ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ শুরু

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ শুরু
মঙ্গলবার (১ অক্টোবর) ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশের উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞাপন

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মত আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে।

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারও আগের তিনবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত থাকছে দেশ বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও জাতীয় টুর্নামেন্টসহ মোট তিনটি টুর্নামেন্ট। ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। 

১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও থাকছে একটি পি এস এ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পি এস এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। 

‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’-এর পি এস এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’ এ বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা খেলবেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, কুয়েত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে। 

পাশাপাশি মেয়েদের জন্যে আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ৬জন নারী খেলোয়াড় খেলবেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় কুরুপ্পুর সঙ্গে।

ইতোমধ্যে রংপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও ঝিনাইদহ ক্যাডেট কলেজসহ ১৯টি ক্লাব/প্রতিষ্ঠানের ৯০ জন নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন গ্রুপে আয়োজন করা হয়েছিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে। 

এ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো টিভিতেও দেখা যাবে। পি এস এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’এর সেমিফাইনাল আগামী ৩ অক্টোবর বিকেল ৫টায় এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে এবং ৪ অক্টোবর বিকেল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)-সহ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়রা।

বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। বিগত বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত অন্যান্য টুর্নামেন্টেরও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ।

এ ছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে। কিউএস র‌্যাঙ্কিং অনুযায়ী ইউল্যাব এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে অবস্থান করছে। এই অবস্থান ইউল্যাবের শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন হিসেবে প্রতিয়মান। ইউল্যাব তার ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে আর্ন্তজাতিক মানসম্পন্ন স্নাতক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে তোলে। 

কিউএস ওয়াল্ড র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে মূলায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সুনাম, শিক্ষক- শিক্ষার্থীর অনুপাত, আর্ন্তজাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান।

এ র‌্যাকিংয়ে ইউল্যাবের স্থান অর্জন শিক্ষার উৎকর্ষতা ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ মান এবং নতুন উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধতাই এই স্বীকৃতির প্রমাণ।          

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের গুলশান-১ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা কমিটির শেখ জাহিদুল ইসলাম। 

উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  শফিউদ্দিন আহমেদ। 

সভায় ব্যাংকের ত্রৈমাসিক হিসাব বিবরণী, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন, বিভিন্ন শাখার অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞাপন

এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বনানীর হোটেল শেরাটনে এই সভা অনুষ্ঠিত হয়। 

অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভার সভাপতিত্ব করেন। 

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরে ভোটের মাধ্যমে ১৫ সদস্যের পরিচালক কমিটি নির্বাচিত হয়েছেন যথাক্রমে, অঞ্জন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলাভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মো. জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মো. হাসান (সময় টিভি), সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।

পরবর্তীতে পরিচালক কমিটির ভোটের মাধ্যমে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন। 

সভাপতি পদে দুজন প্রার্থীর সমান সংখ্যক ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনার নতুন তারিখ ঘোষণার মাধ্যমে শুধুমাত্র সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করবেন।

এই অবস্থায় পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:২৩ পিএম
বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। 

সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহসিন মিয়া, কামরুল হক মারুফ, মো. গোলাম মরতুজা এবং শেখ আশরাফুজ্জামান। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম এবং কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট
ছবি: বিজ্ঞপ্তি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব 'বিজবক্সের' আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মো. জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের করপোরেট এইচআর হেড এম. সাব্বির আলী।

জমকালো এই আয়োজনে ছিলো নবীন শিক্ষার্থীদের বরণ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাজন হোসেনের মনমাতানো কনসার্ট এবং প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের আয়োজিত একটি বিশেষ নাটক। নাটকের মূল উদ্দেশ্য ছিলো আদিবাসীদের উচ্চতর শিক্ষার জন্য তারা শহরে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং যেসব সুযোগ-সুবিধা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিয়ে থাকে তা ফুটিয়ে তোলা। যারা কেস স্টাডি এবং বিজনেস কম্পিটিশন এ অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হয় তাদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করা হয় ।

দুই দিনব্যাপী বিজনেস ফেস্টের প্রথম দিন (৬ নভেম্বর) জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। বিজনেস এক্সপো, করপোরেট কোচিং বুথ এবং বিশিষ্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি ম্যানেজার মেজর একেএম হাবিবুল হকের (অব.) এর সঙ্গে 'মিট দি লিডার' সেমিনার। করপোরেট কোচিং বুথে তিনজন বিশেষ করপোরেট ব্যক্তি উপস্থিত ছিলেন। ফিন্যান্স থেকে ইউএসএআইডি এর সরদার মুনিম ইবনা মহসিন, এইচআরএম থেকে স্টার সিনেপ্লেক্স এর এইচআর হেড এন্ড এডমিন এইচআর লায়লা নাজনীন এবং ওয়াল্ড ব্যাংকের মার্কেটিং বিশেষজ্ঞ খালিদ হোসাইন কোচিং বুথ এ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের লক্ষ্য কী, রিয়েলিটি কী, অপশন কী কী আছে এবং ভবিষ্যতে তারা তাদের নিজেদের কোথায় দেখতে চায় সব শুনে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন দেন।

এভাবে শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত করতে 'বিজবক্স' কতৃক আয়োজিত 'বিজনেস ফেস্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্নরকম গাইডলাইনের সুবিধাসহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনটি শেষ হয়।

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/