ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধি দলের সঙ্গে জনতা ব্যাংকের মতবিনিময় সভা

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধি দলের সঙ্গে জনতা ব্যাংকের মতবিনিময় সভা
ছবি: বিজ্ঞপ্তি

দেশে বিদ্যমান বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকটির এমডি মো. মজিবর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতটি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিরা এবং ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নুরুল আলম, এফসিএমএ ও এফসিএ’সহ (সিএফও) সংশ্লিষ্ট জিএম, ডিজিএম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্সচেঞ্জ হাউজসগুলোর প্রতিনিধিরা বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্যে কারিগরি উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বিনিময় হার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগসহ শিল্প ও বাণিজ্য খাতে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। 

জনতা ব্যাংকের রেমিট্যান্স বৃদ্ধিতে সহযোগিতা করার জন্য তিনি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের অনুরোধ জানান।

জনতা ব্যাংক পিএলসি ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে।

বিজ্ঞপ্তি/সুমন/

খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা, সমন্বয় ও বাস্তবায়নে বিবিএমএ-এর সেমিনার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা, সমন্বয় ও বাস্তবায়নে বিবিএমএ-এর সেমিনার
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিবিএমএ) “খাদ্য নিরাপত্তা: নিয়ন্ত্রক ব্যবস্থাপনা, সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা” শীর্ষক উচ্চ পর্যায়ের সেমিনার আয়োজন করেছে। এই সেমিনারে সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করে এবং খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা, সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের জরুরি প্রয়োজন নিয়ে আলোচনা করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর পরিচালক মনজুর মোর্শেদ আহমেদ। প্রবন্ধে তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিগুলি তুলে ধরেন এবং কার্যকর ও বিজ্ঞানভিত্তিক প্রয়োগের জন্য একটি সুগঠিত কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন বিএফএসএ-এর প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। যেখানে তিনি খাদ্য উৎপাদন ও বিতরণের প্রতিটি স্তরে আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি একটি একীভূত নিয়ন্ত্রক কাঠামো এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতকল্পে কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার আহ্বান জানান।

সেমিনারে খাদ্য ও পানীয় শিল্পের বিশিষ্ট কর্মকর্তা, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বর্তমান খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক কর্মকর্তাদের আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং খাদ্য শিল্পের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। 
সেমিনারের সমাপনী বক্তব্যে বিবিএমএ এর জেনারেল সেক্রেটারি শেখ শামীম উদ্দিন বলেন, খাদ্য নিরাপত্তা আইনকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই সেমিনারটি বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সংস্কারের জরুরি প্রয়োজনকে সফলভাবে তুলে ধরেছে এবং ভবিষ্যৎ নীতিগত উন্নতির জন্য একটি ভিত্তি স্থাপন করবে।

বিজ্ঞপ্তি/মাহফুজ

টগুমগুতে অনলাইন বইমেলা কুইজ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
টগুমগুতে অনলাইন বইমেলা কুইজ
ছবি: বিজ্ঞপ্তি

দেশের জনপ্রিয় প্যারেন্টিং অ্যাপ টগুমগুতে চলছে অনলাইন বইমেলা কুইজ। যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মাত্র ১০ মিনিটে ৫টি সহজ প্রশ্নের উত্তর দিয়ে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

কুইজে অংশ নিতে লগইন করতে হবে টগুমগু অ্যাপে অথবা ক্লিক করুন এই লিংকে- https://togumogu.app/tmbookfairquiz

উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের সবচেয়ে বড় প্যারেন্টিং প্ল্যাটফর্ম, যেখানে অভিভাবকরা তাদের সন্তানের বয়স উপযোগী নানা তথ্য ও সেবা পেয়ে থাকেন।

বিজ্ঞপ্তি/সালমান/

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন
ছবি: বিজ্ঞপ্তি

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডন। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে এবং নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হন ডন। এর মাধ্যমে নামের পাশে সাফল্যের আরও একটি পালক যুক্ত হলো।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সংগীত বিভাগে ডন ছাড়াও সায়েরা রেজা, শাহরিয়ার রাফাত, ইথুন বাবু, এফ এ সুমনের মতো জনপ্রিয় শিল্পীরাও এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

চলচ্চিত্র বিভাগে আজীবন সম্মাননা দেওয়া হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আনোয়ারা বেগম ও মিশা সওদাগরকে। এ ছাড়া মেহজাবীন চৌধুরী, কুসুম সিকদার, রোশান, আনিকা কবির শখ, মিথিলা, রাশেদ মামুন অপু, ইমন, সাদিয়া জাহান প্রভাকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির পর অভিব্যক্তি প্রকাশ করে কণ্ঠশিল্পী ডন বলেন, ‘সংগীতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সংগীতের প্রতি আরও বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেওয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ, ট্রাবের সভাপতি কাদের মনসুর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।

বিজ্ঞপ্তি/সালমান/

মধুমতি ব্যাংক পিএলসি’র ৮৩তম পর্ষদ সভা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
মধুমতি ব্যাংক পিএলসি’র ৮৩তম পর্ষদ সভা
ছবি: বিজ্ঞপ্তি

মধুমতি ব্যাংক পিএলসি’র ৮৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, সালাউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, তানজিমা বিনতে মোস্তফা, হুমায়ুন কবির বাবলু, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, তানভীর আহমেদ মোস্তফা, মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো সফিউল আজম উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ

এপেক্স নিয়ে এলো নতুন ইদ কালেকশন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
এপেক্স নিয়ে এলো নতুন ইদ কালেকশন
ছবি: বিজ্ঞপ্তি

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫। ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এই ফ্যাশন শো-তে এপেক্স, তাদের ইদ ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। সঙ্গেই এপেক্স ইদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এই অনুষ্ঠানে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি দ্বারা আয়োজিত এই ফ্যাশন শো’র প্রধান পৃষ্ঠপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মত আয়োজিত ফ্যাশন লিগ্যাসি এবছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশ বরেণ্য নানান ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শো’তে। পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে এই ফ্যাশন শো’তে।

ছবি: বিজ্ঞপ্তি

এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫ এর রেড কার্পেট মিট এন্ড গ্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬:৩০ মিনিটে। এরপর ৭:৩০ থেকে শুরু হয় মূল ফ্যাশন শো যেখানে এপেক্স এর পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এই ফ্যাশন শো’তে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখে। এপেক্স-এর জন্য শো-স্টপার হিসেবে আসে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। 

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ইদ-২০২৫ এ এপেক্স-এর নতুন কালেকশন লঞ্চ। ইদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এবছরের কালেকশনের দেখা মেলে এই ফ্যাশন শো-তে। এপেক্স-এর বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ। 

এপেক্সের জুতো যেকোনো ঋতুতে এবং যেকোনো অনুষ্ঠানে পরার উপযোগী, তা এই শো-এর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজদিনের কমফোর্টেবল জুতা সঙ্গেই আছে যেকোনো প্রোগ্রামে পড়ার মতো পার্টি জুতা। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশ জুড়ে আসছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।

ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্স। সঙ্গে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ইদে এপেক্স-এর ম্যাভেরিক ব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন। 

ফ্যাশন শো-এর পাশাপাশি উক্ত অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শো’টি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধ্যে লিগ্যাসি পার্টনার হিসেবে রয়েছে বার্জার, কো-পার্টনার হিসেবে মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। জেনিথ স্ট্র্যাটেজিস অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে। মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।

বিজ্ঞপ্তি/মাহফুজ