ঢাকা ১৮ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
English

বিসিআই ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
বিসিআই ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা
বিসিআই কর্তৃক ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ কর্মশালা / ছবি:সংগৃহীত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিসিআই এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে ‘জাতীয় শিল্প নীতি-২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মো. সলিম উল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর ঊর্ধ্বতন সহসভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। 

কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই পবিচালকদের মধ্যে শহীদুল ইসলাম নিরু, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার-উল আলম চৌধুরী কর্মশালার উদ্যেশ্য এবং শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন। শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন তিনি। শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ যথাযথভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার দ্বিতীয় ভাগে ‘জাতীয় শিল্প নীতি-২০২২’ এর ওপর প্রধান আলোচক মো. সলিম উল্লাহ দুটি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিসিআই এর সেক্রেটারি জেনারেল সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানান।

সংবাদ বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র উদ্বোধন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র উদ্বোধন
ছবি : বিজ্ঞপ্তি

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র উদ্বোধন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবার সব সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সুখী।

সম্প্রতি রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অতিথিরা।

মো. আশরাফুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া। সুখী এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘সুখী একটি যুগান্তকারী উদ্যোগ, যা দেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।’

সুখী অ্যাপের মাধ্যমে ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা নেওয়া যাবে। এ ছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাদারি সেবাও সহজলভ্য। বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার ও ন্যানি সেবা। 

‘সুখী সেবা কেন্দ্র’ ও কল সেন্টার ১০৬৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসব সেবা নেওয়া যাবে। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়াই সুখীর মূল লক্ষ্য।

গ্রামীণ ইয়ামেন ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সুখী সেবা মধ্যপ্রাচ্যের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। 

সুখী অ্যাপটি Google Play ও App Store থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া www.shukhee.com ও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেওয়া যাবে। 

বিজ্ঞপ্তি/সালমান/

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স ২০২৪

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স ২০২৪
ছবি: বিজ্ঞপ্তি

'শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত' স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স-২০২৪। 

২৯ ও ৩০ নভেম্বর কক্সবাজারের বে ওয়াচ হোটেলে ডিবিএল পরিবারের সকল ডিলার ও ডিস্ট্রিবিউটর নিয়ে এ অনুষ্ঠান হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস কর্মকর্তা বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম এবং হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান। 

এতে বক্তব্য রাখেন ডিবিএল গ্রুপের বোর্ড অব ডিরেক্টর এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।  

এ ছাড়া অনুষ্ঠানে বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে চলতি বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য - মোজাইক টাইলসের মোড়ক উন্মোচন করা হয়।

বিজ্ঞপ্তি/মেহেদী

খুলনায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের ডিপো উদ্বোধন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
খুলনায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের ডিপো উদ্বোধন
খুলনায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের ডিপো উদ্বোধন করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। ছবি: সংগৃহীত

খুলনার বয়রায় রায়ের মহল এলাকায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ডিপোর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, সিনিয়র সেলস ম্যানেজার সানিউর রহমান এবং খুলনা ডিপো ইনচার্জ মো. ওবায়দুল হকসহ আরও অনেকে।

২০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন খুলনার এই ডিপো থেকে কাজী ফার্মস চিকেনের ফ্রোজেন ফুড এবং জাএনজি ও বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিম ১৩টি জেলায় সরবরাহ করা হবে।

এ বিষয়ে তানভীর হায়দার চৌধুরী বলেন ‘আগামীতে এই এলাকার রিটেইল দোকানগুলোতে পর্যাপ্ত ফ্রিজ সরবরাহের মাধ্যমে কাজী ফার্মস চিকেনের ফ্রোজেন ফুড এবং জাএনজি ও বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিমের সরবরাহ নিশ্চিত করা হবে।’

বিজ্ঞপ্তি/সুমন/

কৃষকদের আর্থিক সহায়তা দিলো সাউথইস্ট ব্যাংক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
কৃষকদের আর্থিক সহায়তা দিলো সাউথইস্ট ব্যাংক
কৃষকদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থার কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। 

কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি কেনা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্যে এই সহায়তা দেওয়া হয়।
 
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এ বিষয়ে বলেন, ‘রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) মাধ্যমে প্রান্তিক কৃষকদের এই সহায়তা দেওয়া হয়। বিশেষ তহবিলের এই সহায়তা কৃষকদের উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।’

ব্যাংকটি মূলত রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) সঙ্গে সমন্বয় করে কৃষকদের এই সহায়তা দিয়েছে।

রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বিজ্ঞপ্তি/সুমন/অমিয়/

বিএলআরআইতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
বিএলআরআইতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
বিএলআরআইয়ে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ২০২৩-২০২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বিএলআরআইয়ে এই সমাপনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. ছায়েদুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই'র মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

অনুষ্ঠানের শুরুতে কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশগুলো উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রাণি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. বিপ্লব কুমার রায়। 

সুপারিশমালা উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমুন নাহার করিম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদেনে কাজ করছে দেশের সব পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও খামারিরা। প্রাণিজ আমিষের চাহিদা বেড়েছে। আর এই বাড়তি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিএলআরআই। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিএলআরআই-এর প্রযুক্তি ও প্যাকেজ উদ্ভাবন প্রশসংনীয়।

এ সময় তিনি আরও বলেন, টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও জনপ্রিয় প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে ব্যাপক সম্প্রসারণের লক্ষ্যে বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে কাজ করতে হবে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় জাতসমূহের উৎপাদনশীলতাও বাড়াতে হবে। 

সভাপতির বক্তব্যে বিএলআরআই'র মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমাদের জলবায়ুসহিষ্ণু প্রাণির জাত উদ্ভাবনে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশীয় জাতসমূহ বিরূপ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে অধিক পারদর্শী, বিরূপ আবহাওয়ায় তাদের উৎপাদনশীলতা তেমন ক্ষতিগ্রস্ত হয় না। তাই নতুন জাত উদ্ভাবনের সময় আমাদের দেশীয় জাতসমূহের ওপরে গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলআরআই'র সাবেক মহাপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণি ও পোল্ট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং সংগঠনের প্রতিনিধি, বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/তাওফিক/অমিয়/