ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের দুইটি কমিটির নতুন চেয়ারম্যান

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের দুইটি কমিটির নতুন চেয়ারম্যান
এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং এফসিএ অডিট কমিটির চেয়ারম্যান পদে মীর সাজেদ উল বাসার। ছবি: বিজ্ঞাপন

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং এফসিএ অডিট কমিটির চেয়ারম্যান পদে মীর সাজেদ উল বাসার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল গ্রুপ এর চেয়াম্যান। তার নেতৃত্বে ম্যাক্সওয়েল গ্রুপটি একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাক্সওয়েল ইলেকট্রনিক্স, ম্যাক্সওয়েল ট্রেডিং করপোরেশন, ইস্টার্ন লজিস্টিকস্ লি., বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট লি., রুটস্ ফুড অ্যান্ড বেভারেজ লি., অটোক্যাপ ব্রিকস্ লি., টোটাল এয়ার সার্ভিসেস লি. জিএসএ. এয়ারএশিয়া ও কুয়েত এয়ারওয়েস, টোটাল লজিটিস্ক অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লি. জিএসএ. এসএমএসএ এক্সপ্রেস, টিএএস এভিয়েশন লি.,  টোটাল কার্গো সার্ভিসেস লি., ড্রাগন গার্ডেন উখিয়া, আরবান রেসপন্স লি., গুলশান পয়েন্ট প্রাইভেট লি. ইত্যাদি। 

চাকলাদার অংখ্য সামাজিক ও জনকল্যাণকর কাজের সঙ্গে জড়িত। তিনি এমএম চাকলাদার মহিলা কলেজ ও কেএনসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগরের প্রাক্তন প্রেসিডেন্ট, চিলড্রেন ক্যান্সার শেল্টার হোমের সদস্য ছাড়াও আরও অনেক এতিমখানা ও মাদরাসার প্রতিষ্ঠাতা।

স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির নতুন চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ তার ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মটোরোলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইডিএলসি ফাউন্যান্স, ইমপ্রেস গ্রুপ ইত্যাদি। তিনি ব্যাংকের জন্য সর্বপ্রথম সাড়ে তিন হাজার মিলিয়ন টাকার কনভার্টেবল বন্ড,  পোশাক খাতের জন্য ৭০০ মিলিয়ন টাকার জিরো কুপন বন্ড এবং বাংলাদেশের জন্য ১ম বারের মতো ১০ হাজার মিলিয়ন টাকার ইমপ্যাক্ট ফান্ড গঠন করেন। 

তিনি একাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি  মেম্বার। তিনি কেপিএমজি বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষিত এবং ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো মেম্বার। এ ছাড়াও, তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সাসটেইনেবল ইনভেস্টিং কোর্স সম্পন্ন করেছেন। তিনি এসএজে ইমপ্যাক্ট ব্লিস লি. (টেকসই বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ সংস্থা) এর চেয়ারম্যান এবং একজন পাবলিক অ্যাকাউন্ট্যান্ট।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে হজ অ্যাজেন্সির সভা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে হজ অ্যাজেন্সির সভা
ছবি: বিজ্ঞাপন

সাউথইস্ট ব্যাংক পিএলসি ঢাকায় দেশের শীর্ষস্থানীয় হজ অ্যাজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি সফল ও কার্যকরী পরিচিতি এবং অংশীদারিত্ব সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাসেম উপস্থিত ছিলেন। এই উদ্যোগ ব্যাংকের হজ অ্যাজেন্সিগুলোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার এবং হজ যাত্রীদের সেবায় উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে তিনি হজ যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে সহযোগিতা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। 

তিনি উল্লেখ করেন, সাউথইস্ট ব্যাংক নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে অ্যাজেন্সি এবং আল্লাহর মেহমান হাজীরা তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন হজ অ্যাজেন্সির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

২০১০ সাল থেকে সাউথইস্ট ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে হজ অ্যাজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সুবিধার্থে হজ মানি কালেকশন সেবা প্রদান করে আসছে। 

এর পাশাপাশি, ব্যাংক হজ যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, সুরক্ষিত ও সুবিধাজনক অর্থ স্থানান্তর সেবা নিশ্চিত করতে হজ রেমিট্যান্স সার্ভিস এবং হজ ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড ও অন্য আর্থিক সেবা প্রদান করে আসছে। এই সেবাগুলো কেবলমাত্র মুনাফা লাভের জন্য নয়, বরং এর উদ্দেশ্য হলো আল্লাহর সম্মানিত মেহমান হাজী সাহেবানদের সম্মান জানানো এবং তাদের সহায়তা করা। হাব-এর বেশিরভাগ বর্তমান ও প্রাক্তন সদস্যই সাউথইস্ট ব্যাংকের গ্রাহক। 

সাউথইস্ট ব্যাংক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অংশীদারিত্ব ও সেবার উৎকর্ষতার এই যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছে।

সংবাদ বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ: খুলনা বিভাগের বাছাইপর্ব ১৩ ডিসেম্বর

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ: খুলনা বিভাগের বাছাইপর্ব ১৩ ডিসেম্বর

বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-৬ষ্ঠ বর্ষ’ এর খুলনা বিভাগের বাছাইপর্ব শুক্রবার (১৩ ডিসেম্বর) খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর।

এ উপলক্ষে খুলনা বিভাগে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯টায় খুলনা জিলা স্কুলে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

‘বাংলায় জাগি ভরপুর’ এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন একটি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

বিজ্ঞপ্তি/সুমন/

উত্তরা ব্যাংক পিএলসির চকরিয়া শাখা উদ্বোধন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম
উত্তরা ব্যাংক পিএলসির চকরিয়া শাখা উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলার চকরিয়ায় উত্তরা ব্যাংক পিএলসির ২৪৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন এর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান, মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেহেদী

এআইইউবিতে ইনডোর গেমস ২০২৪

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পিএম
এআইইউবিতে ইনডোর গেমস ২০২৪
ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে ১০ দিনব্যাপী এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল ও ভলিবলসহ ১১টি ইভেন্টে অংশগ্রহণ করছেন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাসহ প্রায় দুই হাজার ৫০০ জন।

বিজ্ঞপ্তি/মেহেদী

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের ব্যাচ প্রদান অনুষ্ঠিত

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের ব্যাচ প্রদান অনুষ্ঠিত
মাইলস্টোন কলেজে এইচএসসি ২২তম ব্যাচের বার্ষিক ব্যাচ প্রদান অনুষ্ঠানে ব্যাচ পরানো হচ্ছে এক শিক্ষার্থীকে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে এইচএসসি ২২তম ব্যাচের বার্ষিক ব্যাচ প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলেজের প্রধান ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুর নবী (অব.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং উপাধ্যক্ষ (শিক্ষা) মিজানুর রহমান খান।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যমের ছাত্র মো. তাসনিম ভূঁইয়া প্রতীককে প্রদান করা হয় ২২তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন ব্যাচ।

এ ছাড়াও সাত ক্যাটাগরিতে দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১১৬ জন শিক্ষার্থীকে ব্যাচ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি/সুমন/

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });