ঢাকা ৯ চৈত্র ১৪৩১, রোববার, ২৩ মার্চ ২০২৫
English

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ফার্স্টট্রিপ থেকে এক টিকেট কিনলে আরেকটা ফ্রি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম
ফার্স্টট্রিপ থেকে এক টিকেট কিনলে আরেকটা ফ্রি
ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট

দেশের অভ্যন্তরীণ রুটের প্লেনের একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়ার অফার দিয়েছে প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা দেবে ফার্স্টট্রিপ।

গ্রাহকরা ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ চলাকালীন এই অফার পাবেন। টিকিট বুকিং করে ভ্রমণ করা যাবে ৬ ফেব্রুয়ারি থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক ও জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, ফার্স্টট্রিপ বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।

ফার্স্টট্রিপের B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য।

মেলায় ফ্লাইট ও হোটেল বুকিং করার ক্ষেত্রেও আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে।

ফার্স্টট্রিপ হলো একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজসহ বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে ফার্স্টট্রিপ।

বিস্তারিত তথ্যের জন্য www.firsttrip.com অনুসরণ করতে পারেন।

বিজ্ঞপ্তি/অমিয়/

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৪১ পিএম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকগণ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন। 

সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয় এবং সভা শেষে রাকাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডলকে অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জানানো হয়। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তি/

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন
‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ এ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন। বিজ্ঞপ্তি

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ রবিবার (২৩ মার্চ) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। আট পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড় এবং টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের কাজী সাইফ চতুর্থ, সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ পঞ্চম ও ইসফট এরিনার আব্দুল মোমিন ষষ্ঠ স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে ১৫তম স্থান লাভ করেন যথাক্রমে— সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের শাহিনুর হক, সাধারণ বীমা করপোরেশনের স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, এসবিপি-এমএফ এর সিয়াম চৌধুরী, সুলতানা কামাল পাঠাগারের ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ পুরস্কার পান যথাক্রমে— মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মো. হুমায়ুন কবীর শ্যামল, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, আকিল হাসান, জোয়েনা মেহবিশ, আওসাফ চৌধুরী, মো. জাকির হোসন ও মো. রাজীব হাসান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটনসামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও স্পোর্টস অ্যাডভাইজার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু ও আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নেন।

বিজ্ঞপ্তি/এমএ/

ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম
ক্যান্সার রোগীদের পাশে ReVouge ও উজ্জ্বলা ফাউন্ডেশন
ছবি: বিজ্ঞপ্তি

ক্যান্সার রোগীদের পাশে দাড়াতে ReVouge, (Wear to Care) ও উজ্জ্বলা ফাউন্ডেশন গত ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী এক সফল প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে দেশের মিডিয়া ব্যক্তিত্ব তাদের ব্যবহৃত মূল্যবান পোশাক সামগ্রী ক্যান্সার রোগীদের কল্যাণে দান করেছেন।

এবারের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সামিয়া আফরিন (উপস্থাপক), আফরোজা পারভীন (সৌন্দর্য বিশেষজ্ঞ), তানভীন সুইটি (অভিনেত্রী), আঁখি আলমগীর (গায়িকা), কনা (গায়িকা) পিয়া জান্নাতুল (মডেল), আফসান আরা বিন্দু (অভিনেত্রী), ইসমত চৈতি (উপস্থাপক), দীপা খন্দকার (অভিনেত্রী)।

এই প্রদর্শনীর বিক্রয়ের অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় ব্যয় করা হবে। প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনেরসহ প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন এই আয়োজনের মাধ্যমে একটি বার্তা দিতে চান-জীবন থেমে থাকে না, লড়াই করলেই সম্ভব নতুন আশার আলো জ্বালানো। ক্যান্সারের বিরুদ্ধে এই সংগ্রামে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সহযোগিতা, এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ-একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে। আসুন আমরা সবাই একসঙ্গে হয়ে জীবন ও আশার পাশে দাঁড়াই। 

ছবি: বিজ্ঞপ্তি

আয়োজকরা জানান, এবারের আয়োজন কেবল শুরু, আগামীতে আমরা এই মহতী উদ্যোগে আরও অনেককে সঙ্গে নিয়ে, আরও বেশি ক্যান্সার রোগীদের মানসিক ও আর্থিক সহয়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই এবং এই আয়োজন যারা সার্বিকভাবে সাহায্য করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা পারভিন এই উদ্যোগে সঙ্গে থাকতে পেরে ফাউন্ডেশন গর্বিত বলে মতপ্রকাশ করেন এবং যারা পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

গত তিনদিনে প্রদর্শনীতে অনেক মানুষের পাশাপাশি গুনিজনের সমাগম হয়েছে। তারা সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তি/

 

১ হাজার দরিদ্র পরিবারের মাঝে মডার্ন গ্রিন সিটির খাদ্য-বস্ত্র বিতরণ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম
১ হাজার দরিদ্র পরিবারের মাঝে মডার্ন গ্রিন সিটির খাদ্য-বস্ত্র বিতরণ
ছবি: বিজ্ঞপ্তি

এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ করেছে মডার্ন গ্রিন সিটি।

শনিবার (২২ মার্চ) মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকায় তাদের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ন গ্রিন সিটির চেয়ারম্যান সেলিম উল্লাহ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জের সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু, বিশেষ অতিথি ছিলেন গভর্নর লায়ন্স ক্লাব ৩১৫বি২ শফিকুল ইসলাম শামিম প্রমুখ।

এ ছাড়া নিজ উদ্যোগে প্রতিবছর চক্ষু শিবিরসহ এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নেন মডার্ন গ্রিন সিটির চেয়ারম্যান সেলিম উল্লাহ মিয়া।

বিজ্ঞপ্তি/সালমান/

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা
ছবি: বিজ্ঞপ্তি

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা। রবিবার (২৩ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (দক্ষিণ) মো. মেশকাত-উল-আনোয়ার খান। 

এ সময় ব্যাংকের নিমতলা শাখার ব্যবস্থাপক ও ভিপি মো. তারিক হাবিব, শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তি/সালমান/