ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বোর্ড সদস্যদের অবিলম্বে পদত্যাগ এবং ঋণ বিতরণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকটির আমানতকারী ও শেয়ারহোল্ডাররা।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের অর্থ আত্মসাৎ এবং আর্থিক অনিয়ম প্রকাশের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন তারা।
অমানতকারীরা তাদের আমানতের অপব্যবহারে ক্ষুব্ধ হয়ে বোর্ডের পদত্যাগ দাবি করেছেন যাতে ব্যাংকের সন্দেহজনক কার্যক্রমের তদন্ত করা যায়।
তারা জানান, সাইফুজ্জামান এবং তার পরিবারের সদস্যরা আমানতকারীদের অর্থ আত্মসাৎ করে ইউসিবিতে তাদের শেয়ারহোল্ডিং উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন, যা জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তা আর্থিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
আমানতকারী ও শেয়ারহোল্ডাররা বর্তমান বোর্ডের অবিলম্বে বিলুপ্তি, আগের সৎ বোর্ড সদস্যদের পুনর্বহাল, সাইফুজ্জামান পরিবারের শেয়ার স্থগিত এবং আত্মসাৎ করা তহবিলের সম্পূর্ণ তদন্তের জন্য আহ্বান জানান। তহবিলগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে এবং দোষীদের ইউসিবির বিশ্বাস ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে বলে দাবি জানান তারা।
বিজ্ঞপ্তি/সালমান/