ঢাকা ৩১ ভাদ্র ১৪৩১, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

একসঙ্গে কাজ করবে ওয়াটারএইড বাংলাদেশ ও লাইট অব হোপ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম
একসঙ্গে কাজ করবে ওয়াটারএইড বাংলাদেশ ও লাইট অব হোপ
ছবি: বিজ্ঞাপন

শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে ওয়াটারএইড বাংলাদেশ এবং লাইট অব হোপ।

মঙ্গলবার (১৩ আগস্ট) ওয়াটারএইড বাংলাদেশ অফিসে লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এখন থেকে উভয় প্রতিষ্ঠান শিশু-কিশোরদের মাঝে হাত ধোয়া, ব্যক্তিগত পরিষ্কার-পরিছন্নতাসহ স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আকর্ষণীয় ও শিক্ষণীয় বই, খেলনাসহ বিভিন্ন উপকরণ তৈরি করবে। এ ছাড়াও উভয় প্রতিষ্ঠান ৫-১২ বছর বয়সী শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে।

এই অংশীদারিত্ব শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে বর্তমান প্রজন্মের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে যা জনস্বাস্থ্যের উন্নতি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ অর্জনে অবদান রাখতে বিশেষ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
প্রাইম ব্যাংক ও মিউরা বাংলাদেশের চুক্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ছবি : বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। 

সম্প্রতি রাজধানীর গুলশানে করপোরেট অফিসে প্রাইম ব্যাকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান। 

চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশের কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি

ইবিএল-ইয়ুথ গ্রুপের পে-রোল ব্যাংকিং চুক্তি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
ইবিএল-ইয়ুথ গ্রুপের পে-রোল ব্যাংকিং চুক্তি
ইবিএল ও ইয়ুথ গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তিতে স্বাক্ষর করেন স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: বিজ্ঞাপন

দেশের এনার্জি, পাওয়ার, টেক্সটাইল এবং মিনারেল সেক্টরে অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ইয়ুথ গ্রুপের সঙ্গে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইয়ুথ গ্রুপের প্রধান নির্বাহী আরিফ আইনুল সুমন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে ইয়ুথ গ্রুপের এমপ্লোইরা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এবং নিজস্ব আর্থিক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাংক ঋণ পাওয়ার সুবিধা। এমপ্লোইরা আর্থিক কল্যাণে অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলিম; ইয়ুথ গ্রুপের সিএফও (ফাইন্যান্স ও একাউন্টস) ভূলন কুমান চৌমিক, মানবসম্পদ বিভাগ প্রধান লুৎফুন নাহার, কোম্পানি সচিব মো. ইয়াসিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবি ব্যাংকের অনুদান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবি ব্যাংকের অনুদান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের হাতে চেক হস্তান্তর। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে।

ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিচালক ও শেয়ারহোল্ডারদের সহায়তায় এ অনুদান সংগৃহীত হয়, যেখানে এবি ব্যাংক ও এর সাবসিডিয়ারির সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এক দিনের বেতন দিয়ে অংশগ্রহণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীককে অনুদানের চেক হস্তান্তর করেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ বিজনেস অফিসার জনাব শওকত আজীজ।

বিজ্ঞপ্তি/ইসরাত চৈতী/

আইএসইউর নতুন কোষাধ্যক্ষ কাদের নেওয়াজ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আইএসইউর নতুন কোষাধ্যক্ষ কাদের নেওয়াজ
আইএসইউয়ের নতুন ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। ছবি: বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। আগামী চার বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজকে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

অধ্যাপক নেওয়াজ সিরাজগঞ্জের কাজীপুরে সিংড়াবাড়ি গ্রামে ১৯৫৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম জমসের আলী মিয়া ও মাতা মরহুমা কবি সালেহা আলী। 

রাজশাহী বোর্ড থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত কয়েকদশক ধরে শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

দেশের বাইরে প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রসাটম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পিএম
দেশের বাইরে প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রসাটম
কিরগিজস্তানে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে রসাটম। ছবি: বিজ্ঞাপন

বায়ুচালিত বিদ্যুৎ সেক্টরে নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন রসাটম। সম্প্রতি কিরগিজস্তানে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রের ক্যাপসুল আনুষ্ঠানিকভাবে স্থাপন করেছে সংস্থাটি। 

দেশের বাইরে এটি রসাটমের প্রথম এ জাতীয় বিদ্যুৎকেন্দ্র। মূল নির্মাণ কাজ শুরু হবে ২০২৫ সালে এবং ২০২৬ সালের শেষ নাগাদ এটি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমানে, নির্মাণ সাইটে বায়ু প্রবাহের গতিবিধিসহ অন্যান্য বিষয়গুলোর জরিপ পরিচালিত হচ্ছে। 

কিরগিজস্তানের মন্ত্রিসভার চেয়ারম্যান আকিলবেক জাপারভ বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা জাতিসংঘ নির্ধারিত একটি উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি। কিরগিজস্তানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও আমরা এতদিন বায়ু, সৌর ও বায়োগ্যাস শক্তির ব্যবহার করিনি। বছরের ৩০০ দিনই আমাদের এখানে সূর্যালোক পাওয়া যায় এবং আমাদের বায়ু শক্তি সম্পর্কে প্রচলিত রূপকথা এবং কিংবদন্তীতেও উল্লেখ রয়েছে।’

রুশ সরকারের ডেপুটি চেয়ারম্যান আলেক্সি ওভারচুক মন্তব্য করেন যে, বায়ু বিদ্যুৎকেন্দ্রে ক্যাপসুলের স্থাপন কিরগিজস্তানে ক্লিন এনার্জি সেক্টরের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লিন এনার্জি ব্যবহারের মাধ্যমে দেশটি অনবায়ণযোগ্য জ্বালানির উপর নির্ভরতা কমাতে সক্ষম হবে।

রসাটম রিনিউয়েবল এনার্জির মহাপরিচালক গ্রেগরী নাজারভ বলেন, ‘দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্যাপসুল স্থাপনের মধ্য দিয়ে আমাদের সঙ্গে কিরগিজস্তানের সহযোগিতার ভিত্তিও স্থাপিত হলো। আমি আশাকরি ভবিষ্যতেও এই সহযোগিতা আরও সুদৃঢ় হবে।’

২০১৭ সালের সেপ্টেম্বরে রসাটমের উইন্ড পাওয়ার ডিভিশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বায়ু বিদ্যুতের বিভিন্ন প্রযুক্তির বিভিন্ন দিক যেমন ডিজাইন নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ প্রকৌশল ও বায়ু বিদ্যুৎকেন্দ্রের পরিচালনার বিষয়গুলো ব্যবস্থাপনায় সক্ষম। এখন পর্যন্ত সংস্থাটি মোট এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। ২০২৭ সাল নাগাদ এই অর্জন মোট এক হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রসাটম।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/