ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় নয়টি ক্যাটাগরিতে ২৫টি পিভিএইচ সাপ্লাই চেইন কারখানাকে থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড প্রদান করেছে আন্তর্জাতিক সহযোগী সংস্থা ইউএসআইডি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পোশাক খাতে নারী কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিভিএইচ বাংলাদেশের সিনিয়র পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার নাজীব সাঈদ এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএআইডির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাজ্জাদ কামাল, পিভিএইচ করপোরেশনের করপোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন।
আরও উপস্থিত ছিলেন পিভিএইচ সাপ্লাই চেইন কারখানা, কেয়ার বাংলাদেশ এবং সহযোগী সংস্থার সিনিয়র কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/