ঢাকা ২ চৈত্র ১৪৩১, রোববার, ১৬ মার্চ ২০২৫
English

ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এল লিপগ্লস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
ফ্যাশন সচেতন নারীদের জন্য লিলি নিয়ে এল লিপগ্লস
ছবি: বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে বিউটি ট্রেন্ডে ব্যাপক সাড়া ফেলছে লিপগ্লস। আর তাই ফ্যাশন সচেতন নারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে রিমার্ক এলএলসি, ইউএসএর অ্যাফিলিয়েটেড বিউটি ব্র্যান্ড ‘লিলি’ বাজারে নিয়ে এসেছে ক্যান্ডি, গ্লিটজ, জলি, বাবলস ও ইউনিকর্ন- এই পাঁচটি শেইডের লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস।

এই টিন্টেড লিপগ্লসগুলোতে রয়েছে আলমন্ড অয়েল যা ঠোঁটের ময়েশ্চার ধরে রাখে, ফাটাভাব দূর করে, ঠোঁট রাখে মসৃণ। এ ছাড়া রয়েছে হুইট জার্ম অয়েল যা ঠোঁটকে করে শাইনি ও ময়েশ্চারাইজড। আর নন-স্টিকি হওয়ায় খুব সহজেই ঠোঁটে অ্যাপ্লাই করা যায়।

রিমার্ক এইচবি লিমিটেডের কালার কসমেটিকসের ক্যাটাগরি হেড, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, ‘লিলির অন্যান্য পণ্যের মতো এই লিপগ্লস রেঞ্জটিও অল্প সময়েই সৌন্দর্য পিপাসুদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমরা মনে করি। এই লিপগ্লস রেঞ্জটির কালারফুল শেড ও শাইনি লুক নারীদের সৌন্দর্যে যোগ করবে ভিন্ন এক মাত্রা।’ 

ক্যাজুয়াল মিটআপ, অফিস মিটিং, ক্লাস প্রেজেন্টেশন, পার্টি বা যেকোনো ইভেন্টে গ্ল্যামলুককে আরও বাড়িয়ে দিতে লিলি প্রিটি পাউট টিন্টেড লিপগ্লস রেঞ্জ ভোক্তাদের মন কেড়ে নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

দেশের বাজারে বিদেশি আমদানিনির্ভর প্রসাধনী পণ্যের পরিবর্তে অথেনটিক ও আধুনিক প্রযুক্তিতে তৈরি পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্ববাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ব্র্যান্ড ‘লিলি’।

বিজ্ঞপ্তি/সালমান/

ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৪:২৫ পিএম
ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের দ্রুত ও সার্বক্ষণিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম (সুমন)।

অনুষ্ঠানে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইসমাইল হোসেন নওয়াব, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, ভালুকা এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা এই এটিএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। 

বিজ্ঞপ্তি/সালমান/

বিজিআইসির অগ্নি বীমার দাবি পরিশোধ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম
বিজিআইসির অগ্নি বীমার দাবি পরিশোধ
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি. এর বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোংলা ইপিজেড, খুলনায় ভিআইপি- ১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় গত ২০২৩ সালের ৩১ শে জানুয়ারি।

এর প্রেক্ষিতে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ অন অ্যাকাউন্ট অগ্রিম দেওয়ার জন্য বিজিআইসির কাছে আবেদন করে। বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে ব্রোকার প্রটেকশন রি এর মাধ্যমে বিদেশি পুন:বীমাকারীর কাছ থেকে ১১ কোটি টাকা প্রাপ্ত হয়ে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিজিআইসির প্রধান কার্যালয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে বীমা দাবির চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি-এর উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

চট্টগ্রামে শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:০৬ এএম
চট্টগ্রামে শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল
চট্টগ্রামে শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল। ছবি: সংগৃহীত

শাহজালাল ইসলামী ব্যাংক চট্টগ্রাম মহানগরী শাখাসমূহের উদ্যোগে ১৩ মার্চ ২০২৫ তারিখে সিআরবি রোডের হল-২৪-এ ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ বিষয়ে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম জোনাল হেড রাশেদ সরওয়ার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মদুনাঘাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/তাওফিক/ 

এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’র অধীন নতুন ৪ প্রোডাক্ট চালু

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’র অধীন নতুন ৪ প্রোডাক্ট চালু
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণমূলক অর্ন্তভুক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং নারী গ্রাহক ও উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’ এর অধীন আকর্ষণীয় সুদ হারে ‘পরমা পাওয়ার সেভার অ্যাকাউন্ট’, ‘পরমা পে-রোল অ্যাকাউন্ট’, ‘পরমা নারী সমতা অ্যাকাউন্ট’ ও ‘পরমা এফডিআর’ নামে নতুন চারটি প্রোডাক্ট চালু করা হয়েছে।

সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নারী ব্যাংকিং এনসিসি পরমার নতুন চারটি প্রোডাক্ট এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। 

এসময়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকদের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশী সম্পৃক্ত করতে নতুন চারটি নারী ব্যাংকিং প্রোডাক্টের কার্যক্রম শুরু করল। এই প্রোডাক্টগুলো নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, আমরা ইতোমধ্যেই ‘এনসিসি পরমা’ নামে নারী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। নারী গ্রাহকদের জন্য আমানত ও ঋণের সুবিধা সম্বলিত বিভিন্ন সেবার পাশাপাশি স্বতন্ত্র ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিভিন্ন লাইফস্টাইল সেবাসমূহ চালু করেছি যা অল্প সময়ের ব্যবধানে নারী গ্রাহক পর্যায়ে বিশেষ সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায়, নারী গ্রাহক ও উদ্যোক্তাদের জন্য জমার বিপরীতে ৯০% পর্যন্ত ঋণ সুবিধা সম্বলিত ‘পরমা নারী সমতা ও পরমা এফডিআর,’ বিশেষ সঞ্চয়ী অ্যাকাউন্ট ‘পরমা পাওয়ার সেভার’ এবং এনসিসি ব্যাংকের সঙ্গে পে-রোল চুক্তি সম্বলিত বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী নারীদের জন্য ‘পরমা পে-রোল’ নামে বিশেষ সুবিধাদি সম্বলিত চারটি নতুন নারী ব্যাংকিং প্রোডাক্ট চালু করা হয়েছে।

নারীদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই ব্যাংকিং প্রোডাক্টগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি/মাহফুজ                               

আয়াত কেয়ার ও ব্রাক আইএসডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম
আয়াত কেয়ার ও ব্রাক আইএসডির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

দেশের যত্নসেবা খাতের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে AYAT Care ও BRAC Institute of Skills Development (BRAC ISD) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

AYAT Care এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং কর্মকর্তা (COO) রাহাত হোসেন এবং BRAC ISD এর পক্ষ থেকে মহফুজ আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে দক্ষ কেয়ারগিভার তৈরি, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং মানসম্পন্ন যত্নসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। উভয় প্রতিষ্ঠান মিলে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে, যা পেশাদার কেয়ারগিভার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AYAT Care এর COO রাহাত হোসেন বলেন, 'বাংলাদেশের যত্নসেবা খাত ক্রমবর্ধমান হলেও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি করতে পারবো, যা সেক্টরটিকে আরও এগিয়ে নেবে।'

BRAC ISD এর প্রোগ্রাম ম্যানেজার অব এমপ্লয়মেন্ট গোলাম মাহফুজুর রহমান, 'আমাদের লক্ষ্য কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন। AYAT Care এর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের যত্নসেবা খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।'

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে। যা দেশের যত্নসেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞপ্তি/মেহেদী/