ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

ওয়েন্ডলার ইনসাইড সিইও-বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত সাক্ষাৎ বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম
বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগ নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

ওয়েন্ডলার ইন্টারলাইনিং গ্রুপ/ওয়েন্ডলার ইনসাইডের সিইও, মি. ফ্রাঙ্ক সেইলার সম্প্রতি বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় বলেন, বাংলাদেশ যখন সরাসরি বৈদেশিক বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত অনেক ক্ষেত্রে অগ্রগতি করেছে, তবে আরও উন্নতি প্রয়োজন, বিশেষ করে অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, নিরাপত্তা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি।

ওয়েন্ডলার ইন্টারলাইনিং গ্রুপ গার্মেন্টস এর জন্য ইন্টারলাইনিং এবং টেপ তৈরির একটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, ১৮৪৩ সাল থেকে প্রযুক্তিগত টেক্সটাইলগুলিতে বিশেষজ্ঞ যার উৎপত্তি দক্ষিণ জার্মানিতে। বিশ্বব্যাপী নেটওয়ার্কের সঙ্গে, কোম্পানিটি তার ব্যতিক্রমী নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। বৈঠকে তারা বাংলাদেশে ওয়েন্ডলারের বর্তমান বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী কয়েকটি জার্মান কোম্পানির মধ্যে ওয়েন্ডলার অন্যতম। কোম্পানিটি গাজীপুরে একটি লিড-অনুমদিত সবুজ কারখানা স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে, যার বাংলাদেশ অফিস গুলশানে অবস্থিত। 

এ ছাড়া তারা বাংলাদেশে বিনিয়োগের সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনা অনুসারে, বাংলাদেশ যখন সরাসরি বৈদেশিক বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত অনেক ক্ষেত্রে অগ্রগতি করেছে, তবে আরও উন্নতি প্রয়োজন, বিশেষ করে অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, নিরাপত্তা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল রোবো ফেস্ট’ অনুষ্ঠিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল রোবো ফেস্ট’ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা। দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬ টি দলের ২ হাজারেরও বেশী শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

আগামী ৭-৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব চলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগর ঢাকায়। 

এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজনগুলোর মধ্যে ছিল; প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা। 

সেই সঙ্গে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব; যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকার ইত্যাদি।

ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা, অধ্যাপক ড. আহমেদ ওয়াফিস রেজাসহ আরও অনেকে। 

অতিথিরা তাদের বক্তৃতায় বলেন, ‘প্রথম শিল্প বিপ্লবের ফলে আমাদের অঞ্চলের মানুষ উদ্যোক্তা থেকে প্রজায় রূপান্তরিত হয়েছিল, বিকশিত হয়েছিল ইউরোপ। কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবের আগেই আমাদের তৈরি হতে হবে, যেন এবারে আমরা বিপ্লবের অগ্রভাগে থাকতে পারি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই রোবোটিক্স প্রতিযোগিতা সেই প্রস্তুতির জন্য বিশেষভাবে অবদান রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

বিজ্ঞপ্ত/সাদিয়া নাহার/

প্রাইম ব্যাংক-ক্রাউন সিমেন্ট চুক্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১০:১০ এএম
প্রাইম ব্যাংক-ক্রাউন সিমেন্ট চুক্তি
ছবি: বিজ্ঞাপন

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসিয়ের সঙ্গে চুক্তি সই করেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি করে প্রাইম ব‌্যাংক।

চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্টের সব কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এ ছাড়াও প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবেন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ক্রাউন সিমেন্টের গ্রুপ সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও এরিয়া হেড, ঢাকা, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সাজিদ রহমান, হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; এসভিপি ও টিম হেড, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং সালেহ মো. মাহফুজুল হাসান এবং ক্রাউন সিমেন্টের ডিজিএম ও হেড অব ট্রেজারি অ্যান্ড সিএমডি মো. মোকাররম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম
পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

পটুয়াখালীর কালাইয়ায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

শুক্রবার (৮ নভেম্বর) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ৯ শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ইউসিটিসির ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম
ইউসিটিসির ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ
ইউসিটিসির কম্পিউটার ক্লাবের ষষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ। ছবি: সংগৃহীত

ইউসিটিসির কম্পিউটার ক্লাবের ষষ্ঠ এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

ইউসিটিসি কম্পিউটার ক্লাবের উদ্যোগে গত ৬ নভেম্বর ইউসিটিসির সেমিনার হলে ২০২৪-২৫ সেশনের এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর সুমনা সুলতানা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন ক্লাবের কো-ফাউন্ডার এবং সিএসই ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র মোরতাজা আহমদ নঈম। শপথ বাক্য পাঠ করান কম্পিউটার ক্লাবের মেন্টর কো-অর্ডিনেটর সুমনা সুলতানা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক নিপ্পন দত্ত, প্রভাষক মারুফা সুলতানা, প্রভাষক সুচিত্রা সেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ, কম্পিউটার ক্লাবের মেন্টর , অ্যাডভাইজারগণ এবং শিক্ষার্থীরা। অতিথিরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুন এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের সফলতা কামনা করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম
প্রাভা হেলথের পরিচালন কর্মকর্তা আব্দুল মতিন ইমন
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্যসেবায় দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড ‘প্রাভা হেলথ’র প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি ও পণ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন ইমন দায়িত্ব নিয়েছেন।

২০২২ সাল থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছেন।

তার দায়িত্ব গ্রহণের বিষয়কে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার সিলভানা কিউ সিনহা বলেন, ‘ইমনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সফলতার দিকে এগোবে বলে আমি মনে করি।’

দায়িত্ব গ্রহণের পর ইমন বলেন, ‘আমি আনন্দিত। আমাদের মূল লক্ষ্য সেবার মান কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া। এ ছাড়াও সকল প্রতিকূলতা উপেক্ষা করে অগ্রসর হওয়া।’

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/