ঢাকা ২৭ ভাদ্র ১৪৩১, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

কর্মীদের ওপর হামলা ও স্থাপনার ক্ষয়ক্ষতির বিচার দাবি সাইনোভিয়া ফার্মার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
কর্মীদের ওপর হামলা ও স্থাপনার ক্ষয়ক্ষতির বিচার দাবি সাইনোভিয়া ফার্মার
ছবি : বিজ্ঞপ্তি

আদালতের নির্দেশনা অমান্য করে কোম্পানির প্রধান কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ এবং কর্মচারীদের ওপর হামলা ও স্থাপনার ক্ষয়ক্ষতির বিচার দাবি করেছে সাইনোভিয়া ফার্মা পিএলসি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইনোভিয়া ফার্মার চিফ অপারেটিং অফিসার মুঈন উদ্দিন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এইচ আর সৈয়দ মাসউদুল হাসান, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ এ বি তাহমিদ, সিএফও গোলাম রাব্বানী আকন্দ এবং পরিচালক (বিজনেস অপারেশন অ্যান্ড সাপোর্ট) রেনেসা আহমেদ। 

লিখিত বক্তব্যে জানানো হয়, ‘গত ৭ আগস্ট থেকে ১৫০ জনের বেশি সাবেক কর্মচারী আদালতের নির্দেশনা অমান্য করে কোম্পানির প্রধান কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন এবং কর্মচারীদের ওপর আক্রমণ করে স্থাপনার ক্ষতিসাধনে লিপ্ত হয়। বর্তমানে এই কর্মচারীরা সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছে। তাদের এই কার্যকলাপ কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং রোগীদের কাছে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করা দুরূহ হয়ে উঠেছে।’

মুঈন উদ্দিন মজুমদার বলেন, ‘এমতাবস্থায় আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবৈধ কার্যক্রমের প্রতিকার এবং উপযুক্ত বিচার দাবি করছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘২০২১ সালের সেপ্টেম্বরে কর্মবিরতি চলাকালীন সানোফি গ্রুপ শেয়ার হস্তান্তর সম্পন্ন করে। যার ফলে কোম্পানি অক্টোবর থেকে নতুন ব্যবস্থাপনার অধীনে যাত্রা শুরু করে। যৌথ মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের দুটি প্রতিষ্ঠানের (শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসি) ৪৫.৪ শতাংশ শেয়ার রয়েছে। নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মবিরতিতে যাওয়া কর্মীদের কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে উল্লেখযোগ্য কর্মচারী কাজে যোগ দেন কিন্তু বাকিরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে। এ অবস্থায় কোম্পানি ২০২২ সালের জানুয়ারি থেকে তাদের বেতন ভাতা বন্ধ করতে বাধ্য হয় এবং নতুন কর্মী নিয়োগ দেওয়া শুরু করে।’

তিনি আরও বলেন, ‘লেবার কোর্টে দায়ের করা মামলা ছাড়াও ইতোমধ্যে আরও দুটি মামলা দায়ের হয়েছে। নতুন মামলা দুটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই তিনটি মামলাই অনিষ্পন্ন অবস্থায় বর্তমানে চলমান রয়েছে।’ 

উল্লেখ্য, প্যারিসভিত্তিক বহুজাতিক কোম্পানি সানোফি গ্রুপ ২০২১ সালের সানোফি বাংলাদেশ থেকে তাদের মালিকানা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের কর্মীদের জানায়। এতে কোম্পানির ৯০০ কর্মীর মধ্যে ৩০০ জন কর্মবিরতিতে চলে যায়। কর্মবিরতিকালীন তারা সানোফি গ্রুপের কাছে মালিকানা প্রত্যাহারের কারণে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। সানোফি গ্রুপ তাদের দাবি পূরণে অস্বীকৃতি জানায়। এই অবস্থায় কর্মবিরতিতে যাওয়া কর্মচারীরা শ্রম আদালতে মামলা করেন।

বিজ্ঞপ্তি/সালমান/

ইউনিয়ন ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
ইউনিয়ন ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি সব আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসা বাণিজ্য পর্যালোচনার জন্য এক সম্মেলন আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্‌দীন আহমদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের সব বিভাগের প্রধান যুক্ত ছিলেন।

সভায় ব্যাংকের সর্বশেষ আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও আয়-ব্যয়ের পর্যালোচনা ও প্রবাসী আয় এবং চলমান তারল্যের অবস্থা বিশদভাবে আলোচনা করা হয়। ব্যবসা উন্নয়ন ও তারল্যের বিষয়ে আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের পদক্ষেপ ও প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধান অতিথি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্‌দীন আহমদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

বিজ্ঞপ্তি/সালমান/

সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে এসএসএলকমার্জ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম
সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে এসএসএলকমার্জ
এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গ্রাহকদের উন্নত সেবা দিতে আরও একধাপ এগিয়ে গেল সেনা কল্যাণ সংস্থা। এখন থেকে গ্রাহকরা অনলাইনে পেমেন্ট দিয়েই সেবা নিতে পারবেন। 

এরই অংশ হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) পেমেন্ট গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

এই চুক্তির আওতায় সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদের গ্রাহকদের কাছ থেকে নিরাপদে অনলাইনে পেমেন্ট নিতে পারবে, যা বুকিং এবং পেমেন্ট প্রক্রিয়া আরও সহজতর ও সুবিধাজনক করবে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস ইসলাম এবং সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন আহমেদ। 

এ সময় এসএসএলকমার্জের পক্ষে এসএসএল সেনটিনেলের সিইও এস এম রাইহান রশীদ, ই-কমার্স সার্ভিসেস বিভাগের প্রধান মো. সাগীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক মৌটুসি হিনা হান্নান ও এক্সিকিউটিভ ফারহাতুল হাসান নোভেল এবং সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী ও অফিসার ইনচার্জ বাশার আব্দুল্লাহ। 

অনুষ্ঠানে জানানো হয়, এই পার্টনারশিপ সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের জন্য আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং ব্যবহারবান্ধব সেবা দিতে সক্ষম হবে বলে আশা করা হয়। 

পেমেন্ট গেটওয়ের পরিচালক রাইয়ান এস ইসলাম বলেন, ‘এসএসএলকমার্জ সর্বদা আধুনিক পেমেন্ট সমাধান দিয়েছে এবং ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে।’

সালমান/

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কমিউনিটি ব্যাংকের অনুদান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কমিউনিটি ব্যাংকের অনুদান
বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান জমা দিয়েছে কমিউনিটি ব্যাংক। ছবি : বিজ্ঞপ্তি

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সিএসআর তহবিল থেকে ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী ও মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম। 

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানান তারা। এ ছাড়া কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তি/সালমান/

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন চেয়ারম্যান আতাউর রহমান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন চেয়ারম্যান আতাউর রহমান
মো. আতাউর রহমান

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯২ (ক) তম জরুরি সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে মো. আতাউর রহমানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

এ ছাড়া মো. মহসিন মিয়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান, কামরুল হক মারুফ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং শেখ আশ্বাফুজ্জামানকে পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. গোলাম মরতুজা ও কোম্পানি সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ।

মো. আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক।

বিজ্ঞপ্তি/সালমান/

নবগঠিত হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
নবগঠিত হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
হামদর্দ বাংলাদেশের নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বিজ্ঞপ্তি

হামদর্দ বাংলাদেশের নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ; ওয়াক্ফ প্রশাসক অতিরিক্ত সচিব ড. মো. গোলাম কবীর, একুশে পদকপ্রাপ্ত এবং জাতিসংঘ স্বীকৃত বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ এবং সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার।

বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের সিদ্ধান্ত হয় এবং মানবকল্যাণে হাতে নেওয়া কর্মসূচির মূল্যায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (উৎপাদন) বশির আহাম্মদ, পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক এবং পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক।

বিজ্ঞপ্তি/সালমান/