ঢাকা ২৭ ভাদ্র ১৪৩১, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত গণভবন ঠিক করতে চায় স্বপ্নধরা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম
ক্ষতিগ্রস্ত গণভবন ঠিক করতে চায় স্বপ্নধরা
ছবি : বিজ্ঞপ্তি

কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গণভবনের ভেতরে ও বাইরে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিজেদের উদ্যোগে মেরামত করতে চাই হাউজিং প্রতিষ্ঠান স্বপ্নধরা। 

রবিবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও তারা তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে একথা জানায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। তারপর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। একইভাবে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেখা যায় জনতার ঢল। এ সময় উত্তেজনার বশবর্তী হয়ে অনেকেই গণভবন ভাঙচুর করেন। ফলে ক্ষতিগ্রস্ত হয় গণভবনের কাঠামো, রঙ, ইলেকট্রিক লাইন, লাইট, ফ্যান এবং আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। 

একপর্যায়ে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় সাধারণ মানুষ।  অবশ্য পরবর্তী সময়ে সেসব জিনিস ফেরত দিয়েছেন অনেকেই। তবে গণভবন এক রকম ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। আর তাই দেশপ্রেম ও দায়িত্ববোধ থেকেই স্বপ্নধরা গণভবনকে আবারও আগের মতো কাঠামোগত মেরামত করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। 

বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা দেশ বিনির্মাণের কাজ শুরু করেছে, এমনকি ট্রাফিক কন্ট্রোলের মতো কাজেও নিজেদের সম্পৃক্ত করেছে তারা। শিক্ষার্থীদের এ রকম প্রশংসনীয় উদ্যোগ দেখেই অনুপ্রাণিত হয়েছে স্বপ্নধারা। ‘আমাদের গণভবন, আমরা সাজাব’ স্লোগান নিয়ে কাজ করতে চায় স্বপ্নধরা।” 

এ বিষয়ে স্বপ্নধরার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উর রশিদ বলেন, ‘শিক্ষার্থীরা পারলে আমরা কেন পারব না। আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আর গণভবন আমাদেরই সম্পদ। সেটা ঠিক করার দায়িত্ব আমাদেরই! এ দায়িত্ব আসলে সবার।’ 

অন্যান্য দেশীয় ব্র‍্যান্ডকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে ও একসঙ্গে কাজ করলে আমরা আমাদের দেশটা ঠিক করতে পারব, এটা ছাত্র-জনতা প্রমাণ করেছে।’

বিজ্ঞপ্তি/সালমান/

ইউনিয়ন ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
ইউনিয়ন ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি সব আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসা বাণিজ্য পর্যালোচনার জন্য এক সম্মেলন আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্‌দীন আহমদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের সব বিভাগের প্রধান যুক্ত ছিলেন।

সভায় ব্যাংকের সর্বশেষ আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও আয়-ব্যয়ের পর্যালোচনা ও প্রবাসী আয় এবং চলমান তারল্যের অবস্থা বিশদভাবে আলোচনা করা হয়। ব্যবসা উন্নয়ন ও তারল্যের বিষয়ে আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের পদক্ষেপ ও প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধান অতিথি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্‌দীন আহমদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

বিজ্ঞপ্তি/সালমান/

সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে এসএসএলকমার্জ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে এসএসএলকমার্জ
এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গ্রাহকদের উন্নত সেবা দিতে আরও একধাপ এগিয়ে গেল সেনা কল্যাণ সংস্থা। এখন থেকে গ্রাহকরা অনলাইনে পেমেন্ট দিয়েই সেবা নিতে পারবেন। 

এরই অংশ হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) পেমেন্ট গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

এই চুক্তির আওতায় সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদের গ্রাহকদের কাছ থেকে নিরাপদে অনলাইনে পেমেন্ট নিতে পারবে, যা বুকিং এবং পেমেন্ট প্রক্রিয়া আরও সহজতর ও সুবিধাজনক করবে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস ইসলাম এবং সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন আহমেদ। 

এ সময় এসএসএলকমার্জের পক্ষে এসএসএল সেনটিনেলের সিইও এস এম রাইহান রশীদ, ই-কমার্স সার্ভিসেস বিভাগের প্রধান মো. সাগীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক মৌটুসি হিনা হান্নান ও এক্সিকিউটিভ ফারহাতুল হাসান নোভেল এবং সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী ও অফিসার ইনচার্জ বাশার আব্দুল্লাহ। 

অনুষ্ঠানে জানানো হয়, এই পার্টনারশিপ সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং ব্যবহারবান্ধব সেবা দিতে সক্ষম হবে বলে আশা করা হয়। 

পেমেন্ট গেটওয়ের পরিচালক রাইয়ান এস ইসলাম বলেন, ‘এসএসএলকমার্জ সর্বদা আধুনিক পেমেন্ট সমাধান দিয়েছে এবং ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে।’

সালমান/

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কমিউনিটি ব্যাংকের অনুদান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কমিউনিটি ব্যাংকের অনুদান
বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান জমা দিয়েছে কমিউনিটি ব্যাংক। ছবি : বিজ্ঞপ্তি

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সিএসআর তহবিল থেকে ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী ও মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম। 

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানান তারা। এ ছাড়া কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তি/সালমান/

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন চেয়ারম্যান আতাউর রহমান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন চেয়ারম্যান আতাউর রহমান
মো. আতাউর রহমান

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯২ (ক) তম জরুরি সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে মো. আতাউর রহমানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

এ ছাড়া মো. মহসিন মিয়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান, কামরুল হক মারুফ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং শেখ আশ্বাফুজ্জামানকে পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. গোলাম মরতুজা ও কোম্পানি সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ।

মো. আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক।

বিজ্ঞপ্তি/সালমান/

নবগঠিত হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
নবগঠিত হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
হামদর্দ বাংলাদেশের নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি

হামদর্দ বাংলাদেশের নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ; ওয়াক্ফ প্রশাসক অতিরিক্ত সচিব ড. মো. গোলাম কবীর, একুশে পদকপ্রাপ্ত এবং জাতিসংঘ স্বীকৃত বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার।

বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের সিদ্ধান্ত হয় এবং মানবকল্যাণে হাতে নেওয়া কর্মসূচির মূল্যায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (উৎপাদন) বশির আহাম্মদ, পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক এবং পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক।

বিজ্ঞপ্তি/সালমান/