ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
জনতা ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসির নির্বাহীদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতন করতে দিনব্যাপী কর্মশালা হয়েছে। 

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) জনতা ব্যাংক স্টাফ কলেজে এই কর্মশালা হয়। 

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রধান অতিথি ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুজন যুগ্ম পরিচালক, জনতা ব্যাংক পিএলসির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক এস এম আবু মহসীন আর নেই

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক এস এম আবু মহসীন আর নেই
এনসিসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও চেয়ারম্যান এস এম আবু মহসীন তিনি মারা গেছেন। ছবি: বিজ্ঞাপন

এনসিসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও চেয়ারম্যান এস এম আবু মহসীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (৭ অক্টোবর) বেলা ৩টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এস এম আবু মহসীন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ছিলেন। তিনি অ্যালায়েন্স ডিপ সি ফিসিং লিমিটেড, জে এম শিপিং লাইন্স,  ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোং লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

সেরা রিটেইলারের পুরস্কার ইলেকট্রো মার্টের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০১ পিএম
সেরা রিটেইলারের পুরস্কার ইলেকট্রো মার্টের
ছবি : বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের রিটেইল শিল্পের ৫০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। 

এবারের আসরে ‘ইনস্পায়ারিং রিটেইলার অব দ্য ইয়ার ২০২৪’ ক্যাটাগরিতে ইলেকট্রো মার্ট লিমিটেড সেরা রিটেইলারের পুরস্কার অর্জন করেছে। 

ইলেকট্রো মার্টের পক্ষে ডিএমডি মো. নুরুল আফছার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও নির্ভরতার ফলস্বরূপ কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাজারে অবস্থান ধরে রেখেছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে, যা আগামীর পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগাবে। 

বিজ্ঞপ্তি  

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ইউনিয়ন ব্যাংকের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ইউনিয়ন ব্যাংকের
ইউনিয়ন ব্যাংক (লোগো)

গতকাল রবিবার (৬ অক্টোবর) দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘ইউনিয়ন ব্যাংক : রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন’ শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি।

প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য লেখা হয়েছে তার কোনো ভিত্তি নেই। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, প্রথম আলোর প্রতিবেদনে অনেক তথ্যই বিকৃত ও অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রথম আলো ধারাবাহিকভাবে ইউনিয়ন ব্যাংকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে। দেশের একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এ ধরনের ধারাবাহিক প্রোপাগান্ডা আমরা প্রত্যাশা করি না। 

সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাত অত্যন্ত বিপজ্জনক ও সংকটাপন্ন সময় পার করছে। বাংলাদেশ ব্যাংক এ খাত সংস্কারে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। এ সময়ে সমাজের সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। অন্যথায় দেশের ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনীতিও বিপর্যয়ের মুখে পড়বে।

প্রকাশিত প্রতিবেদনে ‘মোস্তাক ট্রেডার্স’ নামের একটি ব্যাংক হিসাব খোলার সঙ্গে ব্যাংকের এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ করা হয়। এ বিষয়ে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য হলো, একটি ব্যাংকের শাখা পর্যায়ে কী হিসাব খোলা হবে সেটি এমডি পর্যন্ত আসার কথা নয়। ব্যাংকিং রীতিনীতি মেনেই গ্রাহকের ব্যাংক হিসাব খোলা হয়ে থাকে। গ্রাহক তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী লেনদেন করে। আবার গ্রাহকের আবেদনের ভিত্তিতে সেটি যথা নিয়মে বন্ধ করা হয়ে থাকে। এগুলো ব্যাংকিয়ের স্বাভাবিক রীতিনীতি। 

ওই হিসাবটির তথ্য সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে, সেটিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। লেনদেনের কোনো তথ্যই সার্ভার থেকে ডিলিট করা যায় না। তথ্য মুছে ফেলা হলে প্রতিবেদক সে তথ্য কোথায় পেলেন? প্রতিবেদক একাধিকবার ব্যাংকে গিয়ে ও মুঠোফোনে চেষ্টা করে এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি বলে যে অভিযোগ তুলেছেন, সেটিও সত্য নয়। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, এ ব্যাংকে আমানতকারীদের অর্থ নিরাপদ রয়েছে।

বিজ্ঞপ্তি/সালমান/

এক্সপ্রেস মানিতে পাঠানো রেমিট্যান্স তোলা যাবে মার্কেন্টাইল ব্যাংকে

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম
এক্সপ্রেস মানিতে পাঠানো রেমিট্যান্স তোলা যাবে মার্কেন্টাইল ব্যাংকে
ছবি : বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এক্সপ্রেস মানির মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবেন যা মার্কেন্টাইল ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে তাদের স্বজনরা অত্যন্ত সহজ ও স্বল্পতম সময়ে এবং নিরাপদে উত্তোলন করতে পারবেন।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লি.-এর বাংলাদেশ কান্ট্রি হেড নুর ই ফেরদৌশি কেক কেটে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সালমান/

হবিগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
হবিগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

হবিগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা। এতে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. হাবীব উল্লাহ্, আলেয়া জহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম দাস, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান সাগর।

ব্যাংকের সিলেট জোনের জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম দুয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাআল্লাহ।’

বিজ্ঞপ্তি/সালমান/