ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের সম্মেলন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের সম্মেলন
ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সব অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং সব বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের  চেয়ারম্যান মনজুরুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।

ব্যাংকিং নীতিমালার যেন কোন ধরণের ব্যত্যয় না ঘটে এ দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সবাইকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

অনুষ্ঠানে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তি/নাবিল/

এসটিএস ক্রেনে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ আরএসজিটির

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
এসটিএস ক্রেনে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ আরএসজিটির
চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের গাওলাংগাং বাণিজ্যিক অঞ্চলের সানি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি মালিকানাধীন কন্টেইনার টার্মিনাল, আরএসজিটি চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেনে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। সম্প্রতি ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)-এ ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পর আবার এই বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।

নতুন এসটিএস ক্রেনগুলো ২০২৬ সালের শুরুর দিকে স্থাপন করা হবে এবং এর মাধ্যমে আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুয়িভ্যালেন্ট ইউনিট) থেকে ৬ লাখ টিইইউ-তে বর্ধিত করবে যা এর পরিচালনার দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং লজিস্টিক খরচ কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিটি সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের গাওলাংগাং বাণিজ্যিক অঞ্চলের সানি ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেকানিক্যাল ম্যানেজার আলতাফুল আজম, প্রকৌশল বিভাগের প্রধান (আরএসজিটি চট্টগ্রাম) ফেরদৌস রহমান, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রধান (আরএসজিটি জেদ্দা) কোয়ান হি. হান, আরএসজিটি চট্টগ্রাম সিইও অ্যারউইন হেইজ, সানি-এর জেনারেল ম্যানেজার চেন জিং, বিদেশি বিক্রয় বিভাগের জিএম ট্যাং ওয়েইবিন, গবেষণা ও উন্নয়ন বিভাগের ভাইস ডিন এলভি গুওজেন, মেনা-এর ডেপুটি জিএম টং লিচাও।

আরএসজিটি বাংলাদেশের সিইও অ্যারউইন হেইজ বলেন, ‘সম্প্রতি ১৪টি আরটিজি ক্রেন-এ বিনিয়োগের পর, নতুন এসটিএস ক্রেনে বিনিয়োগ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি যেমন অপারেশনাল দক্ষতা বাড়াবে, একইসঙ্গে বাণিজ্যে সাপ্লাই চেইনের খরচ কমাবে।’

বিজ্ঞপ্তি/এমএ/

ইন্টিগ্রিটি ডে-তে ‘সাস্টেইনিং ইন্টিগ্রিটি ফর এ রেসিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক আলোচনা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম
ইন্টিগ্রিটি ডে-তে ‘সাস্টেইনিং ইন্টিগ্রিটি ফর এ রেসিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক আলোচনা
ছবি: বিজ্ঞপ্তি

জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ‘সাস্টেইনিং ইন্টিগ্রিটি ফর এ রেসিলিয়েন্ট ফিউচার’ প্রতিপাদ্যের অধীনে বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের তৃতীয় ইন্টিগ্রিটি ডে উদযাপন করে। এই প্রতিপাদ্যের লক্ষ্য হলো অর্থপূর্ণ সংলাপ পরিচালনা করা, উদ্ভাবনী সমাধানের উৎসাহ দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের উদ্যোগকে এগিয়ে নেওয়া। পাশাপাশি সততা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করা।

অনুষ্ঠানে স্থিতিস্থাপক সংস্থা ও সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সততা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয় এবং বেসরকারি খাতে সততা এবং নৈতিক আচরণের জন্য সাংগঠনিক সর্বোত্তম অনুশীলনগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করা হয়।

২০২৫ সালের শুদ্ধাচার দিবসের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান, এসিআই লজিস্টিকস (স্বপ্ন) এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির, জাতিসংঘের ইউএনওডিসি এর জাতীয় প্রোগ্রাম সমন্বয়কারী এস.এম. নাহিয়ান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্তিক আহমেদ শাহ উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ইন্টিগ্রিটি ডে-তে দুটি অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘প্রতিটি স্তরে সততা - কর্মীদের নীতিবান নেতা হওয়ার ক্ষমতায়ন করা’ শীর্ষক আলোচনায় জুনক্স কনসাল্টিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার জুলফিকার হায়দার, উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটির প্রধান এবিএম ফকরুল আলম এবং ডিবিএল গ্রুপের সাসটেইনেবিলিটির সিনিয়র ম্যানেজার মাশুক এম. চৌধুরী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা আলোচনা করেছিলেন যে কীভাবে বেসরকারি সংস্থা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে পারে যেখানে প্রতিটি কর্মী নৈতিক আচরণ এবং সততার মালিকানা গ্রহণ করে। ‘করপোরেট ইন্টিগ্রিটির ভবিষ্যত: পরিবর্তনশীল বিশ্বে শাসনব্যবস্থা গ্রহণ’ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনায় আইডিএলসি ফাইন্যান্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আফরিন হুদা, রয়েল ডেনিশ দূতাবাস বাংলাদেশের সাসটেইনেবিলিটি এবং ভ্যালু চেইন উপদেষ্টা আলী আসরাফ খান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাসনুভা শেলি উপস্থিত ছিলেন।

আলোচনায় উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির মধ্যেও কীভাবে সংস্থাগুলি ভবিষ্যত-প্রমাণ প্রশাসন কাঠামোকে সততা বজায় রাখতে পারে তা নিয়ে আলোকপাত করা হয়েছিল।

জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস জামান সমাপনী বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জরুরি যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ, দুর্নীতিবিরোধী যৌথ পদক্ষেপ (এসি সিএ) নামক তার উদ্যোগের মাধ্যমে, আরও স্থিতিশীল ভবিষ্যতের দিকে কৌশল এবং পদ্ধতিগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বেসরকারি খাত, নাগরিক সমাজ এবং সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

মিডল্যান্ড ব্যাংকের গাজীপুর শাখার উদ্বোধন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
মিডল্যান্ড ব্যাংকের গাজীপুর শাখার উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসির গাজীপুর শাখা উদ্বোধন করেছে। এই শাখার ঠিকানা- স্মার্ট প্লাজা, হোল্ডিং ​​নং: ১৫৪/১, জয়দেবপুর বাজার রোড, ওয়ার্ড নং: ২৬, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সদর, জেলা: গাজীপুর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান।

এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান,রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার ও গাজীপুর শাখার শাখা ব্যবস্থাপক মো.আবদুল্লাহসহ গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান, সাধারণ সেবা বিভাগের প্রধান, এরিয়া প্রধান, ব্যাংকের ক্লাস্টার প্রধান।

বক্তব্যে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য অনুরোধ করেন।

এসময় তিনি গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানে শাখা কর্মকর্তাদের তৎপরতা কামনা করেন।

এ ছাড়া ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মিডল্যান্ড অনলাইন’
ব্যবহার করতে গ্রাহকদের অনুরোধ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশাদুল আনোয়ার।

প্রিন্স রাহিম আল-হুসেনি আগা খান পঞ্চম-এর অভিষেক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
প্রিন্স রাহিম আল-হুসেনি আগা খান পঞ্চম-এর অভিষেক
প্রিন্স রাহিম আল-হুসেনি আগা খান পঞ্চম। ছবি: বিজ্ঞপ্তি

প্রিন্স রাহিম আল-হুসেনি আগা খান পঞ্চম এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্বব্যাপী শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতাদের স্বাগত জানিয়েছেন তিনি। পর্তুগালের লিসবনে অবস্থিত দিওয়ান অব দি ইসমাইলি ইমামাতে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০তম উত্তরাধিকারী ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের শপথ নেন। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা তাদের জামাতখানায় (সমাবেশের স্থান) সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করেন।

তার ভাষণে আখা খান পঞ্চম তার প্রয়াত পিতা প্রিন্স করিম আখা খান চতুর্থকে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি পর্তুগাল ও মিসরের সরকারগুলোকেও তার পিতার অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া ও কবরস্থানের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থাপনা করার জন্য ধন্যবাদ জানান।

এটি ছিল আখা খান পঞ্চম এর জন্য আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের কাছে প্রথম ভাষণ দেওয়ার সুযোগ। তার প্রারম্ভিক ভাষণে তিনি তার জীবনকে ইসমাইলি জামাতের আধ্যাত্মিক এবং ভৌত কল্যাণের জন্য নিবেদিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতিগুলি, দুনিয়া এবং আধ্যাত্মিক বিষয়ে সঠিক সমতা বজায় রাখার গুরুত্ব এবং ধর্মীয় অনুশীলনের নিয়মিত অনুশীলনের কথা বলেন। তার বার্তা শান্তি, সহিষ্ণুতা, অন্তর্ভুক্তি এবং অভাবী মানুষদের সাহায্য করার জন্য বৈশ্বিক ধারণাগুলির ওপর ভিত্তি করে ছিল। 
তিনি বলেন, তিনি চান তার সম্প্রদায় যাতে যেসব দেশে বাস করে সেখানে দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হয় এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক দৃষ্টিভঙ্গিতে উদাহরণ স্থাপন করতে তাদের উদ্বুদ্ধ করেন।

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার পর, মহামান্য প্রিন্স রাহিম আগা খান স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিবর্তনের জন্য একটি সঠিক গতি নির্ধারণের প্রতিশ্রুতি দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, তার পিতার মতো, সরকার এবং অংশীদারদের সঙ্গে শান্তি, স্থিতিশীলতা এবং সুযোগের জন্য বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন মেহেদী হাসান মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ইসলাম বলেন, মিরাজের একাডেমিক ও ক্রীড়া জীবনের প্রতি তার নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা তার শিক্ষাজীবন ও খেলাধুলার মধ্যে সফল ভারসাম্য রক্ষার জন্য শুভকামনা জানাই। আমি আশা করি তিনি খেলাধুলার মত পড়াশোনাতেও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে ওঠবেন।

মেহেদী হাসান মিরাজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শিক্ষা সবসময়ই আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি সাউথইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত।’

বিজ্ঞপ্তি/মাহফুজ