ঢাকা ৩ ফাল্গুন ১৪৩১, রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

শরিয়া পরিপালনকে অগ্রাধিকার আইএফআইপিএলসির

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
শরিয়া পরিপালনকে অগ্রাধিকার আইএফআইপিএলসির

সম্মানজনক জীবনের জন্য সম্মানজনক জীবিকার কোনো বিকল্প নেই। পবিত্র কুরআন ও হাদিসে বৈধ উপায়ে বেচা-কেনা এবং সম্পদ উপার্জনের কথা বলা হয়েছে। বৈধ এবং হালাল পথে সম্পদ উপার্জনকে ইসলাম ইবাদত হিসেবে গণ্য করেছে। সমাজে সুদমুক্ত লেনদেন ও বিনিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের কয়েকজন কর্মনিষ্ঠ শিল্পপতি ও সমাজকর্মীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সর্বপ্রথম শরিয়া্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি)। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে আইএফআইপিএলসি ১২ এপ্রিল, ২০০১ সালে যাত্রা শুরু করে। চলতি বছর অগ্রযাত্রার ২৫ বছর পূর্তি করছে প্রতিষ্ঠানটি। 

আইএফআইপিএলসির অঙ্গীকার হচ্ছে দেশে সুদবিহীন আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখা। প্রতিষ্ঠালগ্ন থেকে উন্নত গ্রাহক সেবা, সততা, একাগ্রতা ও ব্যবসায়িক সাফল্যে স্বল্প সময়ে আর্থিক খাতে সর্বপ্রথম আন্তজার্তিক আইএসও সনদ লাভ করে আইএফআইপিএলসি। স্বল্প সময়ে বিনিয়োগের নিশ্চয়তা, আমানতের বিপরীতে আকর্ষণীয় মুনাফা ও গ্রাহকের আস্থার ফলে ক্রমাম্বয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে আইএফআইপিএলসি। 

প্রতিষ্ঠানটির প্রধান বৈশিষ্টসমূহ হলো সম্পূর্ণ কুরআন ও হাদীস অনুমোদিত আমানত ও বিনিয়োগ সেবার নিশ্চয়তা, আমানত ও বিনিয়োগসহ সকল কার্যক্রম শরিয়া্ সুপারভাইজারী কমিটি দ্বারা অনুমোদিত, মজবুত আর্থিক ভিত্তি, অভিজ্ঞ পরিচালক মণ্ডলী ও সুদক্ষ ব্যবস্থাপনা। 

প্রতিষ্ঠালগ্ন থেকেই সব শ্রেণি-পেশার মানুষ আইএফআইপিএলসিতে মুদারাবা পদ্ধতিতে আমানত সঞ্চয়ের মাধ্যমে সুদবিহীন মুনাফা লাভ করে উপকৃত হচ্ছে। একইসঙ্গে শরীয়াহ্সম্মত বিভিন্ন পদ্ধতিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ পরিসরে শিল্প-বাণিজ্যের প্রায় সকল খাতে বিনিয়োগ গ্রহণ করে নিজেদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করেছেন। 

দেশের বিশিষ্ট আলেম ও শরিয়া্ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আইএফআইপিএলসির একটি কার্যকর শরিয়া্ বোর্ড রয়েছে। আইএফআইপিএলসি সেন্ট্রাল শরিয়া্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সদস্য। প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনে শরিয়া্ বোর্ডের পরামর্শ ও দিকনির্দেশনা বাস্তবায়নে আইএফআইপিএলসি বদ্ধপরিকর। 

আজকের সঞ্চয় আগামীর সম্বল। প্রতিমাসে অল্প অল্প অর্থ জমা করে গড়ে তুলতে পারেন উল্লেখযোগ্য সঞ্চয়। যা দিতে পারে আপনার ও আপনার পরিবারের ভাবনামুক্ত ভবিষ্যত। আপনার ও আপনার পরিবারের ভবিষ্যত স্বচ্ছলতা ও আর্থিক নিরাপত্তার জন্য আইএফআইপিএলসিতে চালু রয়েছে জনপ্রিয় সব আকর্ষনীয় সঞ্চয় স্কিম। যেমন, মুদারাবা আসান ডিপোজিট স্কিম (সঞ্চয় করুন, যখন যেমন খুশি), মুদারাবা পেনশন ডিপোজিট স্কিম, মুদারাবা হজ্জ ডিপোজিট স্কিম, মুদারাবা ক্যাশ ওয়াক্ফ স্কিম, মুদারাবা ‘মুহ্সিনাত’ (মহিয়সী নারী), মুদারাবা ‘আত্ফাল’ (স্কুল ব্যাংকিং), মুদারাবা-‘আশ্-শিফা’ (বেসিক হেলথ্ চেক-আপ ফ্যাসিলিটি), মুদারাবা মেয়াদি আমানত, মুদারাবা মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম, মুদারাবা কোটিপতি ডিপোজিট স্কিম, মুদারাবা দ্বিগুন, তিনগুন স্কিম। 

আইএফআইপিএলসি শরিয়া্ সম্মত পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগ পদ্ধতিগুলো হলো হায়ার পারচেজ শিরকাতুল মিল্ক বা মালিকানায় অংশীদারিত্বের ভিত্তিতে ক্রয় করে ভাড়া প্রদানের মাধ্যমে মালিকানা হস্তান্তর (এইচপিএসএম), ইজারা বা ভাড়া (লিজ), ‘লিন্নিসা’ (নারী উদ্যোক্তাগণের জন্য), ‘ইস্তিসমার’ (ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ), রাহা (সহজ বিনিয়োগ), এসএমই বিনিয়োগ, সিলা উল ইসতিহ্লাক এবং ‘লিত্ তাবীব’ বা চিকিৎসা সেবায় বিনিয়োগ। 

সাফল্য হিসেবে অল্প সময়ের মধ্যে গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি পেয়েছে সরকারি স্বীকৃতিও। ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ষসেরা ‘উৎপাদনশীল খাত উদ্যোক্তাবান্ধব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান’ এর পুরস্কার অর্জন করেছে আইএফআইপিএলসি। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে আইএফআইপিএলসি কে ‘বেস্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট বডি বাংলাদেশ ২০২০’ হিসেবে পুরস্কৃত করেছে ব্যবসা-বানিজ্য সংক্রান্ত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড-যুক্তরাজ্য’। আইএফআইপিএলসি '‘ফাইন্যান্স কোম্পানি অব দ্য ইয়ার-বাংলাদেশ ২০১৯’ ক্যাটাগরিতে ‘এশিয়ান ব্যাংকিং এন্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০১৯ সিঙ্গাপুর’ পুরস্কার অর্জন করেছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ‘সবচেয়ে উদ্ভাবনী শরিয়া্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান-বাংলাদেশ’ ক্যাটাগরিতে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এওয়ার্ড ২০১৮ ইউকে’ পুরস্কার অর্জন করে।  

বর্তমানে দেশব্যাপী মোট ৭টি শাখার মাধ্যমে আইএফআইপিএলসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনার আর্থিক দিগন্তের বিস্তৃতি সাধনে উন্নত গ্রাহক সেবা, আমানতের বিপরীতে আকর্ষণীয় মুনাফা ও স্বল্পতম সময়ে বিনিয়োগের নিশ্চয়তা নিয়ে আইএফআইপিএলসি এখন আপনার দোরগোড়ায়।

বিজ্ঞপ্তি/মাহফুজ

সাউথইস্ট ব্যাংক এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমঝোতা স্বাক্ষর

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
সাউথইস্ট ব্যাংক এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমঝোতা স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এর মাধ্যমে ব্যাংকিং সেবা যেমন- পে-রোল ব্যাংকিং সার্ভিস, করপোরেট পেমেন্ট মডিউল এবং অন্যান্য আর্থিক সমাধান দেওয়া হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির. ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ আব্দুর রফিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায় সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এখন থেকে সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা নিতে পারবে।

এ ছাড়া করপোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

এ উপলক্ষে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা করপোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান দেবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরো দক্ষ করার প্রতিশ্রুতির প্রতিফলন করবে। আমরা দীর্ঘমেয়াদী ও সফল একটি অংশীদারিত্বের প্রত্যাশা করি।

এ সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

চট্টগ্রামে মাইক্লো বাংলাদেশের যাত্রা শুরু

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
চট্টগ্রামে মাইক্লো বাংলাদেশের যাত্রা শুরু
ছবি: বিজ্ঞপ্তি

চট্টগ্রামে পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে ‘মাইক্লো বাংলাদেশ’-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ এই শোরুমটি উদ্বোধন করেন।

দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র এক বছরে বাংলাদেশে ১৩টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘মাইক্লো বাংলাদেশে রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি তারা ভবিষ্যতেও কোয়ালিটির সঙ্গে আপোস করবে না। মাইক্লোর জন্য সব সময় শুভ কামনা।’

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, ‘মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড, যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়। বাংলাদেশে বহুল প্রত্যাশিত পোশাক ব্র্যান্ড মাইক্লোর চট্রগ্রাম শাখার উদ্বোধন উদযাপনে আমরা একত্রিত হয়েছি।’

তিনি বলেন, ‘এ উদযাপনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। চট্টগ্রামে এটি আমাদের প্রথম স্টোর। খুব শিগগিরই আমাদের বিভিন্ন লোকেশনে আরও কয়েকটি স্টোর চালুর পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি দাম, মান ও চাহিদা বিবেচনায় দৈনন্দিন জীবনে সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয়, বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে মাইক্লো ব্যান্ড।’

আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান মাইক্লোর মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এ এইচ এম আরিফুল কবির।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা।’

মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, 'মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক ও পরিবেশবান্ধব পোশাক সরবারাহ চালিয়ে যেতে পেরে আনন্দিত।’

নতুন এই শোরুমটি উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।
 
বিজ্ঞপ্তি/সুমন/

দ্বিতীয় দিনে ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
দ্বিতীয় দিনে ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় গুলশান-১, ঢাকায় বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগে সংযুক্ত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি ড. মো. আনোয়ার হোসেন মোল্লা ও প্রফেসর এ. এন. এম. রশীদ আহমাদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমদ তার বক্তব্যে অংশগ্রহণকারী সব শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ‘ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা ও ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে ইউনিয়ন ব্যাংক যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক তা যথোপযুক্তভাবে তুলে ধরতে হবে। আরও বেশী গ্রাহক বান্ধব সেবা দিয়ে পূর্ণ আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানকে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।’

এ ছাড়া সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় ও চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনে শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

লক্ষ্মীপুরে সনি-স্মার্ট ও আইকেয়ারের বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
লক্ষ্মীপুরে সনি-স্মার্ট ও আইকেয়ারের বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প
ছবি: বিজ্ঞপ্তি

‘দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের। ঝকঝকে দেখুন, সনি-স্মার্টের সাথে’- এই উপজীব্যে দুদিনব্যাপি চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি বা আই কেয়ার ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে স্মার্ট ফাউন্ডেশন।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জের নরিমপুরে অবস্থিত স্মার্ট একাডেমিতে মিলবে এ সেবা।

বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠান সনির আনুষ্ঠানিক সরবরাহকারী স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় পূর্ব-নিবন্ধিত অন্তত ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছে স্মার্ট ফাউন্ডেশন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কর্মসূচি উদ্বোধন করবেন স্মার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন এবং উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে আয়োজকেরা জানান, স্মার্ট ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে দেশ গড়ার কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এবার স্মার্ট অ্যাকাডেমিতে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হবে।

ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আগত বাছাইকৃত ছানি রোগীদের রামগঞ্জ হতে ঢাকায় যাতায়াত ও হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে।

দুই দিনব্যপী এই বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচিতে সেবা পেতে ইচ্ছুকদের +৮৮০ ১৯৭৯-৪৬৩০০৯ ও +৮৮০১৬৪৫-৬৫৬২৬৮ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।

এছাড়াও অনলাইনে sonysmart.com.bd/eye-care-registration-form -এই লিংকের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

ন্যাশনাল টি কোম্পানির নতুন চেয়ারম্যান মামুন রশীদ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
ন্যাশনাল টি কোম্পানির নতুন চেয়ারম্যান মামুন রশীদ
ছবি: বিজ্ঞপ্তি

ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ৬৮৩তম সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে জনাব মামুন রশীদ-কে পরবর্র্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত কোম্পানীর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। পরবর্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ৩৭ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো আর্থিক উৎকর্ষতা ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।

জনাব রশীদ ব্যাংকিং, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে তার বিচক্ষণতা, দূরদর্শিতা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর বর্তমান পরিস্থিতি থেকে উন্নয়ন ও কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্টজনের স্বার্থ রক্ষায় সক্ষম হবেন বলে আশা করছেন সদস্যরা।

রশীদ বর্তমানে দেশের শীষর্ স্থানীয় বিটুবি বিজনেস প্ল্যাটফর্ম শপ আপ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি পিডবিউসি বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এএনজেডগ্রিন্ডলেজ ব্যাংক এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। 

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্র্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

মামুন রশীদ তাঁর লব্ধজ্ঞান, দক্ষতা, দূরদর্শীতা ও নেতৃত্বদানের মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের সার্বিক উন্নয়ন ও হারানো গৌরব ফিরে আনবেন বলে পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করে।