ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে ইস্টার্ন ইউনিভার্সিটি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম
ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে ইস্টার্ন ইউনিভার্সিটি
ছবি: বিজ্ঞপ্তির

ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতায় ৯ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে ৪৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে।

এই প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটি ‘প্রিলিমিনারি রাউন্ডে’ প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম দল হিসেবে ‘অ্যাডভান্স’ রাউন্ডে উত্তীর্ণ হলো।

বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের ৯টি আসরের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এবার ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক পর্বে প্রতিযোগিতার অসামান্য সুযোগ পেল।

এর আগে, তারা তিন বার সরাসরি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ও দুইবার অনলাইনে অংশগ্রহণ করেছে।

এ বছর ইস্টার্ন ইউনিভার্সিটি চতুর্থবারের মতো সরাসরি আন্তর্জাতিক পর্বে অংশ নেবে। আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দলের সদস্যরা হল- মাহির চৌধুরী, ফারিহা নওশীন এবং সাকিব খন্দকার।

এই অসাধারণ সাফল্যের পাশাপাশি ইস্টার্ন ইউনিভার্সিটির দুইজন ‘ওরালিস্ট’র মধ্যে একজন মাহির চৌধুরী প্রিলিমিনারি রাউন্ডে ৮৮ জন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ স্কোর করে ‘বেস্ট মুটার' সম্মাননা লাভ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি তাদের কোচ - এ বি এম ইমদাদুল হক খান, ওমর ফারুক তামিম এবং অনুষদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ফিলিপ সি. জেসাপ প্রতিযোগিতা হলো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রখ্যাত মুট কোর্ট প্রতিযোগিতা, যা আইন ছাত্রদের জন্য ‘মুটিং এর বিশ্বকাপ’ নামে পরিচিত। জেসাপ বাংলাদেশ, ইলসা বাংলাদেশ চ্যাপ্টার, হার্থ বাংলাদেশ এবং এআইইউবি এর সহযোগিতায়, ৯ম বাংলাদেশে জাতীয় কোয়ালিফাইং রাউন্ড আয়োজন করেছে।

ইস্টার্ন ইউনিভার্সিটি তাদের মুটিং দলের সাফল্যে অত্যন্ত গর্বিত এবং বিশ্ব মঞ্চে তাদের তাদের ধারাবাহিক সাফল্য কামনা করছে।

বিজ্ঞপ্তি/অমিয়/

ঈদে ২০ লাখ বাসটিকিট বিক্রি করবে বিডিটিকিটস

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম
ঈদে ২০ লাখ বাসটিকিট বিক্রি করবে বিডিটিকিটস
ছবি: বিজ্ঞপ্তি

বছর ঘুরে আবারও এসেছে ঈদ, আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। তবে, ঈদযাত্রা সবসময় সহজ হয় না। দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকিট সংকট এবং কালোবাজারির কারণে অনেকেই চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের এই ভোগান্তি দূর করতে, দেশসেরা অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস নিয়ে এসেছে দারুণ এক উদ্যোগ। এবার ঈদুল ফিতরে বিডিটিকিটস বিক্রি করবে ২০ লাখেরও বেশি বাস টিকিট, যা পাওয়া যাবে ঘরে বসেই, মাত্র কয়েক ক্লিকেই।

বিডিটিকিটস বাংলাদেশের প্রায় ৯৯% লং রুটের বাস সার্ভিস যুক্ত করেছে তাদের প্ল্যাটফর্মে, ফলে দেশের যেকোনো প্রান্তে যাত্রা করা হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। দেশের যেকোনো প্রান্তেই যেতে চান না কেন, বিডিটিকিটস-এ আপনার গন্তব্যের বাসটিকেট অবশ্যই খুঁজে পাবেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা জেলার সদর, বিডিটিকিটসে রয়েছে প্রতিটি রুটের সেরা বাসের টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন https://www.bdtickets.com-এ। যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করুন, সপ্তাহের সাত দিনই।

স্মার্টফোন কিংবা কম্পিউটার, যেকোনো ডিভাইস থেকে মিনিটের মধ্যেই টিকেট বুক করা যায় বিডিটিকেটস-এ। রোজা রেখে তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করে, ঘরে বসেই অনলাইনে সিট সিলেক্ট করুন আর পেমেন্ট করে নিশ্চিন্ত থাকুন। বিডিটিকিটস-এ টিকিটের দাম ছাড়া অন্য কোনো এক্সট্রা চার্জ। নেই। আর দিনের হোক বা রাতের, যখন ইচ্ছা তখন টিকিট কাটার সুবিধা তো হয়েছেই বিডিটিকিটস-এ। 

তাহলে আর দেরি কেন? এবারের ঈদযাত্রা হোক ঝামেলামুক্ত ও আরামদায়ক। আপনার পছন্দের সিট এখনই বুক করুন এবং নিশ্চিত থাকুন পরিবারের সঙ্গে আনন্দময় ঈদের জন্য। কারণ, ‘বাংলাদেশের টিকিট মানেই ‘বিডিটিকিটস’।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

বিশ্ব কিডনি দিবসে ল্যাবএইডের বিশেষ আয়োজন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম
বিশ্ব কিডনি দিবসে ল্যাবএইডের বিশেষ আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি

‘দ্রুত নির্ণয় করুন, কিডনি সুরক্ষা করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় ল্যাবএইড হাসপাতালে একটি সেমিনারের আয়োজন করা হয়। 

দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম ও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. আছিয়া খানম।

অধিবেশনে চেয়ারম্যান ছিলেন- ডা. আবদুজ জাহের। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে হলেন- ডা. মো. মনিরুজ্জামান ও ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল।

সেমিনারে কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মনিরুজ্জামান এবং কিডনি রোগ ও বন্ধ্যাত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্রি. জে. (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল থেকে শুরু হয়ে গ্রিনরোড-মিরপুর রোড ঘুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞপ্তি/সুমন/

রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়েছে।

বুধবার (১২ মার্চ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য হলো- রমজান ও ঈদের আবহকে একত্রিত করে দর্শকদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা। 

যেখানে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতারসামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং নিত্যপণ্য। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং মিব শো’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এ উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তি/পপি/

ঈদে ২০ হাজার টাকায় কিনুন টেকনোর স্মার্টফোন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম
ঈদে ২০ হাজার টাকায় কিনুন টেকনোর স্মার্টফোন
ছবি: বিজ্ঞপ্তি

উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তি সম্বলিত ডিভাইস নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় টেকনো মানুষের বাজেটের মধ্যে আছে এমন বেশ কিছু ফোন বাজারে নিয়ে এসেছে। আর মাত্র কয়েকদিন পর এ দেশের ধর্মপ্রাণ মানুষরা ঈদ উদযাপন করবে। ঈদের আনন্দ নিজের এবং প্রিয়জনের জন্য শপিং করা ছাড়া অসম্পূর্ণ রয়ে যায়। আসন্ন ঈদকে বিবেচনায় নিয়ে এবং ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে তুলতে, টেকনো গ্রাহকদের জন্য দিচ্ছে ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন।
 
অবিশ্বাস্য হলেও সত্যি যে, বর্তমানে স্মার্টফোনের বাজারে ২০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে টেকনো’র কমপক্ষে চারটি ডিভাইস। এসব ফোনে রয়েছে অত্যাধুনিক ফিচার। স্পার্ক ৩০ প্রো, স্পার্ক ৩০, স্পার্ক ৩০ সি এবং স্পার্ক গো ওয়ান – এসব ফোন এখন মাত্র ২০ হাজার টাকার মধ্যে ক্রয় করার সুযোগ পাচ্ছেন টেকনো ফ্যানরা।   

অবিশ্বাস্য স্থায়িত্ব ও সক্ষমতার স্পার্ক ৩০ সিরিজে রয়েছে ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের গ্যারান্টি। স্পার্ক ৩০ সিরিজের জন্য টেকনো নেতৃস্থানীয় খেলনা ও গেম কোম্পানি হাসব্রোর ট্রান্সফর্মার্স ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিশেষ ট্রান্সফর্মার্স এডিশন নিয়ে এসেছে। টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত স্পার্ক ৩০ প্রো ৫ বছরের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে। স্পার্ক ৩০ প্রো এর ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ৩টি ইন্টেলিজেন্ট চার্জিং মোড অফার করে এবং প্রায় ৭০ মিনিটে ডিভাইসটিকে শূন্য থেকে শতভাগ চার্জ করতে পারে। স্পার্ক ৩০ প্রো’তে রয়েছে ৩X লসলেস জুম ও ১০X ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফলে দূরত্ব যাই হোক না কেন ছবি তোলা হবে আরও নিখুঁত ও ঝকঝকে। মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর সম্পন্ন এই দুর্দান্ত ডিভাইসটি এখন ২০ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে ঈদ উপলক্ষে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। 

অন্যদিকে, দৈনন্দিন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে স্পার্ক ৩০ ফোনে আছে অনবদ্য ব্যাটারি সক্ষমতা ও স্টোরেজ, যা নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। স্পার্ক ৩০ এর ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ মেইন ক্যামেরায় রয়েছে বড় পিক্সেল, বিস্তারিত ও সমৃদ্ধ ক্রপিং ফ্লেক্সিবিলিটি। ব্যবহারকারীর সৃজনশীলতা ও উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করতে এতে আছে এআই-সমৃদ্ধ এআইজিসি পোর্ট্রেইট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ডসহ বিস্তৃত পরিসরের সর্বাধুনিক এআই-ভিত্তিক ফিচার। স্পার্ক ৩০ ফোনটি ব্যবহারকারীরা এখন মাত্র ১৭ হাজার ৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।

দীর্ঘস্থায়ী ও শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতার সঙ্গে আল্ট্রা-স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম স্পার্ক ৩০সি। টেকনো স্পার্ক ৩০সি ফোনের অনেকগুলো আকর্ষণীয় ফিচারের একটি হলো এর ‘৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি’; ফলে চার বছরেরও বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা। ফোনটিতে আরও আছে ১২০ হার্জ ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস স্মুথ ডিসপ্লে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার সাহায্যে তোলা যাবে উচ্চ-রেজ্যুলেশনে প্রাণবন্ত ছবি। এছাড়া, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিখুঁত ডিটেইলসসহ ছবি তোলার জন্য উপযুক্ত। স্মার্টফোন প্রেমীরা এখন স্পার্ক ৩০ সি ফোনের (৮+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা এবং (৬+১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন। 

এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে আইপি৫৪ পানি, ধূলো ও তেল প্রতিরোধী ফিচার। উজিং, গেমিং অথবা স্ট্রিমিংয় যেকোনো পরিস্থিতিতে ১২০ হাজ় রিফ্রেশ রেট সহ ৬.৬৭” আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ব্যাবহারকারীরা পাবেন দুর্দান্ত অভিজ্ঞতা। এই ফোনে আরও রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। প্রাণবন্ত ছবি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিকসেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের (৩+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৯ হাজার ৯৯৯ টাকা, (৪+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটি ১০ হাজার ৯৯৯ এবং (৪+১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ১২ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। 

তাহলে আর দেরি কেন? এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ টেকনো আউটলেট এবং ঈদের আগেই কিনে ফেলুন আপনার পছন্দের টেকনো ফোন।

বিজ্ঞপ্তি/মাহফুজ     

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রাইম ব্যাংক

২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বোর্ড অব ডিরেক্টরস। সভায় ২০২৪ সালে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ। এ লভ্যাংশ ঘোষণার মাধ্যমে প্রাইম ব্যাংক টেকসই ও শক্তিশালী আর্থিক অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।  

২০২৪ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৭৪৫ কোটি টাকা, যা গত বছরের (২০২৩) একই সময়ে ছিল ৪৮৪ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৫৮ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ২৭ টাকা। 

বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ দশমিক ২৭ টাকা এবং ৩ দশমিক ৬ টাকা। এ সময়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮১২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ। 

সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ১০ এপ্রিল নির্ধারণ করা হয়।

প্রাইম ব্যাংক পিএলসি সব সময় উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিজ্ঞপ্তি