
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ৬৮৩তম সভায় অংশগ্রহণকারী সকল পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে জনাব মামুন রশীদ-কে পরবর্র্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত কোম্পানীর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। পরবর্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ৩৭ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো আর্থিক উৎকর্ষতা ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।
জনাব রশীদ ব্যাংকিং, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে তার বিচক্ষণতা, দূরদর্শিতা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর বর্তমান পরিস্থিতি থেকে উন্নয়ন ও কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্টজনের স্বার্থ রক্ষায় সক্ষম হবেন বলে আশা করছেন সদস্যরা।
রশীদ বর্তমানে দেশের শীষর্ স্থানীয় বিটুবি বিজনেস প্ল্যাটফর্ম শপ আপ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া দীর্ঘ কর্মজীবনে তিনি পিডবিউসি বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এএনজেডগ্রিন্ডলেজ ব্যাংক এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্র্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
মামুন রশীদ তাঁর লব্ধজ্ঞান, দক্ষতা, দূরদর্শীতা ও নেতৃত্বদানের মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের সার্বিক উন্নয়ন ও হারানো গৌরব ফিরে আনবেন বলে পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করে।