
সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার মিরপুর ডিওএইচএসে সাগুফতার মোড়ে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নতুন আউটলেট উদ্বোধন করেছে।
এই আউটলেটে নিত্যপণ্যে গ্রাহকেরা আকর্ষনীয় অফার উপভোগ করবেন। এ ছাড়া ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে স্থানীয় এলাকাবাসীরা মীনা বাজারের হটলাইন নাম্বার 01933117755-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে
পারেন।
মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার, বিশিষ্ট ফ্র্যাঞ্চাইজিগণ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফরিদুর রেজাসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
‘মিরপুর ডিওএইচএসে আমাদের আউটলেট খুলতে পেরে আমরা খুবই আনন্দিত’, বলেন মি. শামীম আহমেদ জায়গীরদার।
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সবসময় যাতে গ্রাহকরা মানের সঙ্গে কোনো আপস ছাড়াই সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারেন। এই নতুন আউটলেটটি আমাদের প্রতিশ্রুতি এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করার প্রমাণ।’
আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক পরিসেবা ও সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত কততে বদ্ধপরিকর মীনা বাজার।
প্রতিষ্ঠানটি ২০০২ সালে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরের গ্রাহকদের সেবা দিয়ে আসছে। সূত্র: বিজ্ঞপ্তি