ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী ইউল্যাব এশিয়ার র্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে অবস্থান করছে। এই অবস্থান ইউল্যাবের শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন হিসেবে প্রতিয়মান। ইউল্যাব তার ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে আর্ন্তজাতিক মানসম্পন্ন স্নাতক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে তোলে।
কিউএস ওয়াল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে মূলায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সুনাম, শিক্ষক- শিক্ষার্থীর অনুপাত, আর্ন্তজাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান।
এ র্যাকিংয়ে ইউল্যাবের স্থান অর্জন শিক্ষার উৎকর্ষতা ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ মান এবং নতুন উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধতাই এই স্বীকৃতির প্রমাণ।
সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ