
দেশের পরিবহন শিল্পের উন্নয়ন ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে র্যাংগস মটরস লিমিটেড ও ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড আয়োজন করেছে 'কাস্টমার অ্যাপ্রিসিয়েশন মিট'।
অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক জোরদার করার পাশাপাশি র্যাংগস মটরস লিমিটেড থেকে আইশার 'প্রোফর্মার সিজন ১০'-এ মনোনীত হওয়া বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাংগস মটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর সরদার মো. খালেদ বিন হাসান ও সিইও আহমেদ শাহরিয়ার আনোয়ার।
অনুষ্ঠানে অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন ভল্ভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আমান অরোরা, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সেলস হেড-সন্দীপ শর্মা, কান্ট্রি ম্যানেজার জয়েশ জোশী, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সার্ভিস ম্যানেজার ভগবান সিং মেহরা ও বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার অনুজ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, সভাপতি মো. আবদুল বাতেন ও বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি মো. সামিউল্লাহসহ বিভিন্ন পরিবহন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় সোহানা রউফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যিক পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে র্যাংগস মটরস লিমিটেড সবসময় আন্তর্জাতিক মানের যানবাহন ও মান সম্মত বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো।’
অনুষ্ঠানে র্যাংগস মটরস লিমিটেডের সিইও আহমেদ শাহরিয়ার আনোয়ার আনুষ্ঠানিকভাবে ল্যায়ালটি প্রোগ্রামের উদ্বোধন করেন। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা আগের তুলনায় বেশি বিক্রয়োত্তর সুবিধা পাবেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের স্মারক উপহার প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টজনের।
আইশার প্রতিনিধিগণ বাংলাদেশে উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য যানবাহন সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।