ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে স্বপ্নর টিম

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম
ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে স্বপ্নর টিম
ছবি: বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দায়িত্বে না থাকায় বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।

চুরি-ডাকাতি রোধে শহর থেকে গ্রাম পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের পাশাপাশি ডাকাত প্রতিরোধে রাতভর কাজ করছে দেশের জনপ্রিয় সুপারশপ স্বপ্নর টিম ।

স্বপ্ন কর্তৃপক্ষ জানান, শঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে আমাদের । স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড। আর সাধারণ জনগণই তো আমাদের গ্রাহক। তাদের নিরাপত্তার জন্য তাই স্বপ্ন টিম রাজধানীর উত্তরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরে সারারাত ধরে কাজ করছেন।

তারা আরও জানান, এসব এলাকার কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে স্বপ্ন টিমের সহযোগিতার জন্য কল করুন : ০১৭৭৩-৯৮২২০৭ (উত্তরা/বাড্ডা), ০১৮১৮-৪৪৩৯৩৬ (মিরপুর) এবং ০১৮৮৮-৭৮৪৭৭৪ (ধানমন্ডি / মোহাম্মদপুর)।

হাদি রহমান নামে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের এক বাসিন্দা জানান,  আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। এজন্য সন্ধ্যার পর থেকেই মহল্লার লোকজন পালাক্রমে ভোর পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। স্বপ্ন টিমকে পাশে পেয়ে তারা অনেক উচ্ছাসিত। এজন্য স্বপ্নকে অনেক ধন্যবাদ।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম
এআইবিএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিএল) পরিচালনা পর্ষদের ৪০৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। 

এ সময় ব্যাংকের কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
বন্যাদুর্গতদের পাশে নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ হাসপাতাল
ছবি : সংগৃহীত

নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে শুরু থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। 

তৃতীয়বারের মতো ডাক্তার ও নার্সসহ মোট ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেছে। 

এ ছাড়া শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম, রঙ পেনসিল ইত্যাদি বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি মসজিদে কুরআন শরিফ উপহার দেওয়া হয়। 

এ বিষয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘বন্যা-পরবর্তী মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে অন্যান্য ত্রাণ ও মেডিকেল সেবার পাশাপাশি আমরা শিশুদের খেলার সামগ্রী ও শিক্ষাসামগ্রী দিয়েছি।’ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসির নির্বাহীদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) জনতা ব্যাংক স্টাফ কলেজে এই কর্মশালা হয়। 

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রধান অতিথি ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুজন যুগ্ম পরিচালক, জনতা ব্যাংক পিএলসির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। 

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট কার্যালয়ের এই এসির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের ডিরেক্টর মো. নুরুল আমিন, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (সিবিও) সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ প্রমুখ। 

বর্তমানে বাজারে ইকোজোন সিরিজের ১ টন ও ১.৫ টনের এসি ছেড়েছে ওয়ালটন। ১ টন এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং ১.৫ টন এসির দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ছবি : বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে করপোরেট অফিসে প্রাইম ব্যাকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান। 

চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি