ঢাকা ২৮ অগ্রহায়ণ ১৪৩১, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
English

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতল কলেজ শিক্ষার্থী
রাশেদ আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

সারাদেশে ব্যাপক প্রচার ও উৎসাহ-উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০ লাখ টাকা জিতল মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মো. রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম।

উল্লেখ্য, অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

সোমবার (১১ নভেম্বর) জেলার গাংনীবাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০ লাখ টাকা বিজয়ী রাশেদ আলীর গ্রামের বাড়ি গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়ায়। মা-বাবা ও দাদিসহ চার সদস্যের পরিবার তার। গাংনী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন রাশেদ। কৃষক বাবার সঙ্গে কৃষিকাজেও সময় দেন তিনি।

অনুষ্ঠানে রাশেদ আলী জানান, ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা; দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, দেখতেও সুন্দর। এসব কারণে গত ২৭ অক্টোবর গাংনীবাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সাজু এন্টারপ্রাইজ’ থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। কেনার পর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা পাওয়ার একটি এসএমএস আসে। এসএমএস দেখে শোরুমে যোগাযোগ করে নিশ্চিত হন রাশেদ। এরপরই তার পরিবারে শুরু হয় খুশির বন্যা।

রাশেদ বলেন, ওয়ালটন থেকে পাওয়া ২০ লাখ টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। ক্রেতাদের এই সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, গ্রাহকদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ সুবিধা দিচ্ছে ওয়ালটন। ব্যবসা করাই ওয়ালটনের একমাত্র লক্ষ্য না। দেশের মধ্যে মানুষের আর্থ-সামাজিক অবস্থানের ইতিবাচক পরিবর্তনেও সমানভাবে সচেষ্ট ওয়ালটন পরিবার। ওয়ালটনের এসব সুবিধা পাওয়ার মাধ্যমে ইতোমধ্যে অনেক গ্রাহকের জীবন আমূলে পাল্টে গেছে।

অনুষ্ঠানে দেশীয় পণ্য কেনা ও ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নতি হলে, নাগরিকদেরও উন্নতি হয়। প্রেস বিজ্ঞপ্তি 

নারীর স্বাস্থ্য সচেতনতায় আইএফআইসি ব্যাংক-শক্তি ফাউন্ডেশনের ক্যাম্পেইন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
নারীর স্বাস্থ্য সচেতনতায় আইএফআইসি ব্যাংক-শক্তি ফাউন্ডেশনের ক্যাম্পেইন
ছবি: বিজ্ঞপ্তি

নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউন্ডেশন। বিশেষ এই ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট হার পাওয়ার’।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুরান পল্টনের আইএফআইসি টাওয়ারে এ সংশ্লিষ্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এই ক্যাম্পেইনটি ব্যাংকের নারী গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখায় পরিচালিত হবে।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম ও শক্তি ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. শরিফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে মনিতুর রহমান, ইকবাল পারভেজ চৌধুরী, কে এ আর এম মোস্তফা কামাল এবং শক্তি ফাউন্ডেশনের হেড অব অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার নিলুফা ইয়াসমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সুমন/এমএ/

ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদযাপন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড (এমবিএল)। দেশের সুপ্রতিষ্ঠিত শিল্পগ্রুপ অ্যাপেক্স হোল্ডিংস গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি বর্তমানে টেক্সটাইল শিল্পে শীর্ষস্থানীয় কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আস্থা অর্জন করেছে। 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রতিষ্ঠানটির ৩০ বর্ষপূর্তি উদযাপন এবং ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপ–মহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘নিত্যনতুন গবেষণা ও উদ্ভাবনে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের বিনিয়োগ অব্যাহত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাটেক্স পরিবেশবান্ধব কেমিক্যালস উৎপাদন অব্যাহত রাখবে বলে আশা করি। ৩০ বর্ষপূর্তিতে ম্যাটেক্স পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন।’
স্বাগত বক্তব্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ বলেন, ‘ব্লু–সাইন সার্টিফিকেশন আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। আমরা সামনের দিনগুলোতে কেমিক্যাল উদ্ভাবন ও উৎপাদনে আরও মনোযোগী হব।’
মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লু–সাইন টেকনোলজি, এজির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল রুফেনাখ্ট্, সিআরএম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ডিরেক্টর ক্যাথরিন ভি. মেয়ার এবং এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।
ড্যানিয়েল রুফেনাখ্ট্ বলেন, ‘ব্লু–সাইন হলো কেমিক্যালস উৎপাদন ও দায়বদ্ধতার সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড। ইতিমধ্যে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৭০–এর বেশি কেমিক্যালস ব্লু–সাইনের অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও কেমিক্যালস অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ম্যাটেক্স বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত।’
ক্যাথরিন ভি. মেয়ার বলেন, ‘ব্লু–সাইন সার্টিকিফেশন প্রাপ্তির মাধ্যমে ম্যাটেক্স শুধু বাংলাদেশেই নয়, বৈশ্বিক বাজারেও তাদের উপস্থিতি নিশ্চিত করবে বলে আমাদের বিশ্বাস।’
এ ছাড়া অতিথি হিসেবে শুভেচ্ছা–বক্তব্য দেন এশিয়াটিক গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহেল হোসেন বাবলু, টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেল এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা–স্মারক তুলে দেন ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইফাজ আহমেদ ও মাহির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক অংশীদার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাহির আহমেদ বলেন, ‘অ্যাপেক্স হোল্ডিং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ম্যাটেক্স বাংলাদেশের আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে চাই।’
অনুষ্ঠানে জানানো হয়, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশেষায়িত টেক্সটাইল কেমিক্যালস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা ১৯৯৪ সালে উৎপাদন ও বিপণন শুরু করে। ম্যাটেক্স উৎপাদিত তিন শতাধিক কেমিক্যালস প্রায় দুই শতাধিক টেক্সটাইল ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে গাজীপুরে পরিবেশবান্ধব কারখানা এবং ঢাকা গুলশান অ্যাভিনিউর কর্পোরেট অফিস থেকে ম্যাটেক্সের সব কার্যক্রম পরিচালিত হয়।
ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার বলেন, ‘যাত্রার শুরু থেকেই সর্বোচ্চ মান বজায় রেখে, ইউরোপিয়ান গাইডলাইন অনুসরণ করে দুই শতাধিক কর্মীর নিরলস প্রচেষ্টায় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে মানসম্মত কেমিক্যালস সরবরাহ করে আসছে ম্যাটেক্স।’
এ টি এম মইনুদ্দীন মজুমদার আরও বলেন, ‘ইতিমধ্যে ম্যাটেক্স আন্তর্জাতিক প্রায় সবগুলো মানদণ্ড নির্ধারণকারী প্রতিষ্ঠানকর্তৃক স্বীকৃতি লাভ করেছে। যেমন আইএসও, জেডিএইচসি, জিওটিএস ইত্যাদি। সর্বশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্লুসাইন –এর প্রথম বাংলাদেশি সিস্টেম পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ম্যাটেক্স। এই অর্জনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ 
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এবং সাব্বির জামানের সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মৌসুমী মৌ।

নারীর ক্ষমতায়নে অবদান রাখায় ২৫ পোশাক কারখানাকে পুরস্কার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
নারীর ক্ষমতায়নে অবদান রাখায় ২৫ পোশাক কারখানাকে পুরস্কার
ছবি: বিজ্ঞপ্তি

ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় নয়টি ক্যাটাগরিতে ২৫টি পিভিএইচ সাপ্লাই চেইন কারখানাকে থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড প্রদান করেছে আন্তর্জাতিক সহযোগী সংস্থা ইউএসআইডি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পোশাক খাতে নারী কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিভিএইচ বাংলাদেশের সিনিয়র পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার নাজীব সাঈদ এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএআইডির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাজ্জাদ কামাল, পিভিএইচ করপোরেশনের করপোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন। 

আরও উপস্থিত ছিলেন পিভিএইচ সাপ্লাই চেইন কারখানা, কেয়ার বাংলাদেশ এবং সহযোগী সংস্থার সিনিয়র কর্মকর্তারা।
 
বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

ইউনিয়ন ব্যাংকে নিয়মিত টাকা জমা করছে গ্রাহকরা

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
ইউনিয়ন ব্যাংকে নিয়মিত টাকা জমা করছে গ্রাহকরা

ইউনিয়ন ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগ গ্রহীতারা ব্যাংকের প্রতিটি শাখায় এখন তাদের হিসাবে নিয়মিত টাকা জমা করছেন। কোনো কোনো গ্রাহক অন্য গ্রাহকদেরকেও লেনদেন করতে উৎসাহ যোগাচ্ছেন।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রাহকদের নিয়মিত টাকা লেনদেনের জন্য ইউনিয়ন ব্যাংকের কর্মীরা গ্রাহকদের আস্থার প্রতিদান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল এ আস্থার জন্য ইউনিয়ন ব্যাংকের সকল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যাংকটির কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/মাহফুজ/এমএ/

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আইওএসএ সনদ নবায়ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আইওএসএ সনদ নবায়ন
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২তম বারের মতো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (আইএটিএ) কর্তৃক পরিচালিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সম্পন্নের মাধ্যমে IOSA সনদ হালনাগাদ করেছে। এটি ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। 

গত ১-৫ সেপ্টেম্বর আইএটিএ কর্তৃক স্বীকৃত ইউএসএ-এর অডিট ফার্ম আর্গোস প্রোস কর্তৃক বিমানের অপারেশনাল কার্যক্রমের ওপর অডিট করা হয়। প্রতি ২ বছর পরপর অডিটের মাধ্যমে উক্ত সনদ নবায়ন করা হয়। এই অডিট কার্যক্রমটি এয়ারলাইনসের অপারেশনাল কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি মূল্যায়নে বিশ্বব্যাপী স্বীকৃত একটি প্রক্রিয়া।

আইএটিএ-এর সদস্য হতে হলে বা সদস্যপদ ধরে রাখতে আইওএসএ সনদ হালনাগাদ রাখা জরুরি। অনেক ক্ষেত্রে বিদেশি এয়ারলাইনসের সঙ্গে কোড শেয়ার করতে বা কিছু উন্নত দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেতেও এটি প্রয়োজন হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান বলেন, নিরাপত্তা প্রক্রিয়ার আধুনিকায়ন ও এভিয়েশন শিল্পের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলা আমাদের দৈনন্দিন কার্যক্রমেরই অংশ।

তিনি বলেন, আইওএসএ নিবন্ধনকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের অপারেশনাল নিরাপত্তা, সুরক্ষা এবং বৈশ্বিক এভিয়েশন নীতিমালা অনুসরণের একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে বিবেচনা করা হয়। 

অপারেশনাল কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত বিষয়সমূহ যেমন: ফ্লাইট পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং সুরক্ষা ইত্যাদি সম্পর্কিত নীতি, প্রক্রিয়া এবং পদ্ধতিগুলোর একটি ব্যাপক পর্যালোচনা এবং মূল্যায়নই হচ্ছে IOSA অডিটের অন্তর্ভুক্ত বিষয়।  অডিট দল ফ্লাইট অপারেশন, এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণ, ফ্লাইট ছাড়া, কেবিন অপারেশন, কার্গো অপারেশন, এভিয়েশন সিকিউরিটি, গ্রাউন্ড অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর, ফ্লাইট সেফটি, সেফটি ও কোয়ালিটি, আইটিসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিভাগের কার্যক্রমসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। 

ড. মো. শাফিকুর রহমান আরও উল্লেখ করেন, আইওএসএ নিবন্ধন বিমানের কার্যক্রম সম্পর্কে সম্মানিত যাত্রীদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে ও গ্রাহকের আস্থা তৈরি করবে। নতুন নতুন রুটে প্রবেশাধিকার এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বজায় রাখতে সহায়তা করবে।

তিথি/মাহফুজ

 

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });