ঢাকা ১ চৈত্র ১৪৩১, শনিবার, ১৫ মার্চ ২০২৫
English

ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য ইবিএল পেরোল ব্যাংকিং সেবা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য ইবিএল পেরোল ব্যাংকিং সেবা
ছবি: বিজ্ঞপ্তি

ফরেন সার্ভিস কর্মকর্তাদের সার্বিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল) বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, অ্যাসোসিয়েশনের সদস্যরা ইস্টার্ন ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এই সেবার অন্তর্ভূক্ত রয়েছে আন্তর্জাতিক লেনদেনের জন্য দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড, কাস্টোমাইজড লোন সুবিধাসহ বিভিন্ন ভ্যালু এডেড আর্থিক সমাধান।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের বক্তব্যে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের সঙ্গে বিএফএসএ-এর পার্টনারশীপ বিশেষ গুরুত্ব বহন করে। ২০১৮ সালে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কের সূচনা ঘটে। আজকের এই এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের এই সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাল। চুক্তির অধীনে ফরেন সার্ভিস কর্মকর্তাদের জন্য বিভিন্ন ধরণের কাস্টোমাইজড ঋণসহ অন্যান্য ভ্যালু এডেড আর্থিক সমাধান অফার করা হচ্ছে। ইবিএলের সঙ্গে পার্টনারশীপ গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত-কারন এটি দেশের প্রথম ব্যাংক যারা আন্তর্জাতিক রেটিং অ্যাজেন্সী মুডিজের রেটিং লাভ করার গৌরব অর্জন করেছে। এ ছাড়া নৈতিক ব্যাংকিং ও বিশ্ব মানের কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে তারা অন্যদের সঙ্গে নিজেদের পার্থক্য গড়ে তুলতে সক্ষম হয়েছে’।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘পেরোল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে, বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমীর সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের সম্মানিত ফরেন সার্ভিস পেশাদারদের অনন্য চাহিদা মেটানোর লক্ষ্যে তাদেরকে নিরবিচ্ছিন্ন ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই পার্টনারশীপে। ব্যাংকিং এক্সিলেন্স নিশ্চিত করণ এবং গ্রাহকদের বিশ্বমানের আর্থিক সমাধান প্রদানে আমরা ইবিএল এ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম ও পেরোল ব্যাংকিং প্রধান তৃষা তাকলিম উপস্থিত ছিলেন।

আয়াত কেয়ার ও ব্রাক আইএসডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম
আয়াত কেয়ার ও ব্রাক আইএসডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

দেশের যত্নসেবা খাতের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে AYAT Care ও BRAC Institute of Skills Development (BRAC ISD) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

AYAT Care এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং কর্মকর্তা (COO) রাহাত হোসেন এবং BRAC ISD এর পক্ষ থেকে মহফুজ আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে দক্ষ কেয়ারগিভার তৈরি, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং মানসম্পন্ন যত্নসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। উভয় প্রতিষ্ঠান মিলে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে, যা পেশাদার কেয়ারগিভার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AYAT Care এর COO রাহাত হোসেন বলেন, 'বাংলাদেশের যত্নসেবা খাত ক্রমবর্ধমান হলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি করতে পারবো, যা সেক্টরটিকে আরও এগিয়ে নেবে।'

BRAC ISD এর প্রোগ্রাম ম্যানেজার অব এমপ্লয়মেন্ট গোলাম মাহফুজুর রহমান, 'আমাদের লক্ষ্য কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন। AYAT Care এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের যত্নসেবা খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।'

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে। যা দেশের যত্নসেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও মো. মাহবুবুর রহমান

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও মো. মাহবুবুর রহমান
মো. মাহবুবুর রহমান

দেশের একমাত্র ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে মো. মাহবুবুর রহমান নিযুক্ত হয়েছেন।

২০১৯ সাল থেকে ওএনএল এ কর্মরত মাহবুবুর রহমান এই নতুন দায়িত্ব গ্রহণের আগে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা ওএনএল এর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

নতুন পদে নিযুক্ত হওয়ার পর মাহবুবুর রহমান বলেন, 'অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিওও হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।'

অর্গানিক নিউট্রিশন লিমিটেড স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুড এবং বিভিন্ন অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ঈদে ২০ লাখ বাসটিকিট বিক্রি করবে বিডিটিকিটস

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম
ঈদে ২০ লাখ বাসটিকিট বিক্রি করবে বিডিটিকিটস
ছবি: বিজ্ঞপ্তি

বছর ঘুরে আবারও এসেছে ঈদ, আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। তবে, ঈদযাত্রা সবসময় সহজ হয় না। দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকিট সংকট এবং কালোবাজারির কারণে অনেকেই চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের এই ভোগান্তি দূর করতে, দেশসেরা অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস নিয়ে এসেছে দারুণ এক উদ্যোগ। এবার ঈদুল ফিতরে বিডিটিকিটস বিক্রি করবে ২০ লাখেরও বেশি বাস টিকিট, যা পাওয়া যাবে ঘরে বসেই, মাত্র কয়েক ক্লিকেই।

বিডিটিকিটস বাংলাদেশের প্রায় ৯৯% লং রুটের বাস সার্ভিস যুক্ত করেছে তাদের প্ল্যাটফর্মে, ফলে দেশের যেকোনো প্রান্তে যাত্রা করা হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। দেশের যেকোনো প্রান্তেই যেতে চান না কেন, বিডিটিকিটস-এ আপনার গন্তব্যের বাসটিকেট অবশ্যই খুঁজে পাবেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা জেলার সদর, বিডিটিকিটসে রয়েছে প্রতিটি রুটের সেরা বাসের টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন https://www.bdtickets.com-এ। যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করুন, সপ্তাহের সাত দিনই।

স্মার্টফোন কিংবা কম্পিউটার, যেকোনো ডিভাইস থেকে মিনিটের মধ্যেই টিকেট বুক করা যায় বিডিটিকেটস-এ। রোজা রেখে তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করে, ঘরে বসেই অনলাইনে সিট সিলেক্ট করুন আর পেমেন্ট করে নিশ্চিন্ত থাকুন। বিডিটিকিটস-এ টিকিটের দাম ছাড়া অন্য কোনো এক্সট্রা চার্জ। নেই। আর দিনের হোক বা রাতের, যখন ইচ্ছা তখন টিকিট কাটার সুবিধা তো হয়েছেই বিডিটিকিটস-এ। 

তাহলে আর দেরি কেন? এবারের ঈদযাত্রা হোক ঝামেলামুক্ত ও আরামদায়ক। আপনার পছন্দের সিট এখনই বুক করুন এবং নিশ্চিত থাকুন পরিবারের সঙ্গে আনন্দময় ঈদের জন্য। কারণ, ‘বাংলাদেশের টিকিট মানেই ‘বিডিটিকিটস’।

বিজ্ঞপ্তি/মাহফুজ

 

বিশ্ব কিডনি দিবসে ল্যাবএইডের বিশেষ আয়োজন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম
বিশ্ব কিডনি দিবসে ল্যাবএইডের বিশেষ আয়োজন
ছবি: বিজ্ঞপ্তি

‘দ্রুত নির্ণয় করুন, কিডনি সুরক্ষা করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় ল্যাবএইড হাসপাতালে একটি সেমিনারের আয়োজন করা হয়। 

দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম ও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. আছিয়া খানম।

অধিবেশনে চেয়ারম্যান ছিলেন- ডা. আবদুজ জাহের। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে হলেন- ডা. মো. মনিরুজ্জামান ও ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল।

সেমিনারে কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মনিরুজ্জামান এবং কিডনি রোগ ও বন্ধ্যাত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্রি. জে. (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল থেকে শুরু হয়ে গ্রিনরোড-মিরপুর রোড ঘুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞপ্তি/সুমন/

রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়েছে।

বুধবার (১২ মার্চ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য হলো- রমজান ও ঈদের আবহকে একত্রিত করে দর্শকদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা। 

যেখানে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতারসামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং নিত্যপণ্য। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং মিব শো’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এ উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তি/পপি/