ঢাকা ২৮ অগ্রহায়ণ ১৪৩১, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
English

আবারও অ্যাটকোর পরিচালক লিয়াকত আলী খাঁন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম
আবারও অ্যাটকোর পরিচালক লিয়াকত আলী খাঁন
লিয়াকত আলী খাঁন মুকুল

এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট অনুষ্ঠিত হয়।

এতে পরিচালক পদে লিয়াকত আলী খাঁন মুকুলসহ ১৫ জন নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ও বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। ফলে সভাপতি পদে আবারও ভোট হবে।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহ-সভাপতি হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

লিয়াকত আলী খাঁন মুকুল ছাড়াও অন্য পরিচালকরা হলেন- মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন (জ ই মামুন), অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।

বিজ্ঞপ্তি/নাবিল/সালমান/

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আইওএসএ সনদ নবায়ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আইওএসএ সনদ নবায়ন
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২তম বারের মতো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (আইএটিএ) কর্তৃক পরিচালিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সম্পন্নের মাধ্যমে IOSA সনদ হালনাগাদ করেছে। এটি ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। 

গত ১-৫ সেপ্টেম্বর আইএটিএ কর্তৃক স্বীকৃত ইউএসএ-এর অডিট ফার্ম আর্গোস প্রোস কর্তৃক বিমানের অপারেশনাল কার্যক্রমের ওপর অডিট করা হয়। প্রতি ২ বছর পরপর অডিটের মাধ্যমে উক্ত সনদ নবায়ন করা হয়। এই অডিট কার্যক্রমটি এয়ারলাইনসের অপারেশনাল কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি মূল্যায়নে বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রক্রিয়া।

আইএটিএ-এর সদস্য হতে হলে বা সদস্যপদ ধরে রাখতে আইওএসএ সনদ হালনাগাদ রাখা জরুরি। অনেক ক্ষেত্রে বিদেশি এয়ারলাইনসের সঙ্গে কোড শেয়ার করতে বা কিছু উন্নত দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেতেও এটি প্রয়োজন হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান বলেন, নিরাপত্তা প্রক্রিয়ার আধুনিকায়ন ও এভিয়েশন শিল্পের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলা আমাদের দৈনন্দিন কার্যক্রমেরই অংশ।

তিনি বলেন, আইওএসএ নিবন্ধনকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের অপারেশনাল নিরাপত্তা, সুরক্ষা এবং বৈশ্বিক এভিয়েশন নীতিমালা অনুসরণের একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে বিবেচনা করা হয়। 

অপারেশনাল কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত বিষয়সমূহ যেমন: ফ্লাইট পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং সুরক্ষা ইত্যাদি সম্পর্কিত নীতি, প্রক্রিয়া এবং পদ্ধতিগুলোর একটি ব্যাপক পর্যালোচনা এবং মূল্যায়নই হচ্ছে IOSA অডিটের অন্তর্ভুক্ত বিষয়।  অডিট দল ফ্লাইট অপারেশন, এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণ, ফ্লাইট ছাড়া, কেবিন অপারেশন, কার্গো অপারেশন, এভিয়েশন সিকিউরিটি, গ্রাউন্ড অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর, ফ্লাইট সেফটি, সেফটি ও কোয়ালিটি, আইটিসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিভাগের কার্যক্রমসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। 

ড. মো. শাফিকুর রহমান আরও উল্লেখ করেন, আইওএসএ নিবন্ধন বিমানের কার্যক্রম সম্পর্কে সম্মানিত যাত্রীদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে ও গ্রাহকের আস্থা তৈরি করবে। নতুন নতুন রুটে প্রবেশাধিকার এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বজায় রাখতে সহায়তা করবে।

তিথি/মাহফুজ

 

আইএসইউর ফল সেমিস্টারের নবীনবরণ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আইএসইউর ফল সেমিস্টারের নবীনবরণ
ছবি: বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহাখালী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম মোশাররফ হুসাইন।

এ সময় ইঞ্জিনিয়ার একেএম মোশাররফ হুসাইন বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। নবীন শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যেমন যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে তেমনি শিক্ষার্থীদেরকে সময়ের সদ্ব্যবহারও নিশ্চিত করতে হবে।

উপাচার্য বলেন, নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময়। উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয় হবে।

ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য আরও বলেন, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী।

আরও বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক,  ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হুদা ।

শিক্ষার্থী নাফিসা তাবাসসুম ও শোয়েব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

যুক্তরাষ্ট্রের স্ট্যান্টন ইউনিভার্সিটি-বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের স্ট্যান্টন ইউনিভার্সিটি-বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.) এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার আয়শা আক্তার এই সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। 

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির মার্কেটিং এক্সিকিউটিভ মো. ইমন খান উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, নতুন নতুন একাডেমিক উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সহজে পরিবর্তন বা বিনিময় প্রোগ্রাম এবং বিইউর শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ সৃষ্টি করবে। 

বৈশ্বিক শিক্ষার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ দুই বিশ্ববিদ্যালয় এই সমঝোতা করেছে।

শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরে স্ট্যান্টন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। 

সেমিনারটি পরিচালনা করেন আয়শা আক্তার। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/পপি/

চিটাগং স্টক এক্সচেঞ্জের ২৯তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
চিটাগং স্টক এক্সচেঞ্জের ২৯তম বার্ষিক সাধারণ সভা
ছবি: বিজ্ঞপ্তি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তারিখে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকবৃন্দ প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, ফরিদা ইয়াসমিন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মাদ আখতার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ  এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য ১২ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে দুজন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেওয়ায় শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। শাহজাদা মাহমুদ চৌধুরী আলফা সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বিজ্ঞপ্তি/এমএ/

 

 

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন ফেনীর তারেক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন ফেনীর তারেক
ফেনীর তারেক হোসেনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

ফেনী শহরের ধলিয়া এলাকায় বাবা-মা ও তিন বোন নিয়ে বসবাস করেন সিএনজি-অটোরিকশা চালক তারেক হোসেন। মা ফরিদা আক্তারের শখ ঘরে একটা ফ্রিজ আনার। মায়ের শখ পূরণ করতে জমানো ২৯ হাজার ৩০০ টাকা দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কেনেন তারেক। এতেই বদলে যায় তার ভাগ্য। ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের আওতায় তিনি পেয়েছেন ২০ লাখ টাকা। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন দিনাজপুরের রানা ইসলাম ও মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশেদ আলী।

সম্প্রতি ফেনীর ওয়াপদা মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারেক হোসেনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, সাপ্তাহিক মুহুরী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান বকুল, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন পাটোয়ারী, জাফর উদ্দীন ও গিয়াস উদ্দিন হেলাল, ওয়ালটন প্লাজার (ওয়েস্ট) চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর ও আরিফুল ইসলাম (ইস্ট) সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

সিজন-২১ এর আওতায় গত ১৯ নভেম্বর ফেনীর শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কেনেন তারেক হোসেন। কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই ওয়ালটন কোম্পানির কাছ থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা উপহার পাওয়ার একটি এসএমএস আসে।

তিনি বলেন, একটি ফ্রিজ কিনে ২০ লাখ পেয়েছি তা যেন বিশ্বাস হচ্ছিল না। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ওয়ালটন থেকে পাওয়া টাকায় পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করব। আমি ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ।  

অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ওয়ালটন দেশের মানুষের জন্য কাজ করে আসছে। মানুষ যেন সাধ্যের মধ্যে ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করতে পারে সেজন্যে কাজ করছে ওয়ালটন। শুধু ব্যবসায়ই নয়, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

 

 

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });