ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ২০২৩-২০২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিএলআরআইয়ে এই সমাপনী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. ছায়েদুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই'র মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশগুলো উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রাণি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. বিপ্লব কুমার রায়।
সুপারিশমালা উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমুন নাহার করিম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদেনে কাজ করছে দেশের সব পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও খামারিরা। প্রাণিজ আমিষের চাহিদা বেড়েছে। আর এই বাড়তি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিএলআরআই। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিএলআরআই-এর প্রযুক্তি ও প্যাকেজ উদ্ভাবন প্রশসংনীয়।
এ সময় তিনি আরও বলেন, টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও জনপ্রিয় প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে ব্যাপক সম্প্রসারণের লক্ষ্যে বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে কাজ করতে হবে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় জাতসমূহের উৎপাদনশীলতাও বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে বিএলআরআই'র মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমাদের জলবায়ুসহিষ্ণু প্রাণির জাত উদ্ভাবনে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশীয় জাতসমূহ বিরূপ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে অধিক পারদর্শী, বিরূপ আবহাওয়ায় তাদের উৎপাদনশীলতা তেমন ক্ষতিগ্রস্ত হয় না। তাই নতুন জাত উদ্ভাবনের সময় আমাদের দেশীয় জাতসমূহের ওপরে গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগসংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলআরআই'র সাবেক মহাপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণি ও পোল্ট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং সংগঠনের প্রতিনিধি, বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/তাওফিক/অমিয়/