বর্তমান পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দায়িত্বে না থাকায় বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।
চুরি-ডাকাতি রোধে শহর থেকে গ্রাম পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের পাশাপাশি ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে দেশের জনপ্রিয় সুপারশপ স্বপ্নর টিম ।
স্বপ্ন কর্তৃপক্ষ জানান, শঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে আমাদের । স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড। আর সাধারণ জনগণই তো আমাদের গ্রাহক। তাদের নিরাপত্তার জন্য তাই স্বপ্ন টিম রাজধানীর উত্তরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরে সারারাত ধরে কাজ করছেন।
তারা আরও জানান, এসব এলাকার কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে স্বপ্ন টিমের সহযোগিতার জন্য কল করুন : ০১৭৭৩-৯৮২২০৭ (উত্তরা/বাড্ডা), ০১৮১৮-৪৪৩৯৩৬ (মিরপুর) এবং ০১৮৮৮-৭৮৪৭৭৪ (ধানমন্ডি / মোহাম্মদপুর)।
হাদি রহমান নামে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের এক বাসিন্দা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। এজন্য সন্ধ্যার পর থেকেই মহল্লার লোকজন পালাক্রমে ভোর পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। স্বপ্ন টিমকে পাশে পেয়ে তারা অনেক উচ্ছাসিত। এজন্য স্বপ্নকে অনেক ধন্যবাদ।
বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/