প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে দেশের বৃহত্তম সার্ভিস মার্কেটপ্লেস সেবা এক্সওআইজেড (Sheba.xyz)। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।
চুক্তির অংশ হিসেবে, প্রাইম ব্যাংক কার্ডহোল্ডাররা Sheba.xyz প্লাটফর্ম থেকে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবে। এছাড়াও Sheba.xyz থেকে অ্যাপ্লায়েন্স মেরামত, বাসা পরিবর্তন, বাসা পরিষ্কারসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবে আকর্ষণীয় দামে। ফলে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ আগের চেয়ে সহজ হবে। আর্থিক সুবিধা ও বিশ্বস্ত ব্র্যান্ডের প্রিমিয়াম অফারের সমন্বয়ে নতুন এই অংশীদারিত্ব গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা বাড়বে।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী ও Sheba.xyz ফাউন্ডার ও গ্রুপের সিইও আদনান ইমতিয়াজ হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া, Sheba.xyz প্রধান অপারেটিং কর্মকর্তা রোনাল্ড মিকি ও কর্পোরেট সেলস ম্যানেজার ফয়সাল ইবনে ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/জোবাইদা/