আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘স্বরূপকাঠী উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, স্বরূপকাঠীর সহকারি কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ওসি বনি আমিন ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিবৃন্দ মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, মো. মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী উপস্থিত ছিলেন।
ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, বরিশাল শাখা প্রধান ও এভিপি মওদুদ আহমেদ, স্বরূপকাঠী উপশাখার ইনচার্জসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ স্বরূপকাঠী উপশাখায় উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের ৪৪তম স্বরূপকাঠী উপশাখা বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন। উপশাখাটি আমেনা কমপ্লেক্স, হোল্ডিং-৪২৪, সোনালী ব্যাংক রোড, নেছারাবাদ, পিরোজপুর এ অবস্থিত।
সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/