প্রকাশনা বাংলাদেশ মনিটর।
প্রোগ্রামে সার্বিক সহায়তা প্রদান করেছে প্রাইম ব্যাংক। পার্টনার হিসেবে ছিল অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস, ভ্রমণ প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান স্যাবর এবং জনপ্রিয় চায়ের ব্র্যান্ড হালদা ভ্যালি।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পাটা) চেয়ারম্যান পীটার এ. সিমন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মো. জাবের, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং জুরি বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির।
অ্যাওয়ার্ড প্রোগ্রামের লক্ষ্য ব্যাখ্যা করে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও এক্সিলেন্স অর্জনে সহায়তা করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। অনন্য সাধারণ অর্জনের জন্য পেশাজীবীকে স্বীকৃতি জানানোর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের পেশাজীবীদের অনুপ্রাণিত করতে চাই যারা বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় ভ্রমণ গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখতে পারেন।’
পাটা চেয়ারম্যান পীটার এ. সিমন আশা প্রকাশ করেন, ‘অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ফ্যাক্টরগুলোর মধ্যে সঠিক ভারসাম্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত বিকশিত হবে এবং যার মাধ্যমে সারাদেশের মানুষ ইতিবাচকভাবে সমৃদ্ধ হবে।’
তিনি আরও বলেন, ‘পাটা বাংলাদেশের এই যাত্রায় সহযোগী হতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মাত্রাতিরিক্ত পর্যটন হুমকি হ্রাসে বাংলাদেশকে টেকসই চর্চা অবলম্বন করতে হবে।’
মোট ১৮৪টি এন্ট্রির মধ্য থেকে, বিভিন্ন পেশা ও সামাজিক গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে। বিচার প্রক্রিয়া কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল প্রেজেন্টেশনের গুণগত মান, অনলাইন পাবলিক ভোটিং, বিশেষজ্ঞদের মতামতসহ অন্যান্য বিষয়। বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনে রেকর্ড সংখ্যক ১০ লাখ আট হাজার ভোট পড়ে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ভ্রমণ পর্যটন ও আতিথেয়তা শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, বিজনেস এলাইট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গনমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা আলাদাভাবে সংযুক্ত করা হলো-
Leading Business Hotel
The Westin Dhaka and The Peninsula Chittagong (Chattogram region)
Leading Boutique Hotel
HANSA Premium Residence Uttara, Dhaka and The Way Dhaka
Leading Beach Hotel
Sea Pearl Beach Resort & Spa, Cox’s Bazar
Leading Luxury Hotel
InterContinental Dhaka
Leading MICE Hotel
Pan Pacific Sonargaon Dhaka
Leading Eco-Friendly Hotel
InterContinental Dhaka, and Radisson Blu Dhaka Water Garden
Leading Hotel in Chattogram
Radisson Blu Chattogram Bay View
Leading Hotel in South Bengal
Sikder Resort & Villas, Kuakata and Hotel Grand Park Barishal
Leading Hotel in North Bengal
Momo Inn Park & Resort, Bogura
Leading Resort
The Palace Luxury Resort, Sylhet
Leading Fine Dining Restaurant
Prego, The Westin Dhaka
Leading Subcontinental Restaurant
Star Kabab
Leading Authentic Bangladeshi Restaurant
Hotel Kasturi, Dhaka
Leading Cafe
NORTH END Coffee Roasters, Dhaka
Leading Multi Cuisine Restaurant
The Garden Kitchen, Sheraton Dhaka
Most innovative Tourism Product
The Bengal Tours Ltd.
Leading inbound Tour Operator
Journey Plus
Leading outbound Tour Operator
Discovery Tours & Logistic
Best Educational Institution for Tourism & Hospitality
National Hotel & Tourism Training Institute and HB Aviation & Tourism Institute
Leading Online Travel Agency
ShareTrip Ltd.
Leading Travel Technology Provider
innoGlobe Technologies
Airline Executive of the Year
Md. Shafiqul Islam, Head of Marketing & Sales
US-Bangla Airlines
Hotelier of the Year 2024
Shakawath Hossain, CEO, Unique Hotel & Resorts; and Ashwani Nayar, General Manager, InterContinental Dhaka
Best Travel Vlog
Salahuddin Sumon
Best Food Vlog
Petuk Couple
বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/