ঢাকা ২৩ কার্তিক ১৪৩১, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

আনোয়ার সিমেন্ট শিটের লিড সার্টিফিকেশন যাত্রা শুরু

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম
আনোয়ার সিমেন্ট শিটের লিড সার্টিফিকেশন যাত্রা শুরু
ছবি: বিজ্ঞাপন

দেশের প্রাচীনতম শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ মুন্সিগঞ্জের গজারিয়ায় সিমেন্ট শিট কারখানায় ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ বা লিড সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করে পরিবেশগত টেকসইতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

কোম্পানিটি ৩৬০ ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের (টিএসএল) সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে এই যাত্রা শুরু করেছে। 

সম্প্রতি ঢাকার মতিঝিলের আনোয়ার গ্রুপের হেডকোয়ার্টারে আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এবং ৩৬০ ডিগ্রি টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি লিড সার্টিফিকেশন অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লিড সার্টিফিকেশনের প্রধান দিকগুলো হল এমন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হয়, যাতে কার্বন নিঃসরণ কম হয়। বিদ্যুৎ খরচ কমাতে সূর্যের আলো, বিদ্যুৎসাশ্রয়ী বাতি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি পানি সাশ্রয়ী কল ও ব্যবহৃত পানি প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হয়। এ ছাড়া, স্থাপনায় পর্যাপ্ত খোলা জায়গা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়।
এই প্রকল্পটি বিদ্যমান স্থাপনার জন্য লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং সিস্টেমের অধীনে হবে, যা দেশের শিল্পখাতে সবুজ কার্যক্রমের নতুন মানদণ্ড নির্ধারণ করবে।

আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ওয়াইজ আর হোসেন বলেন, ‘সিমেন্ট শিট একটি টেকসই পণ্য, যা শক্তি সাশ্রয়ী, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে এবং কম কার্বন নিঃসরণ করে। এটি লিডসহ সবুজ নির্মাণ মান মেনে চলে। লিড সার্টিফিকেশনের মাধ্যমে, আনোয়ার সিমেন্ট শিট বিশ্বজুড়ে গৃহীত সবুজ নির্মাণ মান বাস্তবায়ন করতে চায়, যা কর্মক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

৩৬০ ডিগ্রি টিএসএলের ব্যবস্থাপনা পরিচালক, অনন্ত আহমেদ বলেন, ‘আমরা প্রকল্পটির প্রাথমিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছি এবং নিশ্চিত হয়েছি যে এটি লিড সার্টিফিকেশনের জন্য উপযুক্ত। আনোয়ার সিমেন্ট শিট একটি অনন্য এবং টেকসই পণ্য, যা নতুন প্রকল্পের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম। আনোয়ার সিমেন্ট শিটের কার্বন নিঃসরণ অত্যন্ত কম এবং এটি দীর্ঘস্থায়ী। এ ছাড়াও, এটি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আনোয়ার সিমেন্ট শিট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফাইবার সিমেন্ট শিট প্রস্তুতকারক, যা আবাসিক ও বাণিজ্যিক শেড নির্মাণে ব্যবহৃত হয়। এর ডিউরারুফ ব্র্যান্ড কারখানা শেড নির্মাণের জন্য বেশ জনপ্রিয়।

আনোয়ার সিমেন্ট শিট ছয়স্তরের হওয়ায় অতিরিক্ত গরমের সময় শেডের ভিতরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ন্ত্রণ করে, শক্তি খরচ কমাতে পারে এবং কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করে।

অন্যদের মধ্যে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের জিএম (বিক্রয় ও বিপণন) কাঞ্চন সাহা, আনোয়ার গ্রুপের সিনিয়র ম্যানেজার (মিডিয়া ও করপোরেট অ্যাফেয়ারস) সুমন সাহা, আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মাহবুব আলম এবং আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের সহকারী ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ইউল্যাব
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে। কিউএস র‌্যাঙ্কিং অনুযায়ী ইউল্যাব এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে অবস্থান করছে। এই অবস্থান ইউল্যাবের শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন হিসেবে প্রতিয়মান। ইউল্যাব তার ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে আর্ন্তজাতিক মানসম্পন্ন স্নাতক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে তোলে। 

কিউএস ওয়াল্ড র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে মূলায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সুনাম, শিক্ষক- শিক্ষার্থীর অনুপাত, আর্ন্তজাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান।

এ র‌্যাকিংয়ে ইউল্যাবের স্থান অর্জন শিক্ষার উৎকর্ষতা ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ মান এবং নতুন উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধতাই এই স্বীকৃতির প্রমাণ।          

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের গুলশান-১ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা কমিটির শেখ জাহিদুল ইসলাম। 

উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  শফিউদ্দিন আহমেদ। 

সভায় ব্যাংকের ত্রৈমাসিক হিসাব বিবরণী, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন, বিভিন্ন শাখার অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞাপন

এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বনানীর হোটেল শেরাটনে এই সভা অনুষ্ঠিত হয়। 

অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভার সভাপতিত্ব করেন। 

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরে ভোটের মাধ্যমে ১৫ সদস্যের পরিচালক কমিটি নির্বাচিত হয়েছেন যথাক্রমে, অঞ্জন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলাভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মো. জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মো. হাসান (সময় টিভি), সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।

পরবর্তীতে পরিচালক কমিটির ভোটের মাধ্যমে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন। 

সভাপতি পদে দুজন প্রার্থীর সমান সংখ্যক ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনার নতুন তারিখ ঘোষণার মাধ্যমে শুধুমাত্র সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করবেন।

এই অবস্থায় পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:২৩ পিএম
বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। 

সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহসিন মিয়া, কামরুল হক মারুফ, মো. গোলাম মরতুজা এবং শেখ আশরাফুজ্জামান। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম এবং কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট
ছবি: বিজ্ঞপ্তি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব 'বিজবক্সের' আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মো. জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের করপোরেট এইচআর হেড এম. সাব্বির আলী।

জমকালো এই আয়োজনে ছিলো নবীন শিক্ষার্থীদের বরণ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাজন হোসেনের মনমাতানো কনসার্ট এবং প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের আয়োজিত একটি বিশেষ নাটক। নাটকের মূল উদ্দেশ্য ছিলো আদিবাসীদের উচ্চতর শিক্ষার জন্য তারা শহরে কী কী সমস্যার সম্মুখীন হয় এবং যেসব সুযোগ-সুবিধা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিয়ে থাকে তা ফুটিয়ে তোলা। যারা কেস স্টাডি এবং বিজনেস কম্পিটিশন এ অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হয় তাদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করা হয় ।

দুই দিনব্যাপী বিজনেস ফেস্টের প্রথম দিন (৬ নভেম্বর) জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। বিজনেস এক্সপো, করপোরেট কোচিং বুথ এবং বিশিষ্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি ম্যানেজার মেজর একেএম হাবিবুল হকের (অব.) এর সঙ্গে 'মিট দি লিডার' সেমিনার। করপোরেট কোচিং বুথে তিনজন বিশেষ করপোরেট ব্যক্তি উপস্থিত ছিলেন। ফিন্যান্স থেকে ইউএসএআইডি এর সরদার মুনিম ইবনা মহসিন, এইচআরএম থেকে স্টার সিনেপ্লেক্স এর এইচআর হেড এন্ড এডমিন এইচআর লায়লা নাজনীন এবং ওয়াল্ড ব্যাংকের মার্কেটিং বিশেষজ্ঞ খালিদ হোসাইন কোচিং বুথ এ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের লক্ষ্য কী, রিয়েলিটি কী, অপশন কী কী আছে এবং ভবিষ্যতে তারা তাদের নিজেদের কোথায় দেখতে চায় সব শুনে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন দেন।

এভাবে শিক্ষার্থীদের আগামীর জন্য প্রস্তুত করতে 'বিজবক্স' কতৃক আয়োজিত 'বিজনেস ফেস্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্নরকম গাইডলাইনের সুবিধাসহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর এই আয়োজনটি শেষ হয়।

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/