ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং গ্রামীণফোন (জিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষা এবং পেশাগত সুযোগ বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউল্যাব ও গ্রামীণফোন।
উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এবং গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন।
এসময় গ্রামীণফোনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স প্রধান রিফাকাত রশীদ, স্ট্রাটেজিক এইচ আর পার্টনার (কমার্শিয়াল) প্রধান শারিনা তোফাজ্জল পিংকি এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন।
অন্যদিকে, ইউল্যাব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক আসিফ উদ্দিন আহমেদ এবং কনসালট্যান্ট ও সাবেক ভারপ্রাপ্ত ক্যারিয়ার সার্ভিসেস অফিস পরিচালক জেনিফার হোসেন।
সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করা। এ অংশীদারত্ব ইউল্যাবের সামগ্রিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে। সংবাদ বিজ্ঞপ্তি