বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিসিআই এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মো. সলিম উল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর ঊর্ধ্বতন সহসভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী।
কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই পবিচালকদের মধ্যে শহীদুল ইসলাম নিরু, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার-উল আলম চৌধুরী কর্মশালার উদ্যেশ্য এবং শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন। শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন তিনি। শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ যথাযথভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালার দ্বিতীয় ভাগে ‘জাতীয় শিল্প নীতি-২০২২’ এর ওপর প্রধান আলোচক মো. সলিম উল্লাহ দুটি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিসিআই এর সেক্রেটারি জেনারেল সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/