ঢাকা ২২ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

চন্দ্রনাথ পাহাড়ে বাড়তি নিরাপত্তার উদ্যোগ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ এএম
চন্দ্রনাথ পাহাড়ে বাড়তি নিরাপত্তার উদ্যোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে বাড়তি নিরাপত্তার উদ্যোগ নিয়েছে পুলিশ। ইতিমধ্যে গৃহীত নিরাপত্তাব্যবস্থার বাস্তবায়ন শুরু হয়েছে। আরও নিরাপত্তাব্যবস্থা নিতে আলাপ-আলোচনা করা হচ্ছে। আসতে পারে নতুন নির্দেশনাও। 

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দির ও আশপাশের এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ, কমিটির ম্যানেজার প্রদীপ দত্ত, সদস্য অশোক চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট পুলন রায় ও স্রাইন কমিটির অন্য নেতারা। 

অতিরিক্ত পুলিশ সুপার খবরের কাগজকে বলেন, ‘মন্দিরের নিরাপত্তাব্যবস্থা কীভাবে নেওয়া হবে সেটি নিয়ে স্রাইন কমিটি ও স্থানীয় নেতাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি আমিও দেখেছি। এ বিষয়ে কোনো জিডি বা অভিযোগ আমাদের কাছে কেউ করেননি। তবে সেখানে গিয়ে বারবিকিউ পার্টি করার কোনো আলামত কিংবা এমন কোনো কিছু আমরা পাইনি। যদিও নিরাপত্তাব্যবস্থা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে। কমিটি কীভাবে কাজ করবে এবং অন্যান্য বিষয়েও কথা হয়েছে। আমি রিপোর্ট দাখিল করব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’

সীতাকুণ্ডের ওসি কামাল উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘আমাদের একটি টিম সব সময় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দায়িত্বে থাকে। তারা নিচ থেকে ওপর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে। এ ছাড়া ইকোপার্ক এলাকায় আমাদের একটি মোবাইল টিম সব সময় থাকবে। তারা তল্লাশি করবে। আপাতত এ ধরনের নিরাপত্তাব্যবস্থা আমরা নিয়েছি। আগামীতে নিরাপত্তা বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে বারবিকিউ পার্টি করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। ওই পোস্টে চন্দ্রনাথ পাহাড়কে মেনশন দেওয়া হয়। বিষয়টি সনাতন ধর্মাবলম্বীদের নজরে আসে। এরপর ধর্মীয় স্থানে এমন বিনোদন কেন প্রশ্ন তুলে এবং এটি মন্দিরের প্রতি অমর্যাদা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষয়টি নিয়ে পুলিশও নড়েচড়ে বসে। 

চন্দ্রনাথ পাহাড় প্রায় ১ হাজার ২০০ ফুট উচ্চতার। পাহাড়টি সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ স্থান। এখানে রয়েছে কয়েক শ বছরের পুরোনো অর্ধশতাধিক মঠ-মন্দির। প্রতিবছর বাংলা ফাল্গুন মাসে এখানে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা হয়। এ মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সনাতন ধর্মাবলম্বীরা ভিড় জমান। ব্যসকুণ্ড, গয়াকুণ্ড, মহাদেব বাড়ি, সীতারকুণ্ড ও মন্দির, বীরপাক্ষ ও চন্দ্রনাথের শিব মন্দির এখানের উল্লেখযোগ্য মন্দির। হিন্দুদের কাছে পুণ্যস্থান হিসেবে পরিচিত এই চন্দ্রনাথ পাহাড়ের ধর্মীয় ভাবগাম্ভীর্যের বাইরেও আছে দর্শনীয় স্থান হিসেবে আলাদা কদর। ভ্রমণপিপাসুদের কাছে স্থানটি খুবই আকর্ষণীয়, মোহনীয় আর পছন্দের শীর্ষ তালিকার একটি।

এমএ/

সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় জেলার মুলাদী উপজেলার মীরগঞ্জ-মুলাদী সড়কের বড়ইয়া খাসেরহাট উঁচু পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরলক্ষ্মীপুর নন্দীরবাজার এলাকার একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা ছিল ড. ফরহাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।

নিহত উপসচিব ড. মো. ফরহাদ হোসেন মুলাদি উপজেলার নন্দীর বাজার এলাকার মাওলানা কাদের হাওলাদারের ছেলে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারযোগে মুলাদী সদরের উদ্দেশে রওয়ানা দেন ফরহাদ হোসেন। থ্রি-হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক আকস্মিক ব্রেক দিলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিলেন, মাহিন্দ্রাটি সেই পাশে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়।

এদিকে চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, নন্দীর বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতেই তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুরে আসছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মো. ফরহাদ হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মঈনুল ইসলাম সবুজ/এমএ/

মাগুরায় ২ হাজার ৫০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
মাগুরায় ২ হাজার ৫০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন। ছবি: খবরের কাগজ

মাগুরায় ২ হাজার ৫০০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন শীতার্তদের এই শীতবস্ত্র বিতরণ করেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া,উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন ও আড়পাড়া সরকারী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খায়রুজ্জামান প্রমুখ।

কাশেমুর রহমান/সুমন/এমএ/

সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে: মুহাম্মদ আবদুল্লাহ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে: মুহাম্মদ আবদুল্লাহ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব।  কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। এ ছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মো. আনিসুজ্জামান, এহতেশামুল হক শাওন, খুলনা প্রেস ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, ‘সাংবদিকতা পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা, অথচ এ পেশায় যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছেন। বিগত ১৬ বছর সাংবাদিকদের একটি গোষ্ঠীকে বারবার অনুদান দেওয়া হয়েছে। গণমাধ্যম রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলেও, এই শক্তিকে বিগত দিনে অথর্ব করে রাখা হয়েছিল। পরিণত করা হয়েছিল রুগ্ন প্রতিষ্ঠানে। আর সাংবাদিকদের বানানো হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীতে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সম্ভাব্য করণীয় সব কিছু করার চেষ্টা করা হবে।’

এ ছাড়া দেশের বিরুদ্ধে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩ জন গণমাধ্যমকর্মীদের মধ্যে আট লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মাকসুদ রহমান/নাবিল/এমএ/

পঞ্চগড়ে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত বিএসএফের

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
পঞ্চগড়ে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত বিএসএফের
পঞ্চগড় সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ। ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যুর পর পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে সকল আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে জেলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ  পারভেজ বলেন, ‘বর্তমানে মরদেহ সদর থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক  হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী এলাকার বাসিন্দা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। 

বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের উপর বঁটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই সাথে চোরাই গরুও জব্দ করে তারা।

এ দিকে গুলির শব্দ পেয়ে চোরাকারবারীদের প্রতিহত করার জন্য আট রাউন্ড গুলি ফাঁকা ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

অন্যদিকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে মরদেহটি বিএসএফের কাছ থেকে গ্রহণ করে বিকেলে সকল প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি।

ওসি আরও জানান, জিডি মূল্যে মরদেহটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রনি মিয়াজী/নাবিল/

যশোর জেলা মুক্ত দিবস উদযাপিত

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
যশোর জেলা মুক্ত দিবস উদযাপিত
যশোর মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করে জেলা প্রশাসন। ছবি: খবরের কাগজ

আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় যশোর জেলা। মূলত ঝিনাইদহ জেলার সঙ্গে একইদিনে শত্রুমুক্ত হয় যশোর জেলা।  স্বাধীন বাংলাদেশের রক্ত সূর্যখচিত সবুজ পতাকা আজকের দিনেই উড়েছিল এ জেলায়। 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে টাউন হল ময়দানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এরপর আয়োজিত হয় বিজয় শোভাযাত্রা। সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে শহিদদের স্মৃতির উদ্দেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে ২০টি সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাথায় জাতীয় পতাকা, ফেস্টুন, ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয়।

শোভাযাত্রায় আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এএইচএম মাযহারুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

জাতির জীবনে মহিমান্বিত এক গৌরবোজ্জ্বল দিন ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর শত্রুমুক্ত হয়। সেদিনই মহান মুক্তিযুদ্ধে দেশের মধ্যে প্রথম বিজয় সূচিত হয়। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যশোরের মুক্তিযোদ্ধারা তাদের জেলাকে প্রথম শত্রুমুক্ত করে। বয়ে আনেন যশোরবাসীর জন্য বিরল এক সম্মান।

এইচ আর তুহিন/নাবিল/