ঢাকা ৫ মাঘ ১৪৩১, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫

নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এল পিএনওয়াই
ছবি: বিজ্ঞপ্তি

গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস সমর্থিত এই গ্রাফিক্স কার্ডগুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম।

পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটো: 

২৩০৪টি কুডা কোরের সঙ্গে ১০৪২ মেগাহার্জ ক্লক স্পিড এই গ্রাফিক্স কার্ডে। ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে বেসিক লেভেলের গেম অনায়াশে খেলা যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। সেকেন্ড জেন রে ট্রেসিং কোর এবং থার্ড জেন টেন্সর কোর এই কার্ডটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। ডুয়াল ফ্যান সমর্থিত এই কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে এতে আছে- ডিসপ্লে পোর্ট ১.৪এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।

পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: 

৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এর সঙ্গে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্জ যাতে কুডা কোর রয়েছে ৪৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিং এর ক্ষেত্রে খুবই ফাস্ট পারফরমেন্স প্রদান করে। গেমিং এবং লাইভ স্টিমিং করার জন্যই গ্রাফিক্স কার্ডটি বিশেষভাবে প্রস্তুত। আউটপুট হিসেবে এতে আছে- ৩টি ডিসপ্লে পোর্ট ১.৪এ ও ১টি এইচডিএমআই ২.১ পোর্ট। এনভিডিয়া অ্যাডা লাভলেস আর্কিটেকচার এর ওপরে তৈরি এই কার্ডটি রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করে যা মিড বাজেট গেমারদের জন্য আদর্শ।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো:  

৩ ফ্যানের এই জিপিউটি একটি ওভারক্লকিং জিপিউ। এতে রয়েছে ৪ জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর যা এআই এর ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ১২জিবি জিডিডিআর ৬ এক্স মেমোরি, ৭১৬৮টি কুডা কোর এবং ১৯৮০ মেগাহার্জ ক্লক স্পিড রয়েছে এই পিএনওয়াই কার্ডে। লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধাগুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য আদর্শ। ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এর সঙ্গে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে ৪টি ডিসপ্লে সমর্থন করে এই আরজিবি কার্ডটি।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: 

স্ট্রিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪ জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর ৬ এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।

পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো:

এটি বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড যার ক্লক স্পিড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। যারা আর্কিটেকচার কিংবা থ্রিডি মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য কার্ডটি সব থেকে হাই পারফরমেন্স দিতে সক্ষম। ওভারক্লকিং করার সময় যাতে পারফরমেন্স ড্রপ না করে সেজন্য ৩টি ফ্যান রয়েছে। আরজিবি সাপোর্টসহ সর্বনিম্ন ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার রান করা যাবে। 

তিন বছরের ওয়ারেন্টি সুবিধাসহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি- এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসায়ীদের

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসায়ীদের
রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে এগ্রো প্রসেসরস’ অ্যাসোসিয়েশনের (বাপা)’র। ছবি: সংগৃহীত

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবলিম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান।

ব্যবসায়ীদের মতে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্থ হবে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, কেক, জুসসহ বিভিন্ন খাদপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তারা ক্রয়ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধির ফলে এরই মধ্যে এ খাতে সরাসরি কাজ করা প্রায় আড়াই লাখ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে। নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে পুরো খাত মুখথুবড়ে পড়বে। পরিচালন ব্যয় বেড়ে গেলে রপ্তানিতে বাজার হারানোর শঙ্কা রয়েছে। ফলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। সরকারের রাজস্ব বাড়ানোর যে উদ্দেশ্যে সেটি হিতেবিপরীত হতে পারে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে এগ্রো প্রসেসরস’ অ্যাসোসিয়েশনের (বাপা)’র সদস্যরা এসব উদ্বেগের কথা জানান।

সরকারকে আগামী সাত দিনের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন তারা। যদি এ সময়ের মধ্যে আরোপিত ভ্যাট ও শুল্কের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরকার সরে না আসে তবে স্বেচ্ছায় কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ এবং সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এছাড়া এ ইস্যুতে সরাসরি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাপার নেতৃবৃন্দ মনে করছেন, প্রধান উপদেষ্টাকে সরাসরি এর প্রভাবগুলো তুলে ধরতে পারলে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করেন।

গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয়। সেখানে মেশিনে প্রস্তুতকৃত বিস্কুট, কেক, আচার, চাটনী, টমেটো পেস্ট, টমেটো কেচাপ, টমেটো সস, আম, আনারস, পেয়ারা ও কলার পাল্প ইত্যাদি পণ্যসমূহের উপর মূসক ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এছাড়া ফলের রস ও ফ্রুট ড্রিংকস এর উপর সম্পূরক শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে এবং আর্টিফিসিয়াল/ ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (নন-কার্বোনেটেড) পণ্যের ওপর সম্পূরক শুল্ক ০% (শূণ্য হারে) ছিল এবং বর্তমানে তা ১৫% করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে পূর্বে ৫% হারে মূসক আরোপ ছিল যা বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।    

সংবাদ সম্মেলনে বাপার সভাপতি এম এ হাশেম বলেন, ‘আমরা এমন একটি খাত নিয়ে ব্যবসা করি যার সঙ্গে সরাসরি শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ থেকে প্রান্তিক কৃষক জড়িত। সরকার থেকে বলা হচ্ছে, এতে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশের মানুষের সংস্কৃতি যদি দেখি, চায়ের দোকান থেকে অনেক নিম্ন আয়ের মানুষ সকালে এক কাপ চা, একটি বিস্কুট কিংবা কেক খেয়ে কাটিয়ে দিচ্ছেন। এখন যদি বিস্কুট ও কেকের ওপর ভ্যাট বাড়ানোর সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি পায় তবে ৫ টাকার একটি বিস্কুট আর তৈরি করা সম্ভব হবে না। ফলে নিম্ন আয়ের মানুষটি সহজে ক্ষুধা নিবারণের পথটি হারাবেন’।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, আমরা প্রান্তিক কৃষকের আম, টমেটো, আনারস, কলাসহ বিভিন্ন কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে জুস, ড্রিংকস, আচার, সস তৈরি করি। টমেটো, আম, আনারস, পেয়ারা ও কলার পাল্প ইত্যাদি পণ্যসমূহের উপর মূসক ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন প্রান্তিক চাষীরা। এখন যদি ভ্যাট ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বেড়ে যায় তবে অনেকেই এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকবেন। এছাড়া এর প্রভাবে কারখানা বন্ধ হয়ে গেলে প্রচুর শ্রমিকের জীবনে অনিশ্চিয়তা নেমে আসবে। তাই সরকারকে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার এবং গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানাচ্ছি।

এ খাতের ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদ হার, ঋণপত্রে জটিলতা, ডলার বাজারে অস্থিরতা, ২০২৪ এর সাধারণ নির্বাচন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে যখন ব্যবসায়ীদের কঠিন অবস্থা সামাল দিতে হচ্ছে, ঠিক সেই মুহুর্তে ভ্যাট বৃদ্ধির উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও আতঙ্কিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ এ খাতে নিযুক্ত। কৃষিখাদ্য প্রক্রিয়াজাত শিল্পের অবদান জিডিপিতে এখন ৭.৭ শতাংশ। বর্তমানে বাপার প্রায় ৪০০ সক্রিয় সদস্য রয়েছেন। এর বাইরেও প্রায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠান কৃষি প্রক্রিয়াকরণ খাদপণ্য উৎপাদন করছেন যেখানে ৫ লাখের অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। পাশাপাশি কাঁচামাল সরবরাহকারী, খুচর বিক্রেতাসহ পরোক্ষভাবে প্রচুর লোক এ খাতে যুক্ত রয়েছেন। বর্তমান কঠিন প্রেক্ষাপটে হঠাৎ এ ধরনের উদ্যোগে সবাই ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন।

বক্তারা বলেন, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য দেশের শীর্ষ পাঁচ রপ্তানি খাতের একটি। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সুপারশপেও এখন ‘বাংলাদেশে  তৈরি’ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের সরবরাহ প্রচুর বেড়েছে। এসব বাজারে জুস, ড্রিংকস, বিস্কুট, সস, জেলিসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিশাল বাজার তৈরি হচ্ছে। এ খাতে রপ্তানি এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে হঠাৎ যদি বর্ধিত ভ্যাট আরোপ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয় তবে রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে।

উৎপাদন ব্যয় বাড়লে প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের কাছে বাজার হারাতে হবে। এছাড়া দেশীয় পণ্যের দামের সঙ্গে আমদানিকৃত খাদ্যপণ্যের দামের ব্যবধান কমে আসলে স্থানীয় শিল্প ক্ষতির সম্মুখীন হবে। তাই দ্রুত বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রস্তাবিত গ্যাসের দাম না বাড়ানোর জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা)’র সাধারণ সম্পাদক ইকতাদুল হক, এসিআই এগ্রো বিজনেসের প্রেসিডেন্ট  ড. এফ এইচ আনসারি, এসএমসি এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির, বাংলাদেশ বিস্কুট এন্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভুইয়া, আকিজ ফুডস এন্ড বেভারেজ এর পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, কিশোয়ান ও বনফুল এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলামসহ কৃষি প্রক্রিয়াজাত খাতের বিভিন্ন কোম্পানির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/এমএ/

সাস্টেইনিবিলিটি এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশ বিষয়ে কর্মশালা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম
সাস্টেইনিবিলিটি এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশ বিষয়ে কর্মশালা
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে সাস্টেইনিবিলিটি এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশ বিষয়ে দুই দিনের একটি কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) এই কর্মশালার উদ্বোধন করা হয়। 

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক এবং পরিবেশগত সহনশীলতা নিশ্চিতকরণে টেকসই আর্থিক চর্চার বিষয়ে কর্মশালায় সমন্বিত ভিশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

জয়েন্ট ইমপ্যাক্ট মডেল (জেআইএম) ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ইস্টার্ন ব্যাংক, ইউকে ইন্টারন্যাশলান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) কৌশলগত পার্টনার হিসেবে আয়োজনে সহায়তা করে। এফসিডিও অর্থায়নকৃত ইম্প্যাক্ট প্রোগ্রামের অধীনে বিআইআই ওয়ার্কশপটির পৃষ্ঠপোষকতা করে।

বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী টেকসই উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সাস্টেইনিবিলিটি সংক্রান্ত তথ্য প্রকাশ (আইএফআরএস-এস১) এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশের (আইএফআরএস-এস২) ক্ষেত্রে প্রয়োজনীয় ট্যুলস প্রাপ্তিতে এ জাতীয় কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি সহযোগিতার ফলে এ জাতীয় ফলপ্রসূ প্রোগ্রাম আয়োজনের জন্য দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। টেকসই আর্থিক ইকোসিস্টেম তৈরিতে আমাদের সমন্বিত যাত্রার ক্ষেত্রে এই কর্মশালাটি আরেকটি মাইলফলক।’

সারা দেশ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিনিধিত্বকারী প্রায় দুইশ সিনিয়র কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। এর অন্যতম লক্ষ্য ছিল এসব কর্মকর্তার ব্যাপক ক্যাপাসিটি বিল্ডিং। 

কর্মশালায় যেসব মূল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়মনীতি অনুযায়ী সাস্টেইনিবিলিটি সংক্রান্ত প্রতিবেদন, অর্থায়নকৃত এমিশনের হিসাব এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক মূল্য সংযোজনবিষয়ক বিভিন্ন ইম্প্যাক্ট ম্যাট্রিক্সের পরিমাপ। জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে জেআইএম মডেল ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের বিশেষ ট্যুলকিট দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/সালমান/

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ‍্যানেল নিউজ ২৪। 

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে নিউজ ২৪।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন নিউজ ২৪-এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী ও ফাইয়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুসহ স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, ‘চ্যাম্পিয়ন টিমকে অনেক অনেক অভিনন্দন। শুধু চ্যাম্পিয়ন টিমই না, রানারআপসহ অংশ নেওয়া সব টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছে। আমরা করপোরেট জগৎ এবং মিডিয়া ইন্ডাস্ট্রি, সবাই মিলেই যে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি এবং আমরা সুখে-দুঃখে-আনন্দে একে অপরের পাশেই আছি, তা আবারও প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে। আমার জন্য আনন্দটা আরও বেশি, কারণ সবার একসঙ্গে হওয়ার উপলক্ষটা মিডিয়াকম তৈরি করে দিয়েছে।’ 

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী করপোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম, রেডিও-সহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট ৬৭টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিজ্ঞপ্তি/সালমান/

মিডল্যান্ড ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৪৬ পিএম
মিডল্যান্ড ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

জনসাধারণের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারী) ঢাকার গুলশানে অবস্থিত লেকশর হোটেলে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক অ্যাজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানের সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠার প্রান-অরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী অ্যাজেন্ট ব্যাংকিং সম্মেলনে উপস্থিত ছিলেন এবং মোটিভেশনাল স্পিচ দেন।

এছাড়া ব্যাংকের ১৪০ টি অ্যাজেন্ট ব্যাংকিং সেন্টারের অ্যাজেন্ট এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত অ্যাজেন্টদের মধ্যে থেকে বেশ কয়েকজন অ্যাজেন্ট শুভেচ্ছা বক্তব্যসহ অ্যাজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য খন্দকার তৌফিক হোসেন, হেড অব ইনটারন্যাশনাল অ্যান্ড এনআরবি ডিভিশন, নাজমুল হুদা সরকার, সিটিও এন্ড হেড অব আইটি ডিভিশন, মো. রাশেদ আকতার, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন, ইমরান আল হাবিব, হেড অব অ্যাজেন্ট ব্যাংকিং ডিভিশন। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, অ্যাজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে মিডল্যান্ড ব্যাংক অ্যাজেন্ট ব্যাংকিং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।

অ্যাজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৫ এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।

২০১৭ সালের ২৩ জানুয়ারী নারায়নগঞ্জের রুপগঞ্জের তারাব ইউনিয়নে অ্যাজেন্ট ব্যাংকিং সেন্টার এর আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে অ্যাজেন্ট ব্যাংকিং কাযক্রম শুরু করে মিডল্যান্ড ব্যাংক। বর্তমানে দেশের ২৯ জেলার ৭১ উপজেলায় ১৪০টি অ্যাজেন্ট ব্যাংকিং সেন্টার রয়েছে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

যমুনা ব্যাংকের 'যমুনা ব্যাংক শর্ট নোট' উদ্বোধন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
যমুনা ব্যাংকের 'যমুনা ব্যাংক শর্ট নোট' উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা ব্যাংক শর্ট নোট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। 

ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত অন্যান্য পরিচালকদরে সঙ্গে নিয়ে এর উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের সকল বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা। 

যমুনা ব্যাংক শর্ট নোট একটি মানি মার্কেট ঋণপত্র, যার মেয়াদ ৯১, ১৮২ এবং ৩৬৪ দিন। এটি বিভিন্ন মেয়াদী আকর্ষণীয় মুনাফা দিবে। যা বিনিয়োগকারীদের জন্য সর্বোত্তম রিটার্ন নিশ্চিত করবে। 

এ সময় যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সর্বোচ্চ মুনাফা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। পণ্যটির মধ্যে সর্বোচ্চ মুনাফার হার, আংশিক ও আগাম নগদায়ন সুবিধা এবং স্বয়ংক্রিয় ভাবে নবায়নের সুবিধা রয়েছে। এই নতুন আর্থিক পণ্যটি ব্যক্তিগত, করপোরেট এবং প্রবাসী গ্রাহকদের জন্য নিরাপদ এবং সহজে বিনিয়োগের সুযোগ দিবে।

বিজ্ঞপ্তি/মেহেদী/