ঢাকা ২৯ মাঘ ১৪৩১, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
English
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ এএম
ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। 

তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এ প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. এ কে এম জাফর উল্লাহ, অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানাসহ প্রশিক্ষণে আসা দুজন শিক্ষক।

বর্তমানে দেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। 

তবে এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এ চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইনস্টিটিউট দেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ নিয়ে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। 

বিজ্ঞপ্তি/পপি/

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। 

এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সকল ধরনের আর্থিক লেনদেন করতে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে।

প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি সাজিদ রহমান এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গ্রাহকদের অধিক নিরাপত্তার নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকরা প্রাইমপে-এর মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবে।

প্রাইমপে-এর মাধ্যমে গ্রহকরা নিরবচ্ছিনভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারে। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যহবার করা হয়েছে এবং যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহারের করতে পারে গ্রাহকরা।

বিজ্ঞপ্তি/মাহফুজ

SPORTSFEST-এর বৃহৎ ক্রীড়া উৎসব ‘উল্লাস’ শুরু ১৩ ফেব্রুয়ারি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
SPORTSFEST-এর বৃহৎ ক্রীড়া উৎসব ‘উল্লাস’ শুরু ১৩ ফেব্রুয়ারি
ছবি: বিজ্ঞপ্তি

SPORTSFEST-এর বৃহৎ ক্রীড়া উৎসব ‘উল্লাস’ ২০২৫ শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে গুলশান ইয়ুথ ক্লাব মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রতিযোগিতামূলক এই ক্রীড়া উৎসবে ১১টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- Arm Wrestling, 100 Ball Cricket, Badminton, Basketball, Chess, Football, Golf, 8 Ball Pool, Snooker, Table Tennis, Tennis. যেখানে ২১টি সম্মানিত ক্লাবের প্রায় 750 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী ক্লাবসমূহের তালিকা:

🔹 All Community Club🔹 American Club🔹 BAGHA Club🔹 Banani Club🔹 Baridhara Cosmopolitan Club🔹 Baridhara Diplomatic Enclave Club🔹 Cadet College Club🔹 Club Shaheen Ltd.🔹 Dhaka Boat Club🔹 Dhaka Club🔹 Gregorian Club Ltd.🔹 Gulshan Club Ltd.🔹 International Recreation Club🔹 Kurmitola Golf Club🔹 Narayangonj Club🔹 Nordic Club🔹 Sylhet Club🔹 Uttara Club
🔹 হোস্ট ক্লাব: Gulshan Youth Club Ltd.

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব এর সভাপতি হুমায়ূন কবীর, সেক্রেটারি জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও হেড অব কো অর্ডিনেশন মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ক্লাবের কায নির্বাহী কামিটির ও উল্লাস অরগানাইজিং কমিটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন- গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা মো. সফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম।

আমাদের এই বৃহৎ আয়োজন সফল করতে পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পৃষ্ঠপোষকদের প্রতি। SPORTSFEST ‘উল্লাস’ ২০২৫ এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ:

🔹 প্লাটিনাম স্পনসর: Modhumoti Bank
🔹 গোল্ড স্পনসর: Orion
🔹 সিলভার স্পনসর: Partex Group
🔹 ভেন্যু পার্টনার (স্নুকার): Banani Club
🔹 মিডিয়া পার্টনার: T-Sports
🔹 টি-শার্ট পার্টনার: West Knitwear Ltd.
🔹 বেভারেজ পার্টনার: Mum
🔹 আইসক্রিম পার্টনার: Dhaka Ice Cream, 
🔹 স্ন্যাকস পার্টনার: Ifaad
🔹 মেডিকেল পার্টনার: Labaid.

আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের সকল স্পনসরদের, যারা খেলাধুলার প্রসারে এগিয়ে এসেছেন এবং SPORTSFEST ‘উল্লাস’২০২৫  আয়োজনে আমাদের পাশে থেকেছেন। গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড বিশ্বাস করে, এই ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। বিজ্ঞপ্তি

ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করেছে। 

ক্লাবের মোট ৩১৪ জন প্রতিযোগী ১৫৭টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। মোট ২৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ই অংশগ্রহণ করে।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে অবস্থিত ডি বক্স স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

মোট চারটি ক্যাটাগরিতে ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: বিজ্ঞপ্তি

আনন্দমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শিশুদের শিক্ষায় অনন্য বিদ্যাপীঠ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে। 

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) ছাত্রছাত্রীরা। 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.), প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার প্রমুখ।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। প্রতিযোগিতা পর্বে শিশু শিক্ষার্থীদের পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে মুগ্ধ করে উপস্থিত সবাইকে। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ডিয়াবাড়ি ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটিকে করে তোলে আরও বেশি আনন্দমুখর।

বিজ্ঞপ্তি/সালমান/

আইইউবিএটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
আইইউবিএটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৮ম সমাবর্তনের আয়োজন করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করা হয়।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর  ১ হাজার ৪১২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে এমবিএ, বিবিএ, কৃষি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজ্ম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং এবং ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি দেওয়া হয়। যা তাদের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রিয়ানা আজাদ (বিসিএসই) ও সঙ্গিত হাসান নয়নকে (বিএটিএইচএম) অসাধারণ অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য মিয়ান আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়। 

রিয়ানা আজাদ স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমুল্লাহ মিয়ান পুরস্কার লাভ করেন।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি তার সভাপতির ভাষণে আইইউবিএটির গবেষণা, বৈশ্বিক র‍্যাঙ্কিং এবং টেকসই শিক্ষা কার্যক্রম ও জ্ঞান-ভিত্তিক এলাকা উন্নয়ন (KBAD) কর্মসূচির প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষাক্ষেত্রে পরিবেশগত অনুশিলন সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি তার দপ্তরের পরিবেশ রক্ষায় ছয় মাসের সাফল্য তুলে ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সচেতন গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানান।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অধ্যাপক ট্যামসিন ব্র্যাডলি।

তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং আইইউবিএটি ও ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের মধ্যে চলমান সহযোগিতা প্রশংসা করেন, যা দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার বিনিময়কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং সমাপনি বক্তব্যে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত, আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ। এটি প্রতিষ্ঠা করেন অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ান। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর প্রাক্তন পরিচালক এবং একজন খ্যাতনামা শিক্ষাবিদ ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে আইইউবিএটি একাডেমিক উৎকর্ষতা ও গবেষণার ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ বৈশ্বিক র‍্যাঙ্কিং অর্জন করেছে।

বিজ্ঞপ্তি/মেহেদী/