ঢাকা ১২ মাঘ ১৪৩১, রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
English
রোববার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

দেশের বাজারে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
দেশের বাজারে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ
ছবি: বিজ্ঞপ্তি

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ারড এলওকিউ (83DV00K2LK) গেমিং ল্যাপটপ। গেমিংয়ে দারুণ অভিজ্ঞতা দিতে এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে এআই পাওয়ার।

১৪তম জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ইন্টেল কোর আই সেভেন ৩.৯ - ৫.৫ গিগাহার্জ বিশিষ্ট - ১৪৭০০এইচএক্স প্রসেসর, ১৬ জিবি ডিডিআরফাইভ ৫৬০০ মেগাহার্জ র‍্যাম এবং ১ টেরাবাইট জেন ৪ এসএসডি ও এক্সট্রা এসএসডি স্লট যা নিরবিচ্ছিন্ন গতি ও পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। 

১৪৪ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১০০% এসআরজিবি কালার, এন্টি গ্লেয়ার এবং চোখকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার।

গ্রাফিক্স কার্ড হিসেবে ল্যাপটপটিতে এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ ৮ জিবি জিডিডিআর-সিক্স ব্যবহার করা হয়েছে যা জি-সিঙ্ক প্রযুক্তি সমর্থন করে। উন্নত কর্মক্ষমতার জন্য জিপিইউ তে ২৩৩ এআই টপস ব্যবহার করা হয়েছে যা গেমিং এবং গ্রাফিক্স এর কর্মক্ষমতায় নতুন এক মাত্রা যোগ করবে। 

এ ছাড়াও এ ল্যাপটপে রয়েছে এআই চিপ: এলএ১, নাহিমিক অডিও, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটারযুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফোর-জোন আরজিবি ব্যাকলিট কীবোর্ডসহ আরও নানা ফিচার।

অফিসিয়াল উইন্ডোজ ১১ হোম সংস্করণের সঙ্গে নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধুলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। 

উচ্চগতির নেটওয়ার্কের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্টের সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি ও দেওয়া হয়েছে ২৩০ ওয়াটের স্লিম টিপ অ্যাডাপ্টার। যা পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।

দুই বছরের ওয়ারেন্টি সুবিধাসহ এক লাখ ৯০ হাজার টাকা দামের লেনোভো এই এলওকিউ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসির ওয়েবসাইট, সব ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

বিজ্ঞপ্তি/নাবিল/এমএ/মেহেদী

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম
মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. -এর শাখা ও উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের- এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) গুলশানে অবস্থিত হোটেল আমারী ঢাকা এর বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমূহের প্রধানরা, শাখা ও উপ-শাখার ম্যানেজাররা এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কো. লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫-এর শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ এর প্রধান মো. জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানরা, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারি বিভাগের প্রধানরা সম্মেলনে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

ব্যাংকের আর্ন্তজাতিক ও এনঅরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হেসেন  সম্মেলনে এনঅরবি বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন-এর প্রধান মো. রাশেদ আক্তার, এরিয়া হেডবৃন্দ, ক্লাস্টার হেডবৃন্দ, শাখা ও উপ-শাখা ম্যানেজারবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং উইন্ডো-এর প্রধানবৃন্দ বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

সভায় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন-এর ২০২৪ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর পর্যালোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমুহ মেনে চলা, সম্পদের গুনগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রির্টান ডেলিভারি করা সহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষ নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান।

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫-এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।

বিজ্ঞপ্তি/এমএ/

 

উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, শিক্ষা মন্ত্রনালয়) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

সমাবর্তনে বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা এবং ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। 

সমাবর্তনে উপস্থিত সব অতিথিদের ধন্যবাদ জানান ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিল, মূল্যবোধ এবং ভাষা অর্জনের তাগিদ দিয়ে ড. এম আমিনুল ইসলাম বলেন, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভবিষ্যত নেতৃত্ব গঠনে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করবে।

নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি বা পরিবারের সমৃদ্ধির জন্য নয় বরং দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে হবে আপনাদের।

পরিবার ও শিক্ষকদের কাছ থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশমাতৃকার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সমাবর্তে বক্তা প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, প্রচুর অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা থাকলে কর্মক্ষেত্রে সফলতা আসবেই।

এ সময় ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আপনারা আগামী দিনে এ বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতিনিধিত্ব করবেন। তাই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে ৩৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২ জন শিক্ষার্থীকে চ্যান্সলর স্বর্ণপদক ও ৩৫ জনকে ট্রাস্টি, ভিসি, ও ডীন পদক দেওয়া হয়।

উত্তরা ইউনিভার্সিটির ৯ম সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।

পরে বাংলাদেশের জনপ্রিয় পপ সংগীত ব্যান্ড ‘ওয়ারফেজ’ এর মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে উত্তরা উনিভার্সিটির ৯ম সমাবর্তনের সমাপ্তি হয়।

বিজ্ঞপ্তি/মেহেদী/

 

টাঙ্গাইলে ওয়াল্টন উইনটার কাপ গলফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
টাঙ্গাইলে ওয়াল্টন উইনটার কাপ গলফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

টাঙ্গাইলে তিন দিনব্যাপী অষ্টম ওয়াল্টন উইনটার কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে  শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ওয়াল্টনের ক্রীড়া উপদেষ্টা ইকবাল বিন আনোয়ার (ডন) সমাপনী খেলা উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া  মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

টুর্নামেন্টে শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের গলফ ক্লাবে ঘাটাইল অঞ্চল ছাড়াও দেশের সব গলফ ক্লাবের প্রায় ৭০ জন গলফার অংশগ্রহণ করছেন।

গত ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৫ জানুয়ারি শেষ হল। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। 

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/সুমন/

সাউথইস্ট ব্যাংক প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নলেজ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
সাউথইস্ট ব্যাংক প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নলেজ প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত
ছবি : বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক “সাউথইস্ট ব্যাংক প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নলেজ, ক্রস সেলিং টেকনিকস অ্যান্ড এফেক্টিভ মার্কেটিং স্ট্রাটেজি” এর 
ওপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে একদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজিত হয়। 

কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং প্রোডাক্ট বা আর্থিক পণ্য ও সেবাসমূহ, যেমন সঞ্চয়ী হিসাব, ঋণ সুবিধা, বিনিযয়োগের সুযোগ, রিটেইল ও ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা লাভ এবং আধুনিক কৌশলগত মার্কেটিং দক্ষতা উন্নয়ন এবং ক্রস সেলিং টেকনিক বিষয়ে তাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।

কর্মশালার বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ব্যাংকের অভিজ্ঞ ও দক্ষ নির্বাহী কর্মকর্তারা। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালযয়ের সিনিয়র লেকচারার ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার জনাব ওমর নাসির আব্দুল্লাহ তার অভিজ্ঞতা ও জ্ঞানের
মাধ্যমে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণধারণা ও দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ব্যাংকের ব্যবসায়িক পরিধি বৃদ্ধিতে ব্যাংকিং প্রোডাক্ট ও 
বিভিন্ন সেবা সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান অর্জনের গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, সর্বোচ্চ পেশাগত আচরণ অনুশীলন, কৌশলগত ব্র্যান্ড মার্কেটিং এবং ক্রস সেলিং কেবলমাত্র ব্যাংকের সাফল্য নিশ্চিত করবে না, বরং গ্রাহকসেবার মানকে আরও উন্নত করবে।

এই কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় এবং বিভিন্নশাখা থেকে মোট ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত
রাখবে।

জোবাইদা/

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 'বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 'বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড 'বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫' আয়োজন করেছে। 

গত ২২ ও ২৩ জানুয়ারি কক্সবাজারের লং বিচ হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনে এ বছর থিম ছিল 'দ্যা রাইজিং'।

সম্মেলনে উপস্থিত ছিলেন- কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তারা।

দুই দিনের ইভেন্টের প্রধান আকর্ষণ ছিল গত বছরের পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার প্রদান। 

মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞপ্তি/মেহেদী/