
দেশের অভ্যন্তরীণ রুটের প্লেনের একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়ার অফার দিয়েছে প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা দেবে ফার্স্টট্রিপ।
গ্রাহকরা ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ চলাকালীন এই অফার পাবেন। টিকিট বুকিং করে ভ্রমণ করা যাবে ৬ ফেব্রুয়ারি থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক ও জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, ফার্স্টট্রিপ বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।
ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।
ফার্স্টট্রিপের B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য।
মেলায় ফ্লাইট ও হোটেল বুকিং করার ক্ষেত্রেও আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে।
ফার্স্টট্রিপ হলো একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজসহ বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে ফার্স্টট্রিপ।
বিস্তারিত তথ্যের জন্য www.firsttrip.com অনুসরণ করতে পারেন।
বিজ্ঞপ্তি/অমিয়/