রাজধানীতে ট্রাফিকের কাজে নিয়োজিত ছাত্র-ছাত্রীদের পানি, ছাতা ও খাদ্যসামগ্রী বিতরণ করল সেনা কল্যাণ সংস্থা।
শুক্রবার (৯ আগস্ট) সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর নির্দেশ এবং মহাপরিচালক (বিপণন বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহিমের তত্ত্বাবধানে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বাংলামোটর, সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী রেলগেট, চেয়ারম্যান বাড়ি, কাকলী, বনানী, খিলক্ষেত, বিমানবন্দর, রাজলক্ষী, জসীমউদ্দিন রোড, আজমপুর, হাউজ বিল্ডিং এবং আব্দুল্লাহপুরে সেনা পানি, সেনা ছাতা ও খাদ্য বিতরণ করা হয়।
সেনা কল্যাণ সংস্থা একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে সুখী ও সমৃদ্ধিশীল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র/জনতার সঙ্গে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।
বিজ্ঞপ্তি/অমিয়/