ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

ইউল্যাব-গ্রামীণফোন সমঝোতা স্মারক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
ইউল্যাব-গ্রামীণফোন সমঝোতা স্মারক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও গ্রামীণফোন (জিপি)’র সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং গ্রামীণফোন (জিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষা এবং পেশাগত সুযোগ বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউল্যাব ও গ্রামীণফোন।   

উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এবং গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন। 

এসময় গ্রামীণফোনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স প্রধান রিফাকাত রশীদ, স্ট্রাটেজিক এইচ আর পার্টনার (কমার্শিয়াল) প্রধান শারিনা তোফাজ্জল পিংকি এবং এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন। 

অন্যদিকে, ইউল্যাব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক আসিফ উদ্দিন আহমেদ এবং কনসালট্যান্ট ও সাবেক ভারপ্রাপ্ত ক্যারিয়ার সার্ভিসেস অফিস পরিচালক জেনিফার হোসেন।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ ও করপোরেট সম্পৃক্ততার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং দক্ষতা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোতে উৎসাহিত করা। এ অংশীদারত্ব ইউল্যাবের সামগ্রিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউসিটিসির ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
ইউসিটিসির ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ
ইউসিটিসির কম্পিউটার ক্লাবের ষষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ। ছবি: সংগৃহীত

ইউসিটিসির কম্পিউটার ক্লাবের ষষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

ইউসিটিসি কম্পিউটার ক্লাবের উদ্যোগে গত ৬ নভেম্বর ইউসিটিসির সেমিনার হলে ২০২৪-২৫ সেশনের এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর সুমনা সুলতানা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন ক্লাবের কো-ফাউন্ডার এবং সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র মোরতাজা আহমদ নঈম। শপথ বাক্য পাঠ করান কম্পিউটার ক্লাবের মেন্টর কো-অর্ডিনেটর সুমনা সুলতানা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক নিপ্পন দত্ত, প্রভাষক মারুফা সুলতানা, প্রভাষক সুচিত্রা সেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ, কম্পিউটার ক্লাবের মেন্টর , অ্যাডভাইজারগণ এবং শিক্ষার্থীরা। অতিথিরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুন এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের সফলতা কামনা করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্যসেবায় দ্রুত বর্ধনশীল ব্র‌্যান্ড ‘প্রাভা হেলথ’ এর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির চীফ স্ট্রাটেজি ও পণ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন ইমন দায়িত্ব গ্রহণ করেছেন।
২০২২ সাল থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছেন।
তার দায়িত্ব গ্রহণের বিষয়কে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার সিলভানা কিউ সিনহা বলেন, ‘ইমনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সফলতার দিকে এগোবে বলে আমি মনে করি।’
দায়িত্ব গ্রহণের পর ইমন বলেন, ‘আমি আনন্দিত। আমাদের মূল লক্ষ্য সেবার মান কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া। এ ছাড়াও সকল প্রতিকূলতা উপেক্ষা করে অগ্রসর হওয়া।’


বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

বিসিআই ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
বিসিআই ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা
বিসিআই কর্তৃক ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা / ছবি:সংগৃহীত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিসিআই এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মো. সলিম উল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর ঊর্ধ্বতন সহসভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। 

কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই পবিচালকদের মধ্যে শহীদুল ইসলাম নিরু, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার-উল আলম চৌধুরী কর্মশালার উদ্যেশ্য এবং শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন। শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন তিনি। শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ যথাযথভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় ভাগে ‘জাতীয় শিল্প নীতি-২০২২’ এর ওপর প্রধান আলোচক মো. সলিম উল্লাহ দুটি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিসিআই এর সেক্রেটারি জেনারেল সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানান।

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের মিউজিক ক্লাব

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম
সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের মিউজিক ক্লাব
ছবি: বিজ্ঞাপন

সহকর্মীদের সংগীত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে এবং কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তুলতে মিউজিক ক্লাব চালু করেছে ব্র্যাক ব্যাংক। 

প্রতিষ্ঠানে প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকে নেওয়া বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগগুলোর মধ্যে এটি একটি। এমন উদ্যোগের লক্ষ্য হলো, কর্মস্থলে পেশাদার দক্ষতার বাইরেও সহকর্মীদের বহুমুখী প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। 

ব্যাংকটির এই মিউজিক ক্লাব সংগীতপ্রেমী সহকর্মীদের একত্রিত করেছে, যা প্রতিভা বিকাশের সুযোগদানের পাশাপাশি সহকর্মীদের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

সম্প্রতি এই মিউজিক ক্লাবের সদস্যরা নিজেদের সহকর্মীদের জন্য একটি ‘মিউজিক্যাল নাইট’-এর আয়োজন করে। ক্লাবের সদস্যদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে এক আনন্দঘন সন্ধ্যা উপহার পেয়েছিল ব্যাংকাররা। এ সময় উপস্থিত সংগীতপ্রেমীরা ক্লাবের পারফরম্যান্সের ব্যাপক প্রশংসা করেন।

এই সংগীতমূখর সন্ধ্যায় ব্যাংকটির কর্মীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘লেভেল থ্রি’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এ সময় ব্যান্ডটির সদস্য এবং মিউজিক ক্লাবের অন্যান্য সদস্যরা মিলে পপ, রক, ফোক এবং ক্লাসিক্যাল মিউজিকসহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন।

মিউজিক ক্লাবের যাত্রায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি কর্মপরিবেশের সংস্কৃতি লালন করি, যা শুধুমাত্র পেশাদার বিকাশ নয়, বরং সহকর্মীদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করে। মিউজিক ক্লাব এমন একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা আমাদের সহকর্মীদের তাদের সংগীত প্রতিভা বিকাশের পাশাপাশি ব্র্যাক ব্যাংক পরিবারের মধ্যে বন্ধনও সুদৃঢ় করবে।’

ব্র্যাক ব্যাংক মিউজিক ক্লাবের পৃষ্ঠপোষক ব্যাংকটির চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, এমন একটি কাজের পরিবেশ নিশ্চিত করা, যা সবার জন্য একই সঙ্গে উৎপাদনশীল ও আনন্দদায়ক হবে। ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, এই ধরনের ইভেন্টগুলো সহকর্মীদের মাঝে সম্পর্কোন্নয়ন, রিফ্রেশমেন্ট এবং ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে।’

প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের পেশাগত এবং ব্যক্তিগত উন্নতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মক্ষেত্রে সহকর্মীদের উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে ব্যাংকটি।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

দেশের প্রথম এআই মার্কেটিং প্ল্যাটফর্ম ‘রোবোকেট’

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
দেশের প্রথম এআই মার্কেটিং প্ল্যাটফর্ম ‘রোবোকেট’
ছবি: বিজ্ঞাপন

বাণিজ্যিক প্রচারণা খুব সহজেই বিপুল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার এআই প্ল্যাটফর্ম ‘রোবোকেট’ বাজারে নিয়ে এসেছে এডিএন ডিজিনেট, যা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম।

দেশ-বিদেশের গ্রাহকদের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। নতুন প্লাটফর্ম ‘রোবোকেট’ নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ বিপুলভাবে বাড়াতে সক্ষম। বাজার সংক্রান্ত যেকোনো ক্যাম্পেইন এবং প্রচারকে সৃজনশীল করে তোলায় এটি রাখবে অনন্য ভূমিকা।

রোবোকেট একটি স্কেলেবল সমাধান যা মার্কেটিং অটোমেশন, সিআরএম এবং ডেটা বিশ্লেষণকে একটি প্ল্যাটফর্মে সমন্বিত করেছে। এতে করে মার্কেটিয়াররা তাদের বিপণন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। 

এ আই এবং বিগ ডেটা- এই দুইটির সমন্বয় ঘটানো নিয়ে বাস্তব জীবনে বিপণনকারীদের নানামুখী চ্যালেঞ্জে পড়ত হচ্ছে। এ প্রসঙ্গে এডিএন ডিজিনেটের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ সোহায়েল রেজা বলেন, ‘এআই এবং ডেটা অ্যানালেটিক্সের মাধ্যমে বিপণনকারীদের পেশাগত ক্ষেত্রে দৈনন্দিন জীবনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই সফটওয়্যার দেশের প্রযুক্তি খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশ এবং দেশের বাইরেও এই সফটওয়্যারের ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করছি।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) মার্কেটিং 
রোবোকেট সিস্টেমটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারণা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের পৌঁছে যায়। ফলে অন্যান্য সিস্টেমের তুলনায় এতে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ সময় বেঁচে যায়।

লক্ষ্য নির্ধারণ
‘রোবোকেট’ প্ল্যাটফর্মটির হাইপার- পারসোনালাইজড অ্যাডভান্স এআই অ্যালগরিদম সিস্টেম রিটার্ন অন ইনভেস্টমেন্টকে (আরওআই) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবাদাতা ও গ্রহিতা সম্পর্ককে শক্তিশালী করবে। 

সমন্বিত সিআরএম এবং সহায়তা
‘রোবোকেট’  সিআরএম রিয়েল-টাইম যোগাযোগ এবং স্বয়ংক্রিয় ফলো-আপের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবার প্রতিশ্রুতি দেয়।

ডেটা থেকে ইনসাইট
এর অ্যানালিটিক্স স্যুটের মাধ্যমে রোবোকেট রিয়েল-টাইম ইনসাইট দিবে। যা ব্যবসা কৌশলকে উন্নত করতে সাহায্য করে। একটি সফটওয়্যারেই একাধিক সুবিধা পাওয়ার কারণে রোবোকেট ব্যবহারকারীদের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। 

একটি সমন্বিত ইকোসিস্টেম
দেশি যেকোনো কোম্পানি তাদের মার্কেটিং বা সেলস সংক্রান্ত কাজে ‘রোবোকেট’ ব্যবহার করতে পারবেন। শিগগিরই এর আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও তথ্যের জন্য অথবা একটি ডেমো সার্ভিস নেওয়ার জন্য ভিজিট করুন www.roboket.com

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/