
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোস্তফা হাকিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচ এম শিপিং লাইনস লিমিটেড এখন পরিবেশবান্ধব গ্রিন ইয়ার্ড হিসেবে স্বীকৃত।
এইচ এম শিপিং লাইনস ২০২০ সালে গ্রিন ইয়ার্ড করার কাজ শুরু করে তিনটি ধাপে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৭ ডিসেম্বর Nippon Kaiji Kyokai (Classnk) থেকে ২০১২সালে গৃহীত জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে সুরক্ষিত পুনর্ব্যবহারের জন্য হংকং আন্তর্জাতিক কনভেনশন অনুসারে IMO রেজোলিউশন МЕРС. 210(63) নির্দেশিকা অনুসারে “Statement of compliance for firms engaged in ship recycling’’ এ গ্রিন সনদ অর্জন করে।
পরিবেশবান্ধব গ্রিন ইয়ার্ড গড়ে তোলার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তোলায় বিনিয়োগ করেছে মোস্তফা হাকিম গ্রুপ । এর মূল লক্ষ্য পরিবেশ ও জনশক্তির নিরাপত্তা। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে ইতিবাচক পরিবর্তন আনার জন্য এইচ এম শিপিং লাইনস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও পরিচালকরা এই উদ্যোগ গ্রহণ করে।
Nippon Kaiji Kyokai (Classnk) কর্তৃক গ্রিন ইয়ার্ড সার্টিফিকেট প্রদান উপলক্ষে গত ২২ জানুয়ারি তারিখে চট্টগ্রামের অভিজাত হোটেল পেনিনসুলাতে সার্টিফিকেট হ্যান্ডওভার করা হয়।
এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিপ্পন কাইজি কিয়োকাইয়ের (Classnk) মিডল ইস্ট ও সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার ইয়োইচি ইগা এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ও জেনারেল ম্যানেজার মোবাশের আল মাহমুদ।
এইচ এম শিপিং লাইনসয়ের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম ও শাহিদুল আলম। আরও উপস্থিত ছিলেন পেসিফিক স্টিল এন্টারপ্রাইস এ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীন, ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার আবু আল ফয়সাল, বিজ্ঞাপন বিভাগের ম্যানেজার ঝন্টু চৌধুরী ও সিনিয়রম এক্সেকিউটিভ আসিফ কামাল চৌধুরী।
বিজ্ঞপ্তি/সুমন/